বিশেষ সংবাদ: এই লেখাটি পোষ্ট করার কয়েক ঘন্টা পরে এলুয়ানা এনগ্লারো মারা গেছেন।
১৭ বছর অচেতন বা কোমায় থাকার পর স্বেচ্ছামৃত্যুর অধিকার নিয়ে এক তরুনী মেয়ের আইনী লড়াই নিয়ে ইতালীতে অনলাইনে বিভিন্ন কার্যক্রম এবং মন্তব্য চলছে। এর বেশীরভাগই এলুয়ানা এনগ্লারোর ইচ্ছাপুরনের অধিকার প্রতিষ্ঠার পক্ষে। ইতালির নেটবাসীরা এক পিটিশন (দরখাস্তে) সই করছে, প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে একই সাথে ইউটিউব ভিডিওতে নিজের জীবন নিজের বাঁচা এই অধিকার নিয়ে বিবৃতি দিয়েছে। তারা এসব করেছে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি এবং ভ্যাটিকানের মতামতের বিরুদ্ধে।
এলুয়ানা এনগ্লারো ৩৮ বছরের এক ইতালিয় নারী। সে ১৯৯২ সালে এক গাড়ী দুর্ঘটনায় তিনি চলৎশক্তিহীন ও অচেতন হয়ে পড়েন। এ দুর্ঘটনার সামান্য আগে এলুয়ানা তার এক বান্ধবীকে দেখতে যান, যে কিনা এক দুর্ঘটনায় কোমা বা জীবনমৃত অবস্থায় চলে গিয়েছিল। সে সময় এলুয়ানা তার পিতাকে জানান, এ রকম কোন দুর্ঘটনা যদি তার জীবনে ঘটে তবে তিনি কৃত্রিমভাবে বেঁচে থাকতে চান না।
কয়েকবছর ধরে যত্ন নেবার পর এলুয়ানার পিতা বেপ্পিনো এনগ্লারো আদালতে এক মামলা শুরু করেন। এই মামলার উদ্দেশ্য ছিল তার কন্যার ইচ্ছে পুরণ করা, তাকে মারা যেতে দেওয়া। যদিও ইতালির আইন স্বেচ্ছা মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয় না (ইংরেজী ভাষায়), এই আইনের জটিল ঘটনাক্রমে ইতালির সর্বোচ্চ আদালত ও ইউরোপীয়ান ইউনিয়নের আদালত স্ট্রাসবুর্গ পর্যন্ত পৌঁছায়। শেষ পর্যন্ত কোর্ট এলুয়ানার মৃত্যুর ইচ্ছার পক্ষে রায় দেয়। ফেব্রুয়ারীর ছয় তারিখ শুক্রবারে এলুয়ানার ডাক্তার তাকে খাওয়ানোর জন্য লাগানো সব কৃত্রিম নল খুলে ফেলার প্রস্তুতি নেয়।
ভ্যাটিকানের অস্বস্তিকর চিন্তার মতেই ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি কোর্টের আইন পাল্টানোর চেষ্টা করেন (ইংরেজী ভাষায়)। তিনি এই বিষয়ে এক বিশেষ জরুরী আদেশ জারী করেন। এই আদেশ ইতালীর পার্লামেন্ট অনুমোদন করে। কিন্তু ইতালির প্রেসিডেন্ট এই ডিক্রীতে সই করতে অস্বীকার করেন। অনেক পন্ডিত আইনজীবি, সাংবাদিক এবং সাধারণ নাগরিক প্রেসিডেন্টের কাজটিকে সমর্থন করে। তারপর সময়ের স্বল্পতার কারনে এই আইনকে বাস্তবায়ন করার বিপরীতে সিলভিও বার্লুসকোনি ঘোষনা দেন, তিনি বলেন এই ঘটনা থামানোর জন্য তাৎক্ষণিক এক বিশেষ খসড়া আইন উত্থাপন করবেন (ইতালিয়ান ভাষায়)। পার্লামেন্ট এক সপ্তাহের মধ্যে এই আইনটিকে সমর্থন করবে। এভাবে প্রেসিডেন্টের না ভোট প্রদানকে কার্যকর করা হয়। ডাক্তারকে জোর করা হয় যাতে সে এলুয়ানাকে খাওয়াতে বাধ্য হয়। বার্লুসকোনি বলেন, যদি প্রয়োজন হয় তাহলে সংবিধান সংশোধন করা হবে।
ছবিটি তুলেছেন র্যাডিকালি মিলানো, ফ্লিকারের ক্রিয়েটিভস কমন্স এর অধীনে ছবিটি প্রকাশিত
জনতা ‘জীবনের পক্ষে’ এবং ‘এলুয়ানার ইচ্ছামুত্যু’ এই দুইভাগে ভাগ হয়ে যায়। একদল জনতা সপ্তাহজুড়ে অন্দোলন করে। ভ্যালেন্টাইনস ডে (১৪ ফেব্রুয়ারীতে)- তে রোমের শহরতলীতে এই উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা করার পরিকল্পনা রয়েছে (এখন তা ফ্রেবুয়ারীর ২১ তারিখে অনুষ্ঠিত হবে)। এই সমাবেশ অনুষ্ঠিত হবে সরকারের স্বৈরশাসন মানসিকতার বিরুদ্ধে (ইতালিয়ান ভাষায়)। ইতালির পার্লামেন্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম নজীরবিহিন সাংবিধানিক সংকট তৈরী হয়। এখন এই আলোচনা পুরো দেশটিকে গ্রাস করেছে। বিষয়টি ইন্টারনেটে অনেক বেশী আলোচিত হচ্ছে।
বিচার বিভাগের উপর এক বিশেষ নাশকতামূলক কার্যক্রম:
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর সিলভিও বারর্লুসকোনি নাশকতার প্রচেষ্টার উপর বেশীর ভাগ ব্লগার চোখ রাখছিল। মেনটে ক্রিটিকা (ইতালিয়ান ভাষায়) লিখছেন:
Sconfessare per decreto legge una sentenza definitiva di una Corte di cassazione è un colpo di stato verso uno dei legittimi poteri della repubblica. Un atto così incostituzionale che probabilmente nemmeno Franco o i colonnelli della giunta militare greca avrebbero avuto l’ardire di tentare.
র্যানডম বিটস, আ ব্লগ এ্যানথ্রোপোলজিকাল ইনফেরিও (ইতালী ভাষায়), পার্লামেন্টে সংখাগরিষ্ঠ দলের কাছাকাছি থাকার কথা ঘোষণা করে এই বিশেষ জরুরী ডিক্রির ব্যাপারে বলেন।
Non siamo (ancora) di fronte a comportamenti apertamente golpisti, ma ci stiamo pericolosamente avvicinando al limite (…) ricordando al governo l'importanza della separazione dei poteri e dei meccanismi di checks and balances.
ওপেন ওয়ার্ল্ড (ইতালিয়ান ভাষায়) বার্লুসকোনির উদ্ধৃতি দিয়ে বলছেন, ‘এলুয়ানা এনগ্লারো এমন একজন যার এখন হয়তো একটি সন্তান থাকতে পারতো’। তিনি ‘লিভিং উইল’ বা ‘বাঁচার ইচ্ছে নিজের হাতে’ বিষয়টিকে শাসনতান্ত্রিক আইন করার কথা বলছেন এবং তার সাথে যোগ করছেন:
Il Governo sta autorizzando una parte molto importante dell’elettorato, quello cattolico, di diventare il padrone di uno Stato Laico come è l’Italia. Come è per Costituzione il nostro Paese è tutto il contrario di quello descritto dal Presidente del Consiglio.
ভ্যাটিকানের তৈরী হওয়া চাপ চারপাশে পাহাড়ের মতো বাড়ছিল। ক্যাথলিক ধর্মযাজক এবং ব্লগার পাওলো পাদরিনি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন পাসি নেল ডেশার্তে (ইতালিয়ান ভাষায়) ব্লগে:
In questo momento una sola cosa potrebbe disinnescare la miccia dello scontro sociale, oltre che istituzionale. Al più presto dovrebbero riunirsi i parlamentari cattolici di tutti gli schieramenti, presentare una legge sospensiva di ogni decisione fino ad una completa decisione circa una legge di “fine vita” che regoli anche il cosiddetto “testamento biologico” togliendo da esso ogni possibile fraintendimento pseudoeutanasico.
একটি ইতালিয়ান সংবাদপত্র লা রিপাবলিকায় একজন বিখ্যাত সংবধিান বিশেষজ্ঞ স্টেফানো রাডাটা সমস্যাটিকে সাংবিধানিক সুনামি বলে বর্ণনা করেন (ইতালিয়ান ভাষায়)। তিনি বিষয়টি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন (ইতালিয় ভাষায়)। এই উদ্বিগ্নতা সংসদের অনেক সদস্যদের, এটি আমাদের এমন এক গোলমালের দিকে নিয়ে যাবে যেখানে জনগণের আধিকারে জন্য ও তাদের নিজের মানবতার প্রতি খুব কম শ্রদ্ধা থাকবে। একজন মন্তব্যকারী তার ব্লগের সর্বশেষ প্রবন্ধ ১পার্টিজিয়ানোতে লিখছেন:
di nuovo il governo fa leggi ad personam, vedi il caso Eluana. La politica che deve fare leggi utilizzabili per tutti si accanisce su un fatto specifico da farne un decreto,noi cittadini dovremmo prendere coscienza di chi ci governa, della sua arroganza e ignoranza politica.
এলুয়ানার মৃত্যুকে বেছে নেবার আন্দোলনে অনলাইনের কার্যক্রম:
এলুয়ানাকে নিয়ে তৈরী করা শোভাযাত্রা ও অন্য ধরনের এলুয়ানার সাথে সর্ম্পকিত এ রকম সব ছবি নিয়ে ফ্লিকার ১৫০ পাতার ছবি ছেপেছে ।
ফেসবুক এ ধরনের কর্মকান্ড চালানোর জন্য আর্দশ জায়গা। ফেসবুকে আজকাল অনেকই তাদের সরকারের সমালোচনা করছে। সেখানে প্রোফাইল এর ছবি রেখে তারা এর প্রতিবাদ জানাচ্ছে। ইতালির শহরতলীতে এলুয়ানাকে সমর্থন করার জন্য একদল লোক ভ্যালেন্টাইনস ডে শোভাযাত্রা (ইতালিয়ান ভাষায়) বের করার উদ্যোগ নিয়েছিল (এখন তা ফেব্রুয়ারীর ২১ তারিখে এসে অনুষ্ঠিত হবে) এই শোভাযাত্রারা জন্য দ্রুত ২০০০ সদস্য সংগ্রহ হয়ে যায় এবং একটি পিটিশন (দরখাস্ত) তৈরী করা হয়। এই দরখাস্ত (ইতালিয়ান ভাষায়) এলুয়ানার মৃত্যুকে বেছে নেবার অধিকারকে সমর্থন করে। প্রায় ৮৬ হাজার লোক এতে সমর্থন দেয়। আরো অনেক গ্রুপ বিষয়টি নিয়ে আলোচনা করছে। একবাক্যে বলা যায় তারা স্থানীয় ভাবে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছে। বেশীর ভাগই জনগণই কোর্টের আদেশকে সমর্থন করছে।
সর্বশেষ যে সংবাদ সেটি হলো এলুয়ানার বিষয়ে এক প্রচারনা চালানো হচেছ। এই প্রচারনার অংশ হিসেবে লোকদের (ইতালিয়ান ভাষায়) লিভিং উইল বা ইচ্ছামৃত্যু বিষয়ে একটি ইমেইল সরাসরি শ্রমমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। জনগণ মেইলে দরখাস্ত পুরণ ও স্বাক্ষর করছে এবং জানাচ্ছে যে তারা শুরু থেকে কৃত্রিমভাবে নানা ডাক্তারী যন্ত্রপাতির মাধ্যমে জীবন বাঁচিয়ে রাখার বিপক্ষে। তারা তাদের পরবর্তী পরিকল্পনার কথা বলছে। ডজনখানেক লোক ইউটিউবে ছোট ছোট ভিডিও পাঠিয়েছে (ইতালিয়ান ভাষায়)। এই সব ভিডিওর মাধ্যমে তারা লিভিং উইলকে সমর্থন জানিয়েছে। এখন ইউটিউকে প্রায় ১০০-র বেশী ভিডিও পাওয়া যাবে যেগুলো শতশত লোক দেখেছে।
এছাড়াও ইউটিউবে তার সাথে এই আইনকে সমর্থন করে একটি ভিডিও রয়েছে যা সম্প্রতি উত্থাপন করেন সিনেটর এবং সার্জেন ইগনাজিও মারিনো। এতে তিনি এই ধরনের বায়োলোজিকাল টেস্টামেন বা জৈবিক বিবৃতির (বা লিভিং উইল-এর আইনী দিকের) প্রতি সমর্থন জানিয়েছেন।
এই পোস্টের সহযোগী লেখিকা এলেনোরা পান্টো