এই মাসের শুরুর দিকে, ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হবার পূর্বে, চীনের চেংদুতে ৪০০ থেকে ৫০০ মানুষ প্রস্তাবিত পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট নির্মাণের প্রতিবাদ করতে রাস্তাতে নেমে আসে। বলা হয় তাদের এই “পদযাত্রা” কর্মসূচী এই নির্মানের প্রতিবাদ করার অনুমতি প্রার্থনার উদ্দেশ্য আয়োজন করা হয়েছে। এই কর্মসূচীটি সংগঠিত করা হয় মোবাইল ফোনে, এসএমএস এবং ব্লগের মাধ্যমে; জিয়ামিন এবং বেইজিং এর কর্মসূচীর অনুরূপ হিসেবে। নিউ ইয়র্ক টাইমস এ গত সপ্তাহে পরিবেশগত প্রতিবাদ নিয়ে একটি প্রতিবেদন ছিল । ছয়জনকে গ্রেপ্তার করা হয় (দানউই এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছে)।
বেইজিং এর আইনজীবি লিউ ঝিয়াইউয়ান “পদযাত্রা” তথা মৌনমিছিল মধ্য দিয়ে মতামত প্রকাশ করা পদ্ধতির প্রশংসা করেন তার ব্লগে:
“散步”不是集会、游行、示威,“散步”是具有中國特色的维权方式,但愿有关部门能给市民一个表达意见的“散步”空间,更愿政府能够重视市民“散步”表达出来的意见。
“মৌনমিছিল” কোন সভা সমাবেশ কিংবা বিক্ষোভ নয়। চীনে সাধারণ মানুষের অধিকার রক্ষার একটি অনন্য উপায়। আমি আশা করি সরকারের সংশ্লিষ্ট বিভাগ নাগরিক একটি জায়গা দেবে যেখানে তারা এমন “মৌনমিছিল” এবং তাদের মতামত প্রকাশ করতে পারে এবং আরও বেশী গুরুত্বপূর্ণ ভাবে সরকার “মৌনমিছিলের” মধ্য দিয়ে আসা নাগরিকদের মতামতকে সম্মান জানাতে পারবে।
চীন ডিজিটাল টাইমসের পূর্ণ অনুবাদ দিয়েছে। তারা আরও জানায় লিউ এর ব্লগ কিছু সেন্সরশীপের সম্মুখীন হয়েছে।
দক্ষিণ-পশ্চিম চীনে অনেকেই সোমবারের ভূমিকম্পের পর থেকে ভীত। ফ্রাকটর নামের নতুন ওয়েবসাইট নিজেরাই জানিয়েছে যে, তারা “সহজ এবং অভিনব ওয়েব অ্যাপলিকেশন” ছেড়েছে যা শপথ করেছে যে তারা সারা পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের সাহায্যার্থে সংবেদনশীল ও সাহায্য করতে ইচ্ছুক মানুষের সাথে যোগাযোগ ঘটাবে।
“ক্রসরোড” ব্লগের রিচ ব্রুবেকার, যিনি চীনে কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি (প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব সম্পর্কে লেখেন), পিবিএস সিরিজের একটি ভিডিও “পরিবেশের পালাবদল” এর লিংক পোস্ট করেন, এবং আমাদের চীনের দ্রুত গতিশীল অর্থনৈতিক বৃদ্ধির কারণ তুলে ধরেন। এখানে কিছু সাক্ষাতকার আছে, যার মধ্যে চীনের অবিসংবাদিত পরিবেশবাদী নেতা প্যান ইউ সহ চীনের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয়ের উচ্চক্ষমতাশালী ব্যক্তিরা আছেন।
এবং সর্বশেষে, প্রায় পনের লক্ষ চীনা শিশু ইউএনইপি (জাতিসংঘের পরিবেশবাদী প্রোগ্রাম) আয়োজিত ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। গত বছরের শ্রেষ্ঠ পুরষ্কার প্রাপ্ত চার্লি সুলুইবানের ছবিটি নিচে: