প্যালেস্টাইন: “আমি গুলির শব্দ ভয় পাই এবং কাঁপতে থাকি”

প্যালেস্টাইনে ইজরায়েলি দখলের উপর আল জাজিরা টিভির একটি ডকুমেন্টারি অনুষ্ঠানে একটি ফিলিস্তিনি বালিকা তার জীবনের বর্ণনা দিচ্ছে। যে এই ভিডিওটি দেখছে সেই তার ছোট ছোট বাক্যের বক্তব্যের দ্বারা আবেগতাড়িত হচ্ছে .. এবং আমি যখন তাকে টিভিতে দেখি তার কথার চেয়েও গভীর কিছু আমি অনুভব করি।

ফিলিস্তিনি ব্লগার শালতাফ তার বক্তব্য আরবীতে তুলে ধরেছে যার বাংলা অনুবাদ নিন্মে দেয়া হলো:

জানালা দিয়ে বোমাটি ঢুকল তারপর বিস্ফোরণে সমস্ত জানালা চুরমার হয়ে ঘরটি পুড়ে গেল।
আমার সমস্ত জিনিষ ভেঙ্গে গেল। আমার খেলনা চুরমার হয়ে গেল। অন্য অনেক কিছু গলে গেল।
সব কিছু আবর্জনা ফেলার স্থানে ফেলে দিতে হল। আমার জামা কাপড়ও ফেলে দিতে হল।
তোমরা যদি আমার জামার গন্ধ শুঁকতে! ইহুদিদের আমার জামা শুঁকতে দাও এবং আমাদের বাড়ীর অবস্থা দেখে যেতে বল।
এর পরে বাবার এনে দেয়া চশমাটি নিয়েও আমি খুশি হতে পারি নি। মার দেয়া ব্রেসলেট, কানের দুল ও আংটিও আমাকে সন্তুষ্ট করতে পারে নি।
আমি কি করে ঐ গুলো নিয়ে আনন্দে থাকব.. আমার হার .. এগুলো? আমার জিনিষগুলো নিয়ে আমি কি করে সন্তুষ্ট থাকব?
আমার “তাখ” (গুলির শব্দ) ভয় লাগে এবং আমি ভয়ে কাঁপতে থাকি যখন গোলাগুলি হতে থাকে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .