আমিরা আল হুসাইনির মধ্যপ্রাচ্যে শৈত্য প্রবাহের উপর লেখা দেখে উদ্বুদ্ধ হয়ে আমি ঠিক করেছি যে ভল্গা এলাকার ব্লগারদের লেখার কিছু অংশ (এবং ছবি) এখানে তুলে ধরব। গত সপ্তাহে সামারা শহরের জীবনযাত্রা কল্পনাতীত বরফের ফলে থেমে গিয়েছিল আর সামারা- উফা মহাসড়কে শত শত গাড়ি আটকিয়ে গিয়েছিল যার ফলে স্থানীয় কতৃপক্ষ বাধ্য হয়েছে জরুরী অবস্থা ঘোষণা করতে সেই ব্যাপারে তাদের মতামত (ও ছবি) আছে।
লাইফ জার্নাল (জীবনের দিনলিপি) ব্যবহারকারি ভাস্কা বরফের নীচে চাপা পড়া গাড়ির দুটি ছবি তুলে দিয়েছেন (যেগুলোকে প্রথমে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং মনে হচ্ছিল) আর জানুয়ারি ২৫ তারিখে বলেছেন (রাশিয়ান ভাষায়):
সামারায় সব বরফ পুন্জীভূত!
সামারার অফিসিয়াল পোর্টালে জানুয়ারি ২৯ তারিখে দেয়া এক রিপোর্ট অনুযায়ী (রাশিয়ান ভাষায়) তার আগের দিন ৭০০০ টনের মতো বরফ শহরের বাইরে নেয়া হয়েছে।
লাইভইন্টারনেট ডট আরইউ ইউজার _আজুম_ জানুয়ারি ২৫ তারিখে এই রিপোর্ট করেছেন (রাশিয়ান ভাষায়):
গত তিন দিনে সামারায় দুই মাসের সমান বরফ পড়েছে।
সব থেকে ভয়ঙ্কর দিক হচ্ছে যে এম্বুলেন্স প্রায় যাতায়াত করতে পারছে না। প্রায় তিন ঘন্টা লাগছে আসতে কারন গাড়ি আটকিয়ে যাচ্ছে আর ডাক্তারদের হাঁটতে হচ্ছে। লোকে বলছে যে অনেক দোকানে রুটি পাওয়া যাচ্ছে না আর আরো আনা যাচ্ছে না কারন ট্রাক আসতে পারছে না।
ভয়ংকর জিনিষ হল এম ৫ সিযরান থেকে পেঞ্জা পযন্ত হাইওয়ে বন্ধ। এটা আসলেই থেমে আছে। কয়েক কিলোমিটার এর ট্রাফিক জ্যাম ২৫ ঘন্টা ধরে এখানে আছে। গাড়িগুলো এই সময়ে ৩০ কিমি পার হতে পেরেছে। ছোট গাড়ি, ট্রাক সব আটকিয়ে আছে আর তাদের তেল আর খাবার প্রায় শেষ।
তারা বলছে যে ২০ বছর আগে এমন হয়েছিল!!!
ডায়রি আরাইউ ব্যবহারকারী আই এম সুপারগার্ল বরফে ঢাকা আরও গাড়ির ছবি দিয়েছে আর তাদের নিজেদের কষ্টের কথা লিখেছে (রাশিয়ান ভাষায়):
দ্য ডে আফটার টুমরো চলচ্চিত্র গতকালের আগের দিন শুরু হয়েছে
খুব জেদি যারা তারাই গাড়ি খুঁড়ে বের করতে পেরেছে ( আমার বাড়ির পিছন থেকে একজন নাককানগলার ডাক্তার প্রতিবেশী সময় মতো বেরিয়েছেন সকালে, অনেক পরিশ্রম করে গাড়ি আর রাস্তা থেকে বরফ সরিয়ে)। আর কোথাও গাড়ি রাখাও যাচ্ছে না। কিন্তু আমি আপনাদের এটা কেন বলছি? নিজেরাই দেখুন না ( যত বরফের স্তুপ সব আমার প্রতিবেশীদের গাড়ি)।
[পাঁচটি ছবি]
সারাতোভ থেকে এখানে একটা রিপোর্ট দেয়া হল যেখানে বরফ ঝড় হয়েছে আর সামারা থেকে আর একটা গাড়ির ছবি এলজে ব্যবহারকারী পিতাথ এর।
দ্বিতীয় দিনের জন্য শহরের ট্রাফিক থেমে আছে। বরফের পরিমান গত মাসের বরফহীন সময়কে পুষিয়ে দিচ্ছে।
সমস্যা হলো রাস্তা থেকে বরফ পরিষ্কার করা একেবারেই হচ্ছে না।এই দুইদিনে আমি বরফ পরিষ্কার করার যন্ত্র মাত্র দুইবার দেখেছি আর তা কোন কাজ না করে দাঁড়িয়ে ছিল। সব রাস্তা , শহরের প্রধান সড়কসহ ১০-৩০ সেমি বরফে ঢাকা ছিল।
সবাই দেরি করে কাজে পৌছাচ্ছে কিন্তু কেউ কোন প্রশ্ন করছে না।
গভর্নর আর শহর কর্তৃপক্ষ টেলিভিশনে আসছে আর খুশি হয়ে বলছে যে এই বছর তারা বিপদ এড়াতে সক্ষম হয়েছে, আর বরফ পরিষ্কার করার ৭০টা যন্ত্র রাস্তায় কাজে ব্যস্ত (তাদের সরকারি বাড়ির সামনে হয়তোবা), আর ট্রাফিক পুলিশ ঝামেলার জায়গাগুলো নিয়ন্ত্রন করছে (কিছুটা সত্যি) আর কোন ট্রাফিক জ্যাম নেই ( এটা বয়স্ক লোকদের জন্য বলা যারা বাড়ির বাইরে যাবেন না)।
শেষে সামারা থেকে একটা ছবি যেখানে একই সমস্যা হচ্ছে:
একজন বন্ধুর গাড়ি যা বরফের নিচে ৭ ঘন্টা চাপা ছিল। সে এটা খুঁড়ে বের করেছে কিন্তু তারপরেও হেঁটে কাজে যেতে বাধ্য হয়েছে – কারন রাস্তা বরফের স্তূপে ঢাকা ছিল।
আরো সামারার ছবি: এল জে ব্যবহারকারী কোটির এখানে এবং এল জে ব্যবহারকারী ইজি লিসেনিং এর এখানে।
কোমসোমলস্কায়া প্রাভাদা পত্রিকা থেকে ইউটিউবেও দেয়া একটা ভিডিও এখানে।
শেষে একটা রাশিয়ান ইতিহাসের ব্লগ দে রেবুস এন্টিকিস এত নোভিসের দিমিত্রি মিনাভের কাছ থেকে সামারার আবহাওয়া নিয়ে কিছু ছবি আর মন্তব্য:
আপনাদের ক্ষমা চাচ্ছি এই অপ্রাসিঙ্গকতার জন্য। এখানের আবহাওয়া খুব ভালো হচ্ছে। আমি সব সময় শীত পছন্দ করি আর অনেক দিন ধরে একটা ভালো বরফ ঝড়ের অপেক্ষায় ছিলাম। দুইদিন আগে শুরু হয়ে এখনো হচ্ছে।
[ একজন সমব্যাথীর মন্তব্যের উত্তরে]
আমি আশা করি এপ্রিল পর্যন্ত এমন থাকবে!!
[ আর একটা মন্তব্যের জবাবে]
এই আবহাওয়া আমার ছোটবেলার মতো। আমার স্মৃতি যদি ঠিক থাকে এটা সব সময় এমন ছিল, গত ২০ বছর ছাড়া যখন আবহাওয়া খারাপ হয়ে গিয়েছে।