চীনদেশ: ‘একশ ডলার’ ল্যাপটপ এখানে তেরি হয় কিন্তু বিক্রি হয়না

একশ ইউ এস ডলার ল্যাপটপ এখন চীনে তৈরি হচ্ছে”, লিখছেন সাঙহাইস্ট ব্লগের ম্যাথিউ সেইগাল, “এবং বিশ কোটি লোক এদেশে দিনে এক ডলারের নীচে কামায়।” তাহলে চীন সরকার এই প্রকল্পে অংশগ্রহন করেনি কেন? “এটি মনে হচ্ছে যে চীনের শিশুদের এই একশ ডলার ল্যাপটপগুলো হাতে পাবার উপায় হচ্ছে ইউ এস ডলার ৩৫০ বা ৫২৫ মূল্য দিয়ে (ক্রিসমাসের সময় যদি পাওয়া যায়)। এই সমস্ত অতিরিক্ত লাভের অংশ ব্যয় করা হবে যেসব দেশ এই প্রকল্পের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সেসব দেশের শিশুদের জন্যে ল্যাপটপ কেনার জন্যে। আমরাও এই ল্যাপটপ চাই।”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .