আরবদেশ: প্যালেস্টাইনিরা কিভাবে তাদের নিজেদের পরাজিত করছে

প্যালেস্টাইনে কি হচ্ছে? প্যালেস্টাইনিরা কেন একজন আরেকজনের বিরুদ্ধে লড়ছে? কিসের জন্য সংঘাত বাড়ছে? কে বিজয়ী হচ্ছে এবং কে পরাজিত হচ্ছে? এবং এর পরে কি?

প্যালেস্টাইনি ব্লগার হাইতাম সাব্বাহ তার ঘৃনা প্রকাশ করছে এভাবেই উপরের প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করার মাধ্যমে (যা আমি আরবী থেকে অনুবাদ করছি):

দখলকৃত প্যালেস্টাইনি অন্চলে যা হচ্ছে তা বড়ই লজ্জার। শুধু ভাই ভাইকে খুন করছে এমন নয় কিছু প্যালেস্টাইনিরা শত্রুর কাজ থেকে সহযোগীতা চাচ্ছে ভাইয়ের বিরুদ্ধে জয়ী (যদিও বাহ্যিকভাবে) হবার জন্যে। অন্য ভাবে বলতে গেলে যদিও তারা নিজেদের বিরুদ্ধই জয়ী হতে চাইছে আসলে এটি একটি পরাজয়ই মাত্র। এমন সময়ও গেছে যখন যুদ্ধবিমান, ট্যান্ক বা রকেট তাদের পরাজিত করতে পারেনি, কিন্তু এখন তারা নিজেদের দ্বারাই পরাজিত হয়ে গেছে। আপনারা দেখছেন তাদের এই পরাজয় নিয়ে উল্লাস করতে, যেন এটি তাদের বিজয়। এই বিভ্রমঘটিত বিজয় আসলে ত্বরান্বিত হয়েছে ডলার দ্বারা এবং পশ্চিমের উস্কানিতে। এই অর্থের দেখা পাওয়া যায় তখনই যখন লোকজন চরম বিপর্যয়ের মুখে পরে। ন্যায়পরায়নতা ও সুবিচার প্রতিষ্ঠার সময় এই ডলারের দেখা কিন্তু পাওয়া যায় না।

- আমিরা আল হুসাইনি

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .