· ডিসেম্বর, 2010

গল্পগুলো আরও জানুন স. আরব আমিরাত মাস ডিসেম্বর, 2010

কাতার: ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজক হবার যোগ্যতা লাভে, হাসিঠাট্টা, উল্লাস

২০২২ সালের বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে, ফিফার এই ঘোষণার পর কাতার আনন্দ উদযাপন করছে-ফিফার এই ঘোষনার পর উল্লাসে আর হাসিঠাট্টায় ইন্টারনেট ভরে গেছে, কারণ এই ছোট্ট আয়োজক হবার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে, এবং আরব দেশের নেট নাগরিকরা বেশ কিছু অভিনন্দন জানানো টুইটের মাধ্যমে এই আনন্দ উদযাপন যোগ দিয়েছে।

3 ডিসেম্বর 2010