গল্পগুলো আরও জানুন স. আরব আমিরাত মাস নভেম্বর, 2011
আরব বিশ্ব: নিউ ইয়র্ক পুলিশ কি “মুবারককে আবার প্রতিষ্ঠিত করছে”?
আরবের নেট নাগরিকরা আতঙ্কের সাথে নিউইয়র্ক পুলিশের অকুপাই ওয়াল স্ট্রিট নামক আন্দোলনের সাথে যুক্ত বিক্ষোভকারীদের জোর করে জুকত্তি পার্ক থেকে বের করে দেওয়ার দৃশ্য অবলোকন করছিল। কেউ কেউ বলছিল যে তারা “এক মুবারককে আবার প্রতিষ্ঠিত করছে”। মূলত মিশরের প্রাক্তন স্বৈরশাসক হোসনী মুবারক, বিক্ষোভকারীদের সাথে যে রকম নির্মম আচরণ করেছিল, তার সাথে নিউ ইয়র্ক পুলিশের আচরণের তুলনা করতে গিয়ে তারা এই কথাটি উচ্চারণ করে। মিশর বিপ্লবের প্রেক্ষাপটে মুবারককে ক্ষমতা ছাড়তে হয়।