গল্পগুলো আরও জানুন প্যালেস্টাইন মাস ডিসেম্বর, 2009
প্যালেস্টাইন: গাজায় সোয়াইন ফ্লুর আগমন
আশেপাশের অন্য অনেক এলাকার চেয়ে অনেক দেরিতে এইচ১এন১ নামক ভাইরাস জ্বর গাজায় প্রবেশ করল। বাস্তবতা হচ্ছে ইজরায়েল ও মিশর এই এলাকা অবরোধ করে রেখেছে। গাজায় এ মাসের শুরুতে এইচ১এন১ রোগে প্রথম কারো মৃত্যুর খবর প্রকাশ করা হয়। এই পোস্টে গাজার ব্লগাররা এই এলাকার জনগণের সোয়াইন ফ্লু নিয়ে ভয় এবং প্রতিক্রিয়া তুলে ধরছে-এবং যে সমস্ত জিনিষপত্র এই রোগ প্রতিরোধ করতে পারে বলে বিশ্বাস করা হচ্ছে, সেগুলোর হুহু করে বিক্রি হবার ঘটনা তুলে ধরছে।