গল্পগুলো আরও জানুন প্যালেস্টাইন মাস ডিসেম্বর, 2011
গিংগ্রিচের প্রতি আরব বিশ্ব: যদি প্যালেস্টাইনীরা বিশেষ ভাবে আবিস্কৃত কোন জাতি হয়, তাহলে আমেরিকানরা হল……
প্যালেস্টাইনীরা হচ্ছে এক “ইনভেনটেড” জাতী, যারা ইজরায়েল নামক রাষ্ট্রের ধ্বংস চায়। এই কথাগুলো উচ্চারণ করেছেন নিউট গিংগ্রিচ, যিনি এবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে রিপাবলিকান দলের পদপ্রার্থী। একটি ইহুদি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তার এই মন্তব্য সারা আরব বিশ্বের নেট নাগরিকদের মাঝে ক্ষোভের সঞ্চার করে এবং তারা এই মন্তব্যকে এক বিচিত্র মন্তব্য হিসেবে বিবেচনা করছে।