গল্পগুলো আরও জানুন জর্ডান মাস জানুয়ারি, 2010
বৃষ্টি কি সুখ, না কি দুর্দশা বয়ে আনে?
মিশর এবং মেনার (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা) বিভিন্ন অঞ্চলের অনেক ব্লগার ও টুইটার ব্যবহারকারী আজ সেখানে ঘটা বৃষ্টিপাত ও ধুলিঝড় নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তবে তাদের এই সংবাদ নির্ভর করছে তাদের এলাকার পরিস্থিতির উপর। অনেকে বৃষ্টির ফোঁটাকে আনন্দের সাথে স্বাগত জানিয়েছে, সেখানে অন্যরা তাকে ঝড়, বন্যা এবং হৃদয়ভঙ্গকারী প্রাকৃতিক সব দুর্যোগ সাথে নিয়ে আসার বিষয় হিসেবে দেখেছে।