মিশর এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চলের অনেক ব্লগার ও টুইটার ব্যবহারকারী আজ সেখানে ঘটা বৃষ্টিপাত ও ধুলিঝড় নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তবে তাদের এই সংবাদ নির্ভর করছে তাদের এলাকার পরিস্থিতির উপর। অনেকে বৃষ্টির ফোঁটাকে আনন্দের সাথে স্বাগত জানিয়েছে, সেখানে অন্যরা তাকে ঝড়, বন্যা এবং হৃদয়ভঙ্গকারী প্রাকৃতিক সব দুর্যোগ সাথে নিয়ে আসার বিষয় হিসেবে দেখেছে।
সিরিয়া থেকে :
@mulanrady : مطر غزير يعم سورية كلها. دائما هناك ارتباط بين المطر والخير. عندما تمطر تصبح وجوه الناس اكثر سعادة. وتصبح العيون أكثر بريق
সৌদি আরব থেকে:
@alfarhan : عواصف ترابية رهيبة تضرب جدة. الرؤية جداً متدنيه. نفسي نلزق موضوع العاصفة بأمانة جدة بس ماني عارف كيف ؟
@এসফাতানি: জেদ্দার উপর দিয়ে ধুলা এবং ঝড় বয়ে যাচ্ছে #জেদ্দাহ
জর্দান হতে:
@mkhawaja : مطر مطر مطر
মিশর হতে;- আলেকজান্দ্রিয়া এবং কায়রোর উপশহরে নতুন করে প্রচুর বৃষ্টিপাতের দেখা মিলেছে:
@জেইনোবিয়া: মোহেনদেসিনে উন্মত্তের মত বৃষ্টি হচ্ছে। অনেক বছর আমি এই রকম বৃষ্টি দেখিনি।
@সিসিরগানি: যখন আমি কর্মক্ষেত্রে যাবার জন্য রওনা দিই, তখন অনেক হালকা বৃষ্টি এবং রোদের মিশ্রন ছিল (সালাহ সালেম থেকে হেইলোরের পথে)। কিন্তু এখন, এখানে, ডক্কিতে আকাশ মেঘাচ্ছন্ন এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে।
@এনজিইজি: মোহানডেসিন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, এ ভাবেই!;)
@মাজিওসামা: এখানে, গার্ডেন সিটিতে প্রচুর বৃষ্টি হচ্ছে,
এন্ড্রু, যিনি কাটামেইয়াতে বাস করেন, তিনি নিশ্চিত করেছেন যে সেখানে বৃষ্টি হচ্ছে!
@আন্দ্রেহুয়ইস: বৃষ্টি! এক পাগলামিপূর্ণ ব্যাপার!
আলেকজান্দ্রিয়ায়, যেমনটা ঘটে, ভারি বর্ষণ হচ্ছে এবং দেখা যাচ্ছে তার সাথে হালকা বরফ ভেসে আসছে:
@লিনাক্সএ্যাওয়ে: এলেক্স নামক এলাকায় ভারি বৃষ্টিপাত হয়েছে, এবং আমরা হালকা বরফের গন্ধ পাচ্ছিলাম.. কিন্তু তা বন্ধ হয়ে গেছে।
@সারাহ_এলশাফি: মেঘ, কিছু বৃষ্টি হয়েছে, কোন ঝড় নয়…আলেকজান্দ্রিয়া, মিশর:)… দেখে মনে হচ্ছে সূর্য যেন এখন বের হয়ে আসছে..
ক্যাট অফ ডেজার্ট বেদনার সাথে এক ঘটনার কথা জানাচ্ছে, যা সিনাই এলাকায় বৃষ্টির কারণে ঘটে:
@catofdesert : مصرع مواطن وفقد أخرين في سيول جارفة بوسط سيناء
জেইনোবিয়া ইজিপশিয়ান ক্রনিকলে সিনাই-এর বন্যার ব্যাপারে আরো বেশি তথ্য পেয়েছেন। তিনি বলেছেন:
আজ মিশরের আবহাওয়া বেশ খারাপ ছিল। অনেক এলাকা, যেমন বলা যায় কায়রো ভারি বৃষ্টিপাতের হাত থেকে বেঁচে গেছে। তবে কিছু এলাকা তেমন সৌভাগ্যবান ছিল না। সেখানে ভারি বৃষ্টিপাত বন্যায় রূপান্তরিত হয়। আবহাওয়া পরিদপ্তরের মত এটা ছিল কেবল সূত্রপাত।
সরকারীভাবে জানা গেছে যে চারজন নাগরিক মারা গেছে। আশা করা যায় পরবর্তী দিনগুলোতে ভালো সংবাদ পাওয়া যাবে।
আসোয়ান, উত্তর এবং দক্ষিণ সিনাই এলাকা বৃষ্টির কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ সকালবেলায় বৃষ্টি থেকে বন্যার উৎপত্তি হয়।
এমনকি সংবাদ আরো খারাপ হতে থাকে:
আসোয়ানে ভারী বৃষ্টিপাতের কারণে আজ নীল নদে এক দুর্ঘটনায় একজন বৃটিশ পর্যটক মারা যায়। উক্ত ব্যক্তি এবং তার সাথে আজকে যারা মারা গেছে, তাদের জন্য আমি বেদনা অনুভব করছি।
গুজব ছড়িয়েছে যে মিশর এবং ইজরায়েলি বাহিনী আমাদের সীমান্তে নিখোঁজ একদল ইজরায়েলি পর্যটককে খুঁজছে। ইতোমধ্যে সিনাইয়ের বাসিন্দারা সকালে এক ইজরায়েলি জীপের সামনে নিজেদের আবিষ্কার করে। বন্যায় এই জীপটি এখানে ভেসে এসেছে!!
এছাড়াও আমি একটি টুইট সংবাদ পড়েছি, এতে জানানো হয় যে, বৃষ্টির কারণে শারম এল -শেখ নামক বিমান বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে!!
সিনাই ফিরে আসা যাক; জেইনোবিয়া বলছে, এখানকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এবং সাহায্য প্রয়োজন হয়ে পড়েছে:
সিনাইয়ের পরিস্থিতি এখন ততটা ভালো নয় এবং এখানে দ্রুত সাহায্যের প্রয়োজন। আমি আশা করছি সামরিক বাহিনী এ দিনেও বরাবরে মত উদ্ধার করতে আসবে। সিনাইয়ের লোকজন প্রার্থনা করছে যে বৃষ্টি তাদের ঘর ধ্বংস করবে না এবং তাদের মৃত্যুর মুখে ঠেলে দেবে না।
এটা বলা প্রয়োজন নেই যে আপার ইজিপ্ট নামক অঞ্চলের লুক্সর এলাকার লোকজনও ভারি বৃষ্টিপাতের কথা নিশ্চিত করেছে- গত দুই বছরে এই প্রথম এ রকম ভারি বর্ষণ হল।
মিশরীয় ব্লগার এমবি এবং তারেক আমরের মধ্যে হালকা কথাবার্তা হয়, পরবর্তীতে সকল বিরোধী পক্ষের সাথে, এবং তারা চায়নি যে বৃষ্টি পড়ুক।
@এমবি: আশা করি #এখানে শীঘ্রই বৃষ্টি পড়ুক।
@জিআর৩৩এনডাটা: ওহ না, দয়া করে যেন বৃষ্টি না আসে, আমি বৃষ্টিকে ঘৃণা করি। এটিকে আমি অনেক বেশি ঘৃণা করি।
@এমবি: কিন্তু # বৃষ্টি রাস্তাঘাট পরিষ্কার করে… এবং গাছপালা! কি ভাবে আপনি বৃষ্টিকে ঘৃণা করতে পারেন?
@জিআর৩৩এনডাটা: সকল জায়গায় বৃষ্টি সকল কিছু পরিষ্কার করে, কিন্তু এখানে মিশরে বৃষ্টি এমনকি সব জায়গা আরো নোংরা করে।#বৃষ্টি
ইয়াসের আহমেদ উপসংহার টেনে বলেছেন:
@ইয়াসের আহমেদ: যদি কেউ বলে যে সূর্যের কিরণ সুখ বয়ে আনে, তা হলে বলতে হবে যে সে কখনো বৃষ্টিতে নাচেনি!