গল্পগুলো আরও জানুন জর্ডান মাস জানুয়ারি, 2012
জর্ডানঃ বরফ পড়ুক
জর্ডানে লম্বা সময় ধরে অপেক্ষা করতে থাকা শুভ্র অতিথির আগমন ঘটেছে, আকাশ থেকে বেশ কিছু শুষ্ক ঠাণ্ডা বরফ নেমে আসে এবং তা দ্রুত গলে যায়। এমনকি তা জমে স্তূপে পরিণত হয়নি, কিন্তু তা অপেক্ষা করতে থাকা জনতার জন্য অনেক উল্লাস এবং খুশী বয়ে আনে। জর্ডানের নেট নাগরিকরা এই শীতে প্রথম বরফপাতের ঘটনায় সংবাদ প্রদান করেছে।