গল্পগুলো আরও জানুন বাহরাইন মাস মে, 2015
টুইট করার অপরাধে মানবাধিকার রক্ষা কর্মী নাবিল রজবের ছয় মাসের কারাদণ্ড বহাল রাখল বাহরাইনি আদালত
বাহরাইনের একটি আদালত আজ মানবাধিকার রক্ষা কর্মী নাবিল রজবের বিরুদ্ধে জারিকৃত ছয় মাসের কারাদণ্ডাদেশ বহাল রেখেছে। তিনি টুইটারে আইএসআইএস সম্পর্কে মন্তব্য করেছিলেন। তাঁর সেই মন্তব্যের কারনে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছিল।