· আগস্ট, 2011

গল্পগুলো আরও জানুন বাহরাইন মাস আগস্ট, 2011

বাহরাইন: লিলিয়েন খলিল, আরেক ব্লগীয় তামাশা নাকি প্রচারণা?

লিলিয়েন খলিল (@লিলিয়েন খলিল) নামে তথাকথিত আরব-আমেরিকান সাংবাদিকের পরিচয় ও অনুসন্ধান বিষয়ে গত ২ আগস্ট ২০১১ তারিখে ব্রিটিশ ব্লগার ও পিএইচডি ছাত্র মার্ক ওয়েন জোন্স একটি পোস্ট লিখেন। তিনি ঐ সাংবাদিকের সকল মিডিয়া অ্যাকাউন্ট ঘেটে আবিস্কার করেন যে সব অনুষ্ঠানে তিনি (খলিল) উপস্থিত ছিলেন, যে সব সাক্ষাতকার তিনি গ্রহণ করেছেন এবং যাদের সাথে তিনি দেখা করেছেন তা সবই ভূয়া।

11 আগস্ট 2011