গল্পগুলো আরও জানুন বাহরাইন মাস আগস্ট, 2011
বাহরাইন: লিলিয়েন খলিল, আরেক ব্লগীয় তামাশা নাকি প্রচারণা?
লিলিয়েন খলিল (@লিলিয়েন খলিল) নামে তথাকথিত আরব-আমেরিকান সাংবাদিকের পরিচয় ও অনুসন্ধান বিষয়ে গত ২ আগস্ট ২০১১ তারিখে ব্রিটিশ ব্লগার ও পিএইচডি ছাত্র মার্ক ওয়েন জোন্স একটি পোস্ট লিখেন। তিনি ঐ সাংবাদিকের সকল মিডিয়া অ্যাকাউন্ট ঘেটে আবিস্কার করেন যে সব অনুষ্ঠানে তিনি (খলিল) উপস্থিত ছিলেন, যে সব সাক্ষাতকার তিনি গ্রহণ করেছেন এবং যাদের সাথে তিনি দেখা করেছেন তা সবই ভূয়া।