গল্পগুলো আরও জানুন ভাষা মাস মার্চ, 2012
পাকিস্তানঃ সিন্ধুর স্বাধীনতা দাবী
সিন্ধু প্রদেশের অন্যতম বড় এক রাজনৈতিক দল, জেয়া সিন্ধ কোউমি মোহাজ ( জেএসকিউএম), একটি স্বাধীনতা মিছিলের আয়োজন করেছিল, যা কিনা করাচিতে এক উল্লেখ্যযোগ্য সংখ্যক নাগরিকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়। এই মিছিলে অংশগ্রহণকারীরা পাকিস্তান বিরোধী স্লোগান প্রদান করে এবং সিন্ধুর স্বাধীনতা দাবী করে। পাকিস্তানের বেশীর ভাগ উর্দুভাষী হয় এই সংবাদ প্রচার করেনি অথবা গুরুত্বহীন ভাবে প্রচার করেছে। এই ঘটনার উপর আমীর রাজ সামরো সংবাদ প্রদান করছে।