গল্পগুলো আরও জানুন ভাষা মাস জুন, 2013
হিন্দি ভাষা আরোপের প্রতিবাদে উত্তরপূর্ব ভারতের শিক্ষার্থীদের আন্দোলন
সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য হিন্দি অথবা সংবিধানের অষ্টম তফসিলে উল্লিখিত যে কোনো আধুনিক ভারতীয় ভাষার (আসামি, বাংলা, বোডো, ডোগ্রি, গুজরাটি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালায়ালম এবং মনিপুরি) একটি পত্র অধ্যয়ন করা বাধ্যতামূলক করার পর বিতর্ক ছড়িয়ে পড়ে। যেসব শিক্ষার্থীরা হিন্দি কিংবা উপরে উল্লেখিত যেকোন একটি আধুনিক ভারতীয় ভাষায় কথা বলে না, তাঁদের জন্য আবশ্যিক হিন্দি বা অন্যকোন "আধুনিক ভারতীয় ভাষা" (এমআইএল) পাঠ করা কঠিন হবে।