কলম্বিয়া: খারাপের মাঝ থেকে ভালো লোক বের করা খুব কঠিন

আমার ক্যামেরা। ছবি মারসিন উইচেরি।

আমার ক্যামেরা। ছবি মারসিন উইচেরি।

সিটিজেন ভিডিওর মাধ্যমে কলম্বিয়ার বিভিন্ন সংগঠন অপরাধ, সংঘর্ষ এবং অস্ত্র নিয়ে হানাহানির উপর তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরছে, তবে এর মাধ্যমে খারাপ এবং ভালো মানুষের পার্থক্য করা খুবই কঠিন।

প্রথমত: মা এবং পরিবারের সদস্যদের একটি প্রতিবাদ শোভাযাত্রায় দেখা যাচ্ছে যেখানে সামরিক বাহিনী কোন রকম শাস্তির মুখোমুখি হবার ভয়ে ভীত না হয়ে এক তরুণকে মেরে মেরে ফেলে যাকে বলা হচ্ছে ফলস পজেটিভ বা ভুল করে মেরে ফেলা। সম্প্রতি অপরাধী বলে মনে নিরীহ ব্যক্তিকে মেরে ফেলার এই ঘটনায়, মনে হয়েছে যে সামরিক বাহিনী এই তরুণ ব্যক্তিকে গ্রাম্য এলাকায় কাজ দেবার কথা বলে প্রলুব্ধ করে। সেখানে নিয়ে তাকে তারা হত্যা করে এবং এমন ভাবে রেখে যায় যেন দেখে মনে হয়, যে গোলাগুলির সময় এক গেরিলা যোদ্ধা নিহত হয়েছে। তবে যখন এই বিচার নির্ধারিত সময় আরম্ভ হতে পারেনি, তখন সামরিক বাহিনীর অভিযুক্ত ১৭ জন ব্যক্তিকে মুক্ত করে দেওয়া হয়, ।

দ্বিতীয় দলটি হল নাসা আদিবাসী গোষ্ঠী, যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদের এক গল্প সবার সামনে তুলে ধরার সুযোগ লাভ করেছে যা গণমাধ্যম এড়িয়ে গেছে। এই ঘটনায়, মাইন বা মাটিতে পোতা বোমা, মর্টার শেল বা গোলা এবং অন্য সব অস্ত্র আদিবাসীদের সংরক্ষিত এলাকায় ফেলে রাখা হয়। এই এলাকাটি বৈধ (সামরিক বাহিনী) এবং অবৈধ অস্ত্রধারীদের (গেরিলারা) লড়াইয়ের মাঝখানে পড়ে থাকা এক অঞ্চল। এই জমি নিয়ে বিতর্ক রয়েছে। ইনডিজেনাস সিকিউরিটি সার্ভিস বা আদিবাসীদের নিরাপত্তা প্রদান করা বাহিনীকে প্রায়শ:ই এই এলাকাকে পরিষ্কার করতে হয়। এর মধ্যে রয়েছে বাড়ি। সামরিক বাহিনী এবং গেরিলারা যে সমস্ত অস্ত্র ফেলে যায় তাদের সেগুলোকে নষ্ট করতে হয়। এই ভিডিওতে তারা অস্ত্রধারীদের আহ্বান জানাচ্ছে যেন তারা ল্যান্ড মাইনে বা মাটিতে পুতে রাখা বোমা ব্যবহার বন্ধ করে। তারা যেন অন্তত যে সমস্ত অস্ত্র অব্যবহৃত রয়েছে সেগুলো উঠিয়ে নিয়ে যায়, যাতে এইসব অস্ত্রের কারণে আদিবাসী সম্প্রদায়ের লোকদের জীবন না চলে যায়।

তৃতীয় ভিডিওটি, এলাকার এক সংবাদপত্র স্থানীয় এক পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকার গ্রহণ করেছে যেখানে তিনি বছর শেষে অপরাধের হিসেব ভারসাম্য আনার কথা বলছেনে। এই সাক্ষাৎকারের নাম “খারাপ প্রতিবেশী দের উপর নজর রাখুন”। এই সাক্ষাৎকারে কর্মকর্তা এক ঘটনার কথা উল্লেখ করেন যেখানে একদল অপরাধী এক সুসজ্জিত এপার্টমেন্ট বা বাসায় থাকত, যা প্রতিবেশীদের অনেক বিস্মিত করেছিল। তারা লন টেনিস র‌্যাকেট বহন করার ব্যাগে করে অস্ত্র পাচার করত। এই ব্যাগ কেবল এই কাজের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছিল। তবে কর্মকর্তাটি এরপর যে কাজটি করতে অনুরোধ করেন তা যে কাউকে বিস্মিত করবে: তিনি বলেন, প্রতিবেশীদের উপর নজর রাখুন এবং যদি আপনি দেখেন যে প্রতিবেশী তরুণ ব্যক্তি একা বাস করছে এবং প্রচুর টাকা উড়াচ্ছে, বেশির ভাগ সময় বাইরে খাচ্ছে এবং তাদের এপার্টমেন্টে বা বাসগৃহে সুন্দরী নারীদের নিয়ে আসছে, বিশেষ করে এই সমস্ত রমণীরা দেখতে পতিতাদের মত, তা হলে তারা হয় মাফিয়া বা গুণ্ডা দলের সদস্য।

আপনি কি অন্য কোন সম্প্রদায় বা সংগঠনের লোকদের কথা জানেন, যারা তাদের ঘটনা তুলে ধরার জন্য ভিডিও ব্যবহার করছে? যে ঘটনা প্রচার মাধ্যম তুলে ধরে না, অথবা এমন ঘটনার কথা জানেন কি না, যেখানে কেউ ঘটনাটিকে বলার ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গি ব্যবহার করছে? অনুগ্রহ করে সে সব কথা আমাদের জানান, আমাকে কোন মন্তব্য প্রদান বা কোন লেখার মাধ্যমে!

এইচটিটিপি://ডাব্লিউডাব্লিউডাব্লিউ.ফ্লিকার.কম/ফটোস/মিউইচারি//সিসি বিওয়াই ২.০

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .