এল সালভাদরে গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মাঝামাঝি থাকা রাজনৈতিক দৃশ্যপটে ২০২৪ সালের নির্বাচন

President Nayib Bukele

নাইব বুকেলে ৩ ফেব্রুয়ারি, ২০২৩ এল সালভাদরের জলবিদ্যুৎ কেন্দ্রে । ফ্লিকার ছবিপাবলিক ডোমেন

ডিসেম্বরে সালভাদোরীয়রা বছরের সবচেয়ে প্রত্যাশিত ছুটির একটি বড়দিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। সাধারণত এই উদযাপনের সময় বেশিরভাগ সালভাদোরীয়রা তাদের কাছে মাস পার করার পর্যাপ্ত অর্থ থাকলে ছুটিতে কী করবে তা নিয়ে উদ্বিগ্ন থাকে। তবে এই বছর বেশিরভাগ সালভাদোরীয়কে একটি অতিরিক্ত উপাদান: ২০২৪-এ আসন্ন রাষ্ট্রপতি ও আইনসভা নির্বাচনের কথা ভাবতে হবে।

দেশের দিকনির্দেশনা ও এর রাজনৈতিক দৃশ্যপট চিহ্নিত করবে বলে ৪ ফেব্রুয়ারি নির্ধারিত নির্বাচনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত তিন বছরের মতো রাষ্ট্রপতি নাইব বুকেলের রাজনৈতিক দল ও তার মিত্রদের কাছে আইনসভা শাখার নিয়ন্ত্রণভার অর্পিত থাকবে নাকি বিরোধীদের হাতে যাবে সালভাদোরীয়দের সেই সিদ্ধান্ত নিতে হবে। একই দিনে রাষ্ট্রপতি নির্বাচন হলেও দেশের রাষ্ট্রপতি পদের জন্যে রাজনৈতিক দৃশ্যপটের সহজবোধ্য: জরিপে পুনঃনির্বাচন নিশ্চিত করে অন্তত ২০২৯ পর্যন্ত এল সালভাদরকে শাসন করতে বুকেলের অপ্রতিরোধ্য সমর্থন রয়েছে।

এল সালভাদরে রাষ্ট্রপতি পদে নাইব বুকেলের দ্বিতীয় মেয়াদের সহজ পথ সম্পর্কে আরো পড়ুন।

সাম্প্রতিক রাষ্ট্রপতি প্রার্থী সমীক্ষায় স্পষ্ট দৃশ্যমান ধারাবাহিক উচ্চ অনুমোদন ও দুর্বল রাজনৈতিক বিরোধিতার কারণে বুকেলের পুনঃনির্বাচন নিশ্চিতের ভবিষ্যদ্বাণী করা কঠিন নয়। আজ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনটি – একটি গাভিদিয়া বিশ্ববিদ্যালয়ের ডিসরাপ্টিভ ম্যাগাজিনের, একটি সিআইডি গ্যালাপের এবং অন্যটি ইউসিএ বিশ্ববিদ্যালয়ের – সমীক্ষা প্রকাশিত হয়েছে। সকল সমীক্ষা বুকেলে ও তার বিরোধীদের মধ্যে ৫৯% এর বেশি ভোট অভিপ্রায়ের ব্যবধান দেখায়, যা দুই মাসেরও কম সময়ে অতিক্রম করার জন্যে অনেক বড় ব্যবধান।

ডানপন্থী রাজনৈতিক দল এআরইএনএ’র যুক্তরাষ্ট্র-ভিত্তিক ব্যবসায়ী জোয়েল সানচেজ ২.৯% গড় ভোট অভিপ্রায় নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তার খুব কাছাকাছি ঝুলিতে গড় ২.৫% ভোট অভিপ্রায় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত কিজাল্টিপেকের মেয়র ও ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত আইনসভার সদস্য বামপন্থী রাজনৈতিক দল এফএমএলএন’র ম্যানুয়েল ফ্লোরেস।

আইন বিশেষজ্ঞ ও বিরোধী ব্যক্তিরা বলেছেন সংবিধানের অন্তত চারটি অনুচ্ছেদ লঙ্ঘন করে বলে বুকেলের প্রার্থিতা অবৈধ। হ্যাঁ, সালভাদোরীয় সংবিধানের অন্তত চারটি অনুচ্ছেদ পুনঃনির্বাচন নিষিদ্ধ করলেও সালভাদোরীয় সাংবিধানিক কক্ষের একটি প্রস্তাব নাইব বুকেলের রাষ্ট্রপতি প্রার্থীতা নিবন্ধনের অনুমতি দেয়। সাংবিধানিক কক্ষের ২০২১ সালে জারি করা সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে, “রাষ্ট্রপতির দায়িত্ব চালিয়ে যাওয়া বা অন্য বিকল্প বেছে নেওয়া উচিত কিনা তা জনগণের উপর নির্ভর করে।”

এমনকি বুকেলে ও তার প্রশাসনের নিন্দাকারী এল ফারো অনলাইন সংবাদপত্রের প্রধান সম্পাদক অস্কার মার্টিনেজের মতো বুকেলের সমালোচকরাও বোঝে তিনি পুনঃনির্বাচনে জিতবেন। একটি সাক্ষাৎকারে মার্টিনেজ কনফিডেন্সিয়ালকে বলেছেন:

A pesar de todo, es el presidente más popular de América Latina, y “ganará” su reelección, porque no tiene contrapesos, ni mucho menos candidatos que le disputen el poder. Los demás partidos “están aplastados, no sólo por su incompetencia y su corrupción”. Así que Bukele “gobernará por cinco años más, y posiblemente le va a dar la gana de gobernar más años que eso.

সবকিছু সত্ত্বেও কোন পাল্টা প্রতিদ্বন্দ্বি না থাকা ও ক্ষমতার জন্যে তাকে চ্যালেঞ্জ করার মতো অনেক কম প্রার্থী থাকায় তিনি [নাইব বুকেলে] লাতিন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি এবং তিনি তার পুনঃনির্বাচনে “জিতবেন।” অন্য দলগুলো তাদের অযোগ্যতা ছাড়াও দুর্নীতিতে পিষ্ট। তাই বুকেলে আরো পাঁচ বছর শাসন করবেন এবং সম্ভবত তার চেয়েও বেশি বছর শাসন করার মতো মনে হচ্ছে।

বুকেলে আরো পাঁচ বছর জাতিকে নেতৃত্ব দিতে প্রস্তুত থাকায় আইনি শাখাটির নিয়ন্ত্রণ বুকেলের রাজনৈতিক দল ও তার মিত্র অথবা বিরোধীদের মধ্যে কার হাতে অর্পণ করা উচিত সেই বিষয়ে সালভাদোরীয়দের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।

একমাত্র আইনসভা শাখাই বুকেলের উপর ভারসাম্য বজায় রাখতে পারে। বুকেলের রাজনৈতিক দল ও মিত্ররা আইনসভা শাখার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে তিনি ২০২১ সালের মে থেকে হয়ে আসা পছন্দনীয় যেকোনো আইন পাসের কর্তৃত্ব বজায় রাখবেন। নতুন ধারণা (নুয়েভাস আইডিয়াস) পার্টির রঙের কারণে নীলচে-সবুজ ব্লক উল্লিখিত বুকেলে সমর্থক আইন প্রণেতারা মন্তব্য করেছে তারা রাষ্ট্রপতি বুকেলের যেকোনো উদ্যোগ অনুমোদনের জন্যে নির্বাচিত হয়েছে বলে পুনরায় নির্বাচিত হলে তারা তা চালিয়ে যাবে। “নীলচে-সবুজ সাংসদরা রাষ্ট্রপতি নায়েব বুকেলেকে প্রয়োজনীয় শাসন প্রদান অব্যহত রাখতে প্রস্তুত,” আইনসভা নির্বাচনের জন্যে আনুষ্ঠানিকভাবে নতুন ধারণা রাজনৈতিক দলের প্রচারাভিযান শুরুর একটি অনুষ্ঠানে সাংসদ ক্রিশ্চিয়ান গুয়েভারা বলেছেন

অন্যদিকে, সালভাদোরীয়রা রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন করে বিরোধীদের আইনসভা শাখার নিয়ন্ত্রণ দিলে রাষ্ট্রপতির শাসন পরিচালনা আরো চ্যালেঞ্জপূর্ণ হবে। পুনঃনির্বাচনের জন্যে প্রস্তুত বিরোধী আইন প্রণেতারা স্পষ্ট করেছেন আইনসভার নিয়ন্ত্রণ জিততে পারলে তারা বুকেলে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে।

ভিএএমওএস রাজনৈতিক দলের বিরোধী সাংসদ ক্লাউডিয়া অর্চিজ এক্স সামাজিক মঞ্চে লিখেছেন বিধানসভার নিয়ন্ত্রণ হলো মূল চাবিকাঠি। অর্চিজ পুনঃনির্বাচনের জন্যে লড়ছেন।

El oficialismo nos quiere a todos viendo a donde señala su dedo: la elección presidencial. Quieren enquistarse en el poder, pero el poder es del pueblo. Y el campo de batalla donde podemos devolverle ese poder al pueblo es la elección Legislativa. La Asamblea es la clave.

ক্ষমতাসীন দল আমাদের সকলকে তাদের অঙ্গুলি নির্দেশিত রাষ্ট্রপতি নির্বাচনে দেখতে চায়। তারা ক্ষমতায় বসতে চায়, তবে ক্ষমতা জনগণের। আর আমরা যেই যুদ্ধক্ষেত্রে সেই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি তা হলো আইনসভা নির্বাচন। সংসদই মূল।

এল সালভাদর: গণতন্ত্র নাকি কর্তৃত্ববাদ? 

নির্বাচনের দুই মাস বাকি থাকলেও ৩ ডিসেম্বর থেকে আইনসভার জন্যে প্রচারণা শুরু হয়েছে, উভয় পক্ষের অনেক সালভাদোরীয় ইতোমধ্যে কাঙ্ক্ষিত ফলাফলের বিষয়ে স্পষ্ট মতামত তৈরি করেছে।

“আমাদের নতুন ধারণা রাজনৈতিক দল ও এর সহযোগীদের আবার আইনসভার নিয়ন্ত্রণ দিতে হবে। এই অপরাধীদের [গ্যাং সদস্যদের] কারাগারে রাখতে বুকেলের সাহায্য দরকার। আমরা অতীতে ফিরে যেতে পারি না,” মন্তব্য করেছেন এল সালভাদরকে গণতান্ত্রিক মনে করা ইলোবাস্কোর একজন অনানুষ্ঠানিক রাস্তার বিক্রেতা মি. অরল্যান্ডো চাকন।

এলাকায় পণ্য বিক্রি করার জন্যে বছরের পর বছর ধরে মি. চাকনকে স্থানীয় গ্যাংদের চাঁদা দিতে হলেও বুকেলের অধীনে সব পরিবর্তিত হয়েছে। তিনি আর চাঁদা দেন না এবং বিক্রি করার জন্যে অবাধে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে প্রবেশ করতে পারেন; বিতর্কিত ব্যতিক্রমের অবস্থাটি ২০২২ সালে শুরুর আগে তিনি এসব করতে পারতেন না।

সবকিছুর দাম বেশির কারণে দেশের অর্থনীতি খারাপ জানা সত্ত্বেও মি. চাকন দেশের অর্থনৈতিক সমস্যার জন্যে বুকেলকে দায়ী করেন না। “তিনি পাঁচ বছরে দেশকে ঠিক করতে পারবেন না; সবকিছু ঠিক করতে তাকে আরো অন্তত ১৫ বছরের জন্যে রাষ্ট্রপতি হতে হবে,” মি. চাকন মন্তব্য করেন।

অন্যদিকে সালভাদোরীয়দের অনেকেই বুকেলেকে আর রাষ্ট্রপতি দেখতে চায় না। তারা তাকে বেআইনিভাবে ক্ষমতায় থাকতে চাওয়া একজন কর্তৃত্ববাদী ব্যক্তিত্ব হিসেবে দেখে।

“এই রাষ্ট্রপতি নিজে আইনের শাসনকে সম্মান না করলে আমরা কীভাবে তা করতে পারি? তিনি একজন স্বৈরশাসক যাকে তার প্রশাসনের সকল অবৈধ জিনিস ঢেকে রাখতে ক্ষমতায় থাকতে হবে,” উল্লেখ করেন ইলোবাস্কোর আরেক বিক্রেতা ওলগা। নামের শেষাংশ প্রকাশ থেকে বিরত ওলগা উদ্বেগ প্রকাশ করে বলেন বুকেলের প্রতি তার প্রকাশ্য অসম্মতির জন্যে তাকে গ্রেপ্তার করা হতে পারে। সরকার কীভাবে বিশেষ করে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মতো অনুষ্ঠানে বরাদ্দকৃত অর্থের বিষয়ে সরকারি তহবিল ব্যবহার করছে, তা নিয়ে তিনি তার আশঙ্কা প্রকাশ করেছেন।

এল সালভাদর প্রতিযোগিতার জন্যে মনোনীত সাংস্কৃতিক ও পর্যটন স্থানগুলির সংস্কারসহ অনুষ্ঠানটির জন্যে ৭ কোটি ডলারেরও বেশি বরাদ্দ করেছে। ওলগা দাবি করেছেন এই তহবিলগুলি আরো দক্ষতার সাথে শিক্ষা ও দরিদ্রদের সহায়তায় ব্যবহার করা যেতে পারতো। নির্দ্বিধায় কথা বললেও তিনি রাজনীতি নিয়ে কথা বলতে তার উদ্বেগের কথা উল্লেখ করেছেন। “আমি আমার মতপ্রকাশের জন্যে ব্যতিক্রমী রাষ্ট্রে গ্রেপ্তারের ভয় পাচ্ছি। পুলিশ বিনা কারণে কাউকে গ্রেপ্তার করতে পারে এবং তারা ব্যক্তির অধিকার লঙ্ঘনের বিষয়ে চিন্তা করে না,” ওলগা উপসংহারে বলেন। তিনি এল সালভাদরকে কোনো গণতান্ত্রিক দেশ বিবেচনা না করা একজন ব্যক্তি।

ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ সত্ত্বেও কেন বেশিরভাগ সালভাদোরীয় বুকেলের পুনঃনির্বাচন চায় সে সম্পর্কে আরো পড়ুন।

এল সালভাদরে রাজনৈতিক দৃশ্যপট ২০২৪ সালের জন্যে উন্মোচনের সাথে সাথে রাষ্ট্রপতির পদে আরো পাঁচ বছরের জন্যে বুকেলেকে নির্বাচনে নির্বাহী শাখার প্রস্তুতি স্পষ্ট হচ্ছে। আইনসভা শাখার পরিস্থিতি কম নিশ্চিত; বুকেলের রাজনৈতিক দল ও তার সহযোগীদের সেখানে নিয়ন্ত্রণ বজায় রাখতে পারাটা সম্ভাব্যভাবে অনিশ্চিত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .