কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র: সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বুঝতে কী পড়তে ও কাকে অনুসরণ করতে হবে

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) একটি অনন্য নিরাপত্তা প্রেক্ষাপটে ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে নির্ধারিত সাধারণ নির্বাচন থেকে এক মাসেরও কম দূরত্বে। পূর্ব দিকে একটি মানবিক সংকটের জন্ম দিয়ে দেশটি মূলত একটি নিরাপত্তা সংকটের সম্মুখীন। অনেক প্রার্থী ও রাজনৈতিক দল নিজেরাই মূলত প্রচলিত গণমাধ্যম ও সামাজিক নেটওয়ার্কের মাধ্যমেনির্বাচনী প্রচারণা শুরু করেছে। ডিআরসি আসলে আফ্রিকীয় দানবদের একটি যার জনসংখ্যা ১০.৩ কোটিরও বেশি।

আরো জানতে পড়ুন: ডিআরসিতে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা সত্ত্বেও সাধারণ নির্বাচনের প্রস্তুতি অব্যাহত

বলা হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো অনেক দূরের: ২০২৩ সালে সীমান্তবিহীন প্রতিবেদকের (আরএসএফ) সূচকে  ১৮০টি দেশের মধ্যে এর অবস্থা ১২৪তম। তবুও গণমাধ্যম দৃশ্যপটটি প্রতিষ্ঠানবহুল। আরএসএফের মতে দেশটি ১৭৭টি টেলিভিশন চ্যানেল, ৪,০০০টিরও বেশি রেডিও কেন্দ্র, ৫৪০টি সংবাদপত্র এবং ৩৬টি অনলাইন চ্যানেলের প্রতিনিধিত্ব করে। এসব প্রতিষ্ঠানে ৭,০০০রও বেশি পেশাদার সাংবাদিকের জীবন প্রবাহিত।

স্থানীয় সূত্র

ডিআরসিতে কঙ্গো জাতীয় রেডিওটেলিভিশন (আরটিএনসি) দেশের আনুষ্ঠানিক সংবাদমাধ্যম গোষ্ঠী। এক্সে (আগেকার টুইটার) আরটিএনসি’র অনুসারী ৩৩,৯০০। আরটিএনসি’র মতো দেশের ভূখণ্ড জুড়ে ব্যাপক জাতীয় কভারেজের কারণে জাতিসংঘ প্রতিষ্ঠিত রেডিও ওকাপি এবং রেডিও টপ_কঙ্গো সর্বাধিক অনুসৃত প্রচলিত চ্যানেল। লিঙ্গালা ও ফরাসি ভাষায় সম্প্রচার করা টপ_কঙ্গো ছাড়াও অন্যান্য চ্যানেলগুলির প্রত্যেকটি দেশের ৫০ শতাংশেরও বেশি লোকের কথ্য সরকারি ভাষা ফরাসি ভাষা ছাড়াও দেশের চারটি জাতীয় ভাষায় (লিঙ্গালা, সোয়াহিলি, কিকঙ্গোশিলুবা) সম্প্রচার করে।

কিন্তু এই ডিজিটাল যুগে অনলাইন প্রতিষ্ঠান বৃদ্ধি পাচ্ছে এবং তাদের আলোকসম্পাত বিভিন্ন দিকে ঘুরিয়ে দিতে পেরে বেশ খুশি। সর্বাধিক অনুসৃত অনলাইন প্রতিষ্ঠানের ২০২২ সালের একটি সূচক অনুসারে দেশের সবচেয়ে বেশি দৃশ্যমান সাইট ৭সুর৭.সিডি টুইটারে (এখন এক্স) ৮,৮৮,৯০০রও বেশি অনুসরণকারী তৈরি করেছে। এটি ঘনিষ্ঠভাবে অনুসরণ করা সংবাদ সাইট পলিটিকো.সিডি’র সংবাদ কভারেজ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনলাইন সংবাদপত্রটি এক্সে ৭,৫০,০০০ গ্রাহক নিয়ে গর্ব করে।

এক্সে ৬,৯৭,০০০ জনেরও বেশি অনুসরণকারী অ্যাকচুয়ালাইট.সিডি সাইটটি দেশে পডকাস্ট ভিডিও ও সাধারণ নিবন্ধ তৈরিতে বিশেষজ্ঞ। এছাড়াও এক্সে কঙ্গোরকণ্ঠ’র ৩,২৮,৫০০ জনেরও বেশি অনুসরণকারী   এবং জুম-ইকো’র ৮৪,১০০ জনেরও বেশি গ্রাহক রয়েছে৷

পড়ুন: আইসিআইকঙ্গো: ‘ভিন্নভাবে কঙ্গোর গল্প বলতে’ চাওয়া একটি তরুণ অনলাইন চ্যানেলের প্রতিকৃতি

নির্বাচনের এই মরসুমে এসব অনলাইন প্রকাশকরা অধিক সক্রিয়। ডিআরসিতে ২০২৩ সালের শুরুতে ইন্টারনেটে প্রবেশের মাত্রা ছিল ২২.৯ শতাংশ।

আন্তর্জাতিক কভারেজ

ডিআরসি গুরুত্ব, খনিজ সম্পদ এবং দেশে চীন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ের একটি ফাংশন হিসেবে আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যম মনোযোগের কেন্দ্রবিন্দুতেও রয়েছে। যার ফলে নির্বাচনী প্রচারণার কভারেজ জেন আফ্রিক, লে৩৬০আফ্রিক বা আফ্রিকাসংবাদ-এর মতো আঞ্চলিক প্রতিষ্ঠানের ফরাসি পরিষেবার দৃষ্টির বাইরে যায়নি। ফরাসি চ্যানেল ফ্রান্স২৪, বেলজীয় নেটওয়ার্ক রেডিও টেলিভিশন বেলজ ফ্রাঙ্কোফোন (আরটিবিএফ) এবং রাজনীতি ও দেশের পূর্ব দিকের সশস্ত্র সংঘাতের মতো বিষয়গুলির উপর তথ্য ফাইল তৈরি ও বিশ্লেষণকারী  প্যারিস-ভিত্তিক ম্যাগাজিন আফ্রিক২১-এর মতো আন্তর্জাতিক চ্যানেলগুলিও এটি নিয়ে আলোচনা করে।

তাই ফরাসি চ্যানেল টিভি৫মঁদও এসিদে পার্টির সভাপতি ও রাষ্ট্রপতির প্রার্থী মার্টিন ফায়ুলুকে নিয়ে মূল নির্বাচনী সমস্যাগুলির একটি উপস্থাপন করেছে:

অন্য রাষ্ট্রপতি প্রার্থী ডেনিস মুকওয়েগের সাথে একই চর্চাটি করা হয়। এখানে, তিনি ডিসেম্বর ২০২৩ নির্বাচনের প্রেক্ষাপটে তার রাজনৈতিক কর্মসূচি উপস্থাপন করেছেন:

ভয়েস অফ আমেরিকা (ভোয়া) আফ্রিক এবং বিবিসি আফ্রিকের মতো ইংরেজি-ভাষী দেশের চ্যানেলগুলির ফরাসি ভাষা পরিষেবাগুলিও ডিআরসি নিয়ে সংবাদের বিষয় ও আকর্ষণীয় সম্প্রচার করে।

সামাজিক নেটওয়ার্ক সাইটের অবস্থা কী?

সামাজিক নেটওয়ার্কে অত্যন্ত সক্রিয় বেশ কিছু কঙ্গোর ব্যক্তিত্ব ডিআরসি’র রাজনৈতিক উন্নয়নের বিষয়ে তাদের মতামত ভাগাভাগি করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে সুপরিচিত কণ্ঠের মধ্যে রয়েছে: মানবাধিকার কর্মী ও নারীবাদী গ্লোরিয়া সেনঘা, সাংবাদিক পিটার তিয়ানি (এক্সে ১,৮৬,৪০০রও বেশি অনুসারী), এবং রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল এবং ডিআরসি’র ফ্রান্স২৪ সংবাদদাতা প্যাসকেল মালেগওয়া (টুইটারে ১,৭২,৯০০রও বেশি অনুসারী)।

রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি পদপ্রার্থীদের মধ্যে ময়েসে কাতুম্বি, ডেনিস মুকওয়েগে, মার্টিন ফায়ুলুও কঙ্গোর বর্তমান বিষয়ে তাদের চিন্তাভাবনা প্রকাশ করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .