সরাসরি সম্প্রচারের সময় ফিলিপিনো রেডিও হোস্টকে হত্যা

Juan Jumalon, also known as DJ Johnny Walker of 94.7 Gold FM

জুয়ান জুমালন ৯৪.৭ গোল্ড এফএমের ডিজে জনি ওয়াকার নামেও পরিচিত। সাংবাদিকের ফেসবুক পৃষ্ঠা থেকে প্রচারিত ভিডিওর পর্দাছবি। ন্যায্য ব্যবহার।

সরাসরি সম্প্রচারের সময় একজন ফিলিপিনো রেডিও অ্যাঙ্করকে তার বাড়ির স্টুডিওতে গুলি করে হত্যা করা হলে গণমাধ্যম গোষ্ঠী ও সরকারি কর্মকর্তারা “নির্লজ্জ” ও “বর্বরোচিত কাজ” হিসেবে এর দ্রুত নিন্দা করে

অজ্ঞাত বন্দুকধারীরা ৯৪.৭ গোল্ড এফএমের ডিজে জনি ওয়াকার নামে পরিচিত জুয়ান জুমালনকে ৫ নভেম্বর দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাওর একটি প্রদেশ মিসামিস অক্সিডেন্টালে তার বাড়ি থেকে সম্প্রচারের সময় হত্যা করেছে

“পাহাপ্যোদ সা কাবুনটাগন (সকালের শুভেচ্ছা)” শিরোনামের ফেসবুক সরাসরি সপম্প্রচারিত অনুষ্ঠানে এই হত্যাকাণ্ড ধরা পড়ে। প্রায় ৩,০০০ অনুসররণকারীর এই ফেসবুক পৃষ্ঠাটি সম্প্রদায়ের সমস্যা নিয়ে আলোচনা করে। মিসামিস অক্সিডেন্টাল প্রাদেশিক গভর্নর জুমালনকে “অকুতোভয় সম্প্রচারকারী” ও “সত্য যোদ্ধা” হিসেবে বর্ণনা করেছেন

জুমালন (৫৭) ৩০ জুন, ২০২২-এ ক্ষমতাসীন রাষ্ট্রপতি ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়রের সরকারের আমলে নিহত চতুর্থ সাংবাদিক। ২০২২ সাল থেকে নিহত রেডিও সাংবাদিকদের মধ্যে রয়েছে ঝান্না ভিলেগাস, ফেদেরিকো ‘ডিং’ গেম্পেসো, রে ব্লাঙ্কো, পার্সিভাল ‘পার্সি লাপিদ’ মাবাসা, ও ক্রেসেন্সিয়ানো বুন্দোকুইন।

আন্তর্জাতিক দায়মুক্তি দিবস উদযাপনের কয়েকদিন পর জুমালনকে হত্যা করা হয়। সাংবাদিক সুরক্ষা কমিটি  ফিলিপাইনকে অমীমাংসিত গণমাধ্যম হত্যায় বিশ্বের অষ্টম সবচেয়ে নিকৃষ্ট দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে

গণমাধ্যম গোষ্ঠীগুলি বলেছে এই হত্যাকাণ্ডটি “খুব নির্লজ্জতা ও দায়মুক্তির সাথে করা।” মিন্দানাও স্বাধীন সংবাদমাধ্যম পর্ষদ ইনকর্পোরেটেড সাংবাদিকদের জীবন রক্ষার জন্যে কর্তৃপক্ষকে অনুরোধ করেছে:

ঘটনাটি ফিলিপাইনে সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব এবং এধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। আমরা কর্তৃপক্ষকে আমাদের সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সাংবাদিকদের জীবন ও মঙ্গল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

বিভ্রান্তির বিরুদ্ধে আন্দোলন স্বাধীন গণমাধ্যমকে লক্ষ্যবস্তু করা একটি উদ্বেগজনক ধরন উল্লেখ করেছে:

বর্বরোচিত এই কাজটি ফিলিপাইনে গণতান্ত্রিক আলোচনার বৃহত্তর বিপদকে প্রতিফলনকারী একটি উদ্বেগজনক চলমান প্রবণতার প্রকাশ যা স্বাধীন গণমাধ্যমের উপর অন্ধকার ছায়াপাত করে।

ফিলিপিনো কর্মকর্তারা দ্রুত এই হত্যাকাণ্ডের নিন্দা করে।

প্রতিনিধি কক্ষ জনসাধারণকে আশ্বস্ত করেছে সরকার গণমাধ্যমের বিরুদ্ধে “জঘন্য সহিংসতা” বন্ধে বদ্ধপরিকর।

ফিলিপিনো সাংবাদিকদের প্রতি: আপনার কণ্ঠ গুরুত্বপূর্ণ। আপনার গল্প গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের সাথে আছি এবং ভয় বা ক্ষতি ছাড়াই আপনার দায়িত্ব পালনের অধিকারের জন্যে আপনার নিরাপত্তা সমর্থন অব্যাহত রাখবো। একইসাথে আমরা ফিলিপাইনে এই জঘন্য সহিংসতার অবসান ঘটাতে এবং স্বাধীন মতপ্রকাশের পবিত্রতা বজায় রাখার চেষ্টা করবো।

প্রেসিডেন্ট মার্কোস এক্সে (আগের টুইটার) হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও জুমালনের পরিবারকে ন্যায়বিচার প্রদানের জন্যে তার নির্দেশনা পোস্ট করেছেন।

আমি সম্প্রচারক জুয়ান জুমালন হত্যার তীব্র নিন্দা জানাই। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্যে আমি পিএনপিকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছি।

আমাদের গণতন্ত্রে সাংবাদিকদের ওপর হামলা এবং স্বাধীনতার প্রতি হুমকি বরদাশত করা হবে না…

এদিকে ফিলিপাইনের জাতীয় সাংবাদিক ইউনিয়ন মার্কোস জুনিয়র প্রশাসনের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হয়রানি, মৃত্যুর হুমকি, কভারেজ অস্বীকার, অনলাইন ভীতি প্রদর্শন, সেন্সর এবং সাইবার মানহানি এবং মানহানির অভিযোগ দাখিলের ঘটনাসহ গণমাধ্যমের বিরুদ্ধে ১০১টি হামলা নথিভুক্ত করেছে

এই কার্টুনটি গণমাধ্যমকে লক্ষ্য করে ক্রমাগত হামলার চিত্র তুলে ধরেছে।

জুমালনকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যে একদল সক্রিয় কর্মী ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রবক্তা মেট্রো ম্যানিলায় মানবাধিকার কমিশনের সামনে একটি প্রতীকী প্রতিবাদের আয়োজন করে।

এখন: সম্প্রচারক জুয়ান জুমালন হত্যাকাণ্ডের পরে আজ ৫ নভেম্বর যুব গোষ্ঠী ও গণমাধ্যম সংস্থাগুলি কুয়েজন সিটির কমনওয়েলথ অ্যাভিনিউতে একটি বিক্ষোভ সমাবেশ করেছে।

ফিলিপাইনের জাতীয় সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে জুমালন (নিহত) চতুর্থ সাংবাদিক…

পুলিশ বলেছে তারা হত্যাকাণ্ডটির সাথে সাম্প্রতিক বারাঙ্গে (গ্রাম) নির্বাচন ও সম্প্রদায়ের মধ্যে একটি সম্ভাব্য জমি বিবাদের সম্পর্কিত অভিযোগ খতিয়ে দেখছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .