দি আদার মলদোভা প্রজেক্ট যা চিসিনাউ ছাড়া অন্যান্য শহরকে তুলে ধরেছে

দি আদার মলদোভা প্রজেক্টের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট। নিউজমেকার ইউটিউব চ্যানেল। . ফেয়ার ইউজ।

নিউজমেকার-এর দি আদার মলদোভা নামের এক ভিডিও প্রজেক্ট এর এক স্থানীয় সংবাদ সংস্থার প্রতিনিধি মলদোভার মফস্বল বা ছোট শহরের অনুসন্ধানে বেড়িয়েছেন। সে সব ভিডিওতে তারা এমন কিছু প্রশ্ন করেছেন যা সাধারণত নাগরিকদের করা হয়ে থাকে: যার মধ্যে রয়েছে এ ধরনের প্রশ্ন যে স্থানীয় নাগরিকেরা কোথায় কাজ করে ও বিশ্রাম নেয়? সেখানে কী পয়ঃনিষ্কাশন ব্যবস্থা/ শৌচাগার পায়খানা আছে কিংবা সাধারণের চলাচলের জন্য গণ পরিবহন ব্যবস্থা আছে ?নিজেদের চারপাশে কি ঘটছে সেটা উপলব্ধি করার জন্য তারা কোথা থেকে সংবাদ সংগ্রহ করে? সেখানকার রাস্তাঘাটের অবস্থা কী? আর সেখানে ট্যাক্সি ভাড়া কি খুব বেশী? এই প্রকল্প চালু হয়েছিল জুন ২০২২-এ। ইতোমধ্যে এর সাতটি খণ্ড প্রকাশ পেয়েছে। গ্লোবাল ভয়েসেস ইতোমধ্যে এর প্রতিটি খণ্ডের অনুবাদ করেছে এবং নিউজমেকারের অনুমতিক্রমে সেগুলো গ্লোবাল ভয়েসেসে পুনরায় প্রকাশ করেছে।

১. উনঘেনি

উনঘেনি এমন এক মফস্বল শহর যা চিসিনাউ এর চেয়ে রোমানিয়ার মফস্বল শহর ইয়াসির-এর কাছে। এটা মলদোভার সবচেয়ে পশ্চিমের শহর যাকে প্রায়শই “পশ্চিমের প্রবেশদ্বার” বলে অভিহিত করা হয়। সোভিয়েত ইউনিয়নের সময়ে এই শহরটি বাইরের নাগরিকদের জন্য পুরোপুরি নিষিদ্ধ ছিল। শুধু কর্তৃপক্ষের অনুমতি অথবা বিশেষ পাস নিয়ে এই শহরে প্রবেশ করা যেত। বর্তমানে মলদোভার অন্যতম এক অঞ্চল হিসেবে উনঘেনি বিবেচনা করা হয় এবং সেখানে রাজধানীর চেয়ে বেশী ইউরোপীয় ইউনিয়নের পতাকা দুলতে দেখা যায়।

২. টেলেনেসটি

টেলেনেসটি এমন এক শহর যা কেবল অপরাধ এর কারণে সংবাদ হয়। এটা মলদোভার সবচেয়ে দরিদ্র এলাকা। এখানে বড় ধরনের কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই । এখানে যে সব ব্যবসা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেটি হল সমাধি পাথর। তারপরেও শহরটি এক আশার শহর।

সংবাদদাতারা জানতে পারেন স্থানীয়রা কীসের মধ্যে বাস করে, কেন তারা রাশিয়ার সম্বন্ধে কথা বলার সময় দাসত্ব ও উপনিবেশ-এর মত শব্দ ব্যবহার করে, কেন তারা তাদের শহরকে ভালবাসে, এবং কীভাবে এই বিষয়টি ঘটলে যে টেলেনেসটি পাচটি কবরস্থানের শহরে পরিণত হল।  

৩. সোলডানেসটি

সোলডানেসটি, মলদোভার মধ্যঞ্চলের এক শহর । বেশীরভাগ নাগরিক একে জানে এক সোভিয়েত ইউনিয়নের সময়ে নির্মাণ করা বাংকার-এর কারণে, যেটি এর খুব কাছে অবস্থিত। আর যে কারণে এটি পরিচিত সেটি হল সোলডানেসটি এক সময় শিল্প কারখানার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল । আর এখন এই শহর সংবাদ মাধ্যমের শিরোনাম হয় মূলত বহুতল ভবন এর জন্য, যা অনেক বছর ধরে ঝুকিপূর্ণ ও নিরাপদ নয় বলে বিবেচিত হয়ে আছে, কিন্তু তারপরেও সেখানে মানুষ বাস করছে।

আদার মলদোভার এই পর্বে নিউজমেকারের সংবাদদাতা সোলডানেসটিতে গিয়েছিলেন এবং আবিস্কার করেন যে কীভাবে এর বিখ্যাত বাংকার ধীরে ধীরে হারিয়ে দখল হয়ে যাচ্ছে, স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ সেই সকল ভবন ও তার বাসিন্দাদের নিয়ে কী করবে যা আক্ষরিক অর্থে ভেঙ্গে পড়ছে, কেন শহরটায় একটা মাত্র মিনিবাস আছে আর কেন স্থানীয়রা কীসের জন্য প্রথমে ও সবসময় অপেক্ষা করে।

৪. অরহেই

অরহেই, মলদোভার মধ্যাঞ্চলের একটি ছোট্ট শহর যার আয়তন মাত্র ১৬ বর্গ কিলোমিটার। কিছুদিন পূর্ব পর্যন্ত এটা মলদোভার সাধারণ এক শহর ছিল। কিন্তু ২০১৫ পালিয়ে যাওয়া সংসদ সদস্য ইয়ান শোর–এর অন্যতম সাধারণ ব্যক্তিগত প্রদর্শনীর কারণে এই শহর মলদোভার রাজনীতির এক প্রতীকে পরিণত হয়। এই ভিডিও দেখাচ্ছে এখানকার বাসিন্দারা এখন এখানে কীভাবে বাস করছে, বিশেষ করে যখন স্বেচ্ছায় ও অসামাজিক বাসিন্দাদের [সম্পাদকীয়-সমাজ বিরোধী] শেষ বাসস্থান এটা। আর কেন সেখানকার বাসিন্দা মলদোভার অন্য অঞ্চলের মত বিদেশে চলে যাচ্ছে

৫. টারাসিলা

টারাসিলা হচ্ছে এমন এক ছোট্ট শহর যেখানে মলদোভার বুলগেরীয় জনগোষ্ঠীর বাস, আর এ কারণে এ শহরটি অন্য শহর থেকে আলাদা। এর এক কারণ হচ্ছে এ শহরে একটা বিশ্ববিদ্যালয় আছে ও এমনকি বুলগেরিয়ার একটা কনসুলেট আছে। কিন্তু অনেক কিছুই এখনো করা হয়নি, যেমন এখানকার বহুতল বিশিষ্ট ভবনগুলোতে লিফট নেই, রাস্তায় চলার জন্য ফুটপাথ নেই।

আদার মলদোভার এই পর্বে নিউজমেকারের সংবাদদাতা টারাসিলায় যান। সেখানে কীভাবে স্থানীয়রা অর্থ উপার্জন করে, কেন নিজেদের বাসায় আহ্বান জানানো কারো কারো জন্য বিপজ্জনক। যেখানে অন্যরা ২০ বছর ধরে সিঁড়ি বেয়ে দশ তালায় উঠছে। জীবন সেখানে কীভাবে কেটে যায় যেখানে বলা যেতে পারে প্রায় কোন গণ পরিবহন নেই, যেখানে নেই পানীয় জল এবং সেখানে শোর পার্টি কী করছে।

৬. বেসসারাবকা

বেসসারাবকা হচ্ছে দক্ষিণের একটি শহর যা ইউক্রেন সীমান্তে অবস্থিত, এটি রেললাইনের চারপাশে অবস্থিত ও রেলের জন্যই এই শহর নির্মাণ করা হয়েছিল। তবে এখন আর কোন যাত্রীবাহী ট্রেন সেখানে চলে না, আর যথারীতি প্রতিবেশী দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা এখন বাস্তবে কারণে বন্ধ হয়ে আছে। ইউক্রেনে এখন যা ঘটছে তার কারণে এখানকার বাসিন্দারা এখন ভীত [কারণ রাশিয়া এখন ইউক্রেনে এক যুদ্ধের সূচনা করেছে যার শুরু ২০২২-এ] ।

এবার নিউজ মেকার এর সংবাদদাতা বেসসারাবকাতে গিয়েছিলেন এটা দেখতে যে কী ভাবে শহরটার ইহুদি ও জার্মান বসবাসকারী তাদের ঐতিহ্য সংরক্ষণ করে রেখেছে। এমন কী নতুন ভাবে তৈরি করা স্কুলও পায়ে হেটে যাওয়া যায় না। রেলে কাজ করে কর্মীরা এখন কত টাকা আয় করেন আর কেন স্থানীয় বাসিন্দারা ড্রোন দিয়ে ছবি তুললে এত ভয় পায়?

  1. কোমরাট

গাগুজিয়ার স্বায়ত্বশাসিত অঞ্চল কোমরাট-এ নিউজমেকারের সংবাদদাতা বের করতে পেরেছেন কে কোন ধরনের মজুরী পায়, কেন শহরের একটি এলাকায় নিয়মিত বন্যা হয়। যদিও তারা ভাবে যুদ্ধ ও রাশিয়ার সেখানে আগমন সেখানে ঘটবে। আর এখনো এখানকার বাসিন্দারা ৫জি টাওয়ার নিয়ে উদ্বিগ্ন। সংবাদদাতারা আরো বের করেছেন কেন শহর থেকে বের হতে চায়না।

মলদোভার শহর নিয়ে আরো কাহিনী থাকবে, নিউজমেকার সে প্রতিশ্রুতি দিচ্ছে, যা তাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে তুলে ধরা হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .