জীবাশ্ম জ্বালানী সেন্সরের প্রতিক্রিয়ায় অস্ট্রেলীয় কার্টুনশিল্পীদের গণমাধ্যম পুরস্কার বর্জন

Walkley Awards

ওয়াকলি পুরষ্কার ২০১৯। ওয়াকলি ফাউন্ডেশনের ইউটিউব ভিডিও থেকে নেওয়া পর্দাছবি

এই বছরের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক পেট্রোলিয়াম কোম্পানি অ্যামপোল হওয়ায় বেশ কিছু কার্টুনশিল্পী সাংবাদিকতার জন্যে অস্ট্রেলিয়ার সেরা পুরস্কার ওয়াকলি পুরস্কার বয়কট করবে৷ আয়োজকরা জলবায়ু প্রতিবেদনের জন্যে কোনো বিভাগ অন্তর্ভুক্ত করেনি বলে অন্যান্য অংশগ্রহণকারীরাও বয়কট করছে।

স্যার উইলিয়াম গ্যাস্টন ওয়াকলি পেট্রোলিয়াম কোম্পানি অ্যামপোলের প্রতিষ্ঠাতা ১৯৫৬ সালে ওয়াকলির প্রথম পৃষ্ঠপোষক জানার পর  কার্টুনশিল্পী জন কুদেলকাই প্রথম ওয়াকলিকে বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেন। কোম্পানিটি এই বছরের ওয়াকলির অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। জলবায়ু প্রতিবেদনের জন্যে কেন পৃষ্ঠপোষণা খারাপ সে সম্পর্কে তিনি লিখেছেন:

এই পৃষ্ঠপোষণা সাংবাদিকদেরকে প্রভাবিত করুক বা না করুক, জীবাশ্ম জ্বালানী কোম্পানির সাথে কথিত একগুচ্ছ জানাশোনা গণমাধ্যম টাইপের লোকেদের দহরম-মহরম দেখে জনগণ অবশ্যই ভাবে বা ভাবতে বাধ্য হয় এটি ততোটা খারাপ নয় বলে এটি হয়তো (কোনো সতর্কবাণী) নয়।

তিনি তার বয়কটের সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন:

ফলাফল হলো আমি ওয়াকলিতে যাচ্ছি না, ঠিকভাবে বলতে গেলে আমাদের দিকে ধেয়ে আসা বর্তমান বিপর্যয়কে ঘুরিয়ে দিতে আমি এটাই করতে পারি এবং আমাদের সবাইকে অন্তত এটা করা শুরু করতে হবে। আমি বুঝতে পারছি না কেন অপসৃয়মান এই ছোট্ট জিনিসটি নিয়ে বড় দুর্গন্ধ নেই। গণমাধ্যমের এই ধরনের জিনিস নিয়ে খুব বেশি নিশিন্তে থাকা বন্ধ হওয়া দরকার। এটি যে বর্জ্য শ্রেণির তা বেশ বোঝা যাচ্ছে।

আমি কেন এই বছরের ওয়াকলিতে যাচ্ছি না

কুদেলকা প্রাক্তন সাংবাদিক বেলিন্ডা নোবেলের লেখা একটি নিবন্ধের মাধ্যমে ওয়াকলির ইতিহাস সম্পর্কে জানতে পারেন।

ওয়াকলি ফাউন্ডেশনকে এই বছর তার পৃষ্ঠপোষণ নীতি পর্যালোচনা করার সময় বুঝতে হবে বড় তেলের (কোম্পানির) সাথে এর যুক্ত থাকা পুরানো শক্তি কাঠামোর একটি হাতিয়ার হিসেবে উন্মোচিত করে যা বিশ্বের উষ্ণায়ন ও হতাশাজনক জলবায়ু প্রতিবেদনে ভূমিকা রাখছে।

কুদেলকার পরে বেশ কয়েকজন কার্টুনশিল্পী বলেছে তারাও পুরষ্কার বর্জন অথবা তাদের অন্তর্ভূক্তি প্রত্যাহার করবে। কার্টুনশিল্পী র‍্যাচেল উইদার্স তার সমর্থন টুইট করেছেন

আমি ওয়াকলিতে যাওয়ার পরিকল্পনা না করলেও বিশেষ করে জোনের শক্তিশালী অবস্থানের কারণে আমি যাবো না 🔥

আজকে ২০২৩ সালে এসে নির্দিষ্ট কোন জলবায়ু প্রতিবেদন পুরস্কার ছাড়াই জীবাশ্ম জ্বালানীগুলির পৃষ্ঠপোষকতায় অস্ট্রেলীয় সাংবাদিকতার সর্বোচ্চ পুরষ্কার একেবারেই অগ্রহণযোগ্য।

জলবায়ু সংকটের আবশ্যকতা তুলে ধরে কার্টুনশিল্পীরাও তাদের শিল্পকর্ম ভাগাভাগি করেছে।

এই বছরের ওয়াকলিতে বসে @জনকুদেলকা ও @ফিওনাকাতস্কাসের সাথে যোগ দিতে পেরে খুব খুশি।

কার্টুনশিল্পী মেগান হারবার্ট ওয়াকলি ফাউন্ডেশনে পৌঁছেও অসন্তুষ্ট প্রতিক্রিয়া পেয়েছেন।

আমিও এর বাইরে। পূর্ণাঙ্গ ব্যাখ্যা নীচে। #ওয়াকলি

জলবায়ু বিশ্লেষক কেতন যোশী ওয়াকলি বয়কটকারী সাংবাদিক ও কার্টুনশিল্পীদের তালিকা হালনাগাদ করেছেন — বর্তমানে সংখ্যাটি ২৩। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ওয়াকলি ফাউন্ডেশনের বোর্ড কার্টুনশিল্পীদের প্রকাশিত অনুভূতি স্বীকার করে এর পৃষ্ঠপোষণ নীতি সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে:

বোর্ড অ্যাম্পোলের ওয়াকলি পুরস্কারের বর্তমান পৃষ্ঠপোষণ সম্পর্কে কার্টুনশিল্পীদের নেতৃত্বে সাম্প্রতিক উদ্বেগের কথাও স্বীকার করেছে। আমরা জীবাশ্ম জ্বালানীর পৃষ্ঠপোষণ সম্পর্কে তাদের উদ্বেগ স্বীকার করে আগামী বছরগুলিতে প্রবেশকারী হিসেবে তাদের স্বাগত জানাতে চাই।

ওয়াকলি ফাউন্ডেশনের একটি সংশোধিত পৃষ্ঠপোষণ নীতি আনুষ্ঠানিকতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে যা শীঘ্রই ঘোষণা করা হবে।

মাইকেল পাসকোর মতো কিছু লেখক কার্টুনশিল্পীদের বয়কটের ভুল লক্ষ্যবস্তু বেছে নেওয়ার কথা লিখেছেন:

আমি মি. কুদেলকা ও অন্যদের কাজের প্রশংসা এবং তার নেতৃত্ব অনুসরণকারীদের উদ্দেশ্যকে সম্মান করলেও মনে করি, তারা ভুল লক্ষ্যবস্তু বেছে নিয়েছে।

আমার পক্ষে সাংবাদিক, আলোকচিত্রশিল্পী ও কার্টুনশিল্পী পূর্ণ একটি কক্ষের চেয়ে বেশি সংশয়বাদী ও সম্ভাব্যভাবে পৃষ্ঠপোষণায় কম প্রভাবিত একজন শ্রোতা কল্পনা করা কঠিন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .