#বাখেরসাথেদাঁড়ান: ভিয়েতনামে অনশনে থাকা আটক পরিবেশ আইনজীবীর প্রতি সমর্থন

Dang Dinh Bach

ডাং দিন বাখ। ‘বাখের সাথে দাঁড়ান’ ওয়েবসাইট থেকে নেওয়া ছবি

“ডাং দিন বাখের মতো পরিবেশ রক্ষাকারীরা ভূমিকা পালন করতে না পারলে সবুজ শক্তির রূপান্তর সফল হবে না।”

এটি ভিয়েতনামের আইনজীবী ডাং দিন বাচের সমর্থনে প্রচারাভিযানের বার্তা যিনি ২০২১ সালের জুন থেকে আটক এবং বর্তমানে কর ফাঁকির জন্যে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

বাখের মতো বিশিষ্ট পরিবেশবাদী আইনজীবীর কাজকে দমন করেও ভিয়েতনামের পরিচ্ছন্ন শক্তি পরিবর্তনের প্রতিশ্রুত প্রহসনের কথা উল্লেখ করে প্রায় ৮০টি বৈশ্বিক সুশীল সমাজ গোষ্ঠী একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে।

ভিয়েতনামের সরকার নিজেই ২০৫০ সালের মধ্যে নিট শূন্য নির্গমনে প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিচ্ছন্ন শক্তিতে একটি ন্যায্য রূপান্তরের জন্যে ১,৫৫০ কোটি ডলারের (প্রায় ১,৬৭,৬৮৫ কোটি টাকা) চুক্তি গ্রহণ করেছে। কিন্তু বাখের মতো জলবায়ু নেতাদের জেলে রেখে এটি সফল হতে পারে না।

বাখ ২০২১ সালে গ্রেপ্তার হওয়া পর্যন্ত হ্যানয়ে দশ বছর ধরে টেকসই উন্নয়ন গবেষণা কেন্দ্রের আইন ও নীতির নেতৃত্ব দেন। তিনি কোনো কর্মী গোষ্ঠীর সদস্য না হলেও তার সমর্থকরা বলেছে তাকে ৯১ হাজারেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করা সন লা জলবিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত কাজের জন্যে লক্ষ্যবস্তু করা হতে পারে। তিনি ভিয়েতনামের একটি আভ্যন্তরীণ পরামর্শক গোষ্ঠী প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পন্ন ইইউ-ভিয়েতনাম মুক্ত বাণিজ্য চুক্তির উন্নয়নের সাথেও গভীরভাবে জড়িত।

তাকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করে জুলাই ২০২১ থেকে আগস্ট ২০২২ পর্যন্ত যোগাযোগহীন অবস্থায় রাখা হয়। বাখ ছাড়াও চারটি পরিবেশের বেসরকারি সংস্থার নেতাদের মিথ্যা কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত করে যথাযথ প্রক্রিয়া অস্বীকার করা হয়।

নির্বিচারে আটক বিষয়ক জাতিসংঘ কর্মগোষ্ঠী বাখের আটক “তার মৌলিক স্বাধীনতার শান্তিপূর্ণ চর্চার ফলে ঘটেছে” দাবি করে এটি ভিয়েতনামি কর্তৃপক্ষকে পরিবেশ আইনজীবীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

বাখ তার অন্যায় কারাদণ্ডের প্রতিবাদে ১৭ মার্চ, ২০২৩ থেকে আংশিক অনশনে রয়েছেন। তিনি তার নির্বিচারে আটকের দ্বিতীয় বছর উপলক্ষে জুন মাসে সম্পূর্ণ অনশন করার সিদ্ধান্ত নেন। তার স্ত্রী ট্রান ফুওং থাও কারাগার থেকে বাখের একটি বিবৃতি ব্যাখ্যা করেছেন:

আমি কারাগারের পুরো রেশন প্রত্যাখ্যান করছি। আমি সব চিকিৎসা পরিদর্শন প্রত্যাখ্যান করছি; আমি কোনো নথিতে স্বাক্ষর করতে অস্বীকার করছি; আমি আমার ব্যক্তিগত অধিকার লঙ্ঘনের নিন্দা করছি। কারাগার আমাকে নির্বিচারে চিত্রায়িত করে আমার ছবি ব্যবহারের এবং যেকোন উদ্দেশ্যে ও আমার অনুমতি ছাড়াই আমার সাথে সম্পর্কিত ব্যক্তিগত তথ্য পোস্ট করার চেষ্টা করতে পারে।

আমি ৯ জুন থেকে সম্পূর্ণ অনশনে যাবো। প্রাণ হারালেও আমি পরিণতি মেনে নেবো। আমি এই পদক্ষেপটিকে অযুদ্ধংদেহী, অহিংস এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক দ্বন্দ্ব থেকে মুক্ত হিসেবে নিশ্চিত করছি।

বাখ ভিয়েতনামের সরকারকে  কিছু মহা প্রকল্পের তীব্র পরিবেশগত প্রভাব সম্পর্কে সত্য গোপন করার জন্যে অভিযুক্তও করেছেন।

সত্যকে আড়াল করতে ও জনগণের কণ্ঠকে হুমকি দিতে ভিয়েতনামের কর্তৃপক্ষ পরিবেশ ও মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার, দোষী সাব্যস্ত ও অন্যায়ভাবে আটক করেছে।

বাখ বিশ্বে তার বার্তা প্রচার করার জন্যে তার সমর্থকদের অনুরোধ করেছেন:

-সবুজ জীবনযাপনের অভ্যাস করুন;
-পরিবেশ দূষণে ক্ষতিগ্রস্ত দুর্বল সম্প্রদায়কে ন্যায়বিচারের লড়াইয়ে সহায়তা করুন;
-তার সাথে অনশনে যোগ দিয়ে বার্তা ছড়িয়ে দিন।

টুইটার হ্যাশট্যাগ #বাখেরসাথেদাঁড়ান বিশ্বজুড়ে সক্রিয় কর্মী ও পরিবেশবাদীদের ভাগাভাগি করা সংহতি বার্তাগুলিকে একত্রিত করে৷ জাতিসংঘের মানবাধিকার সুরক্ষকদের বিশেষ দূত মেরি ললর তার উদ্বেগ টুইট করেছেন:

#ভিয়েতনামের মানবাধিকার সুরক্ষক ড্যাং দিন বাখ 🇻🇳 ৯ জুন থেকে অনশন করার দুঃখজনক খবর শুনলাম। পরিবেশ রক্ষার জন্যে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশগত অধিকার সুরক্ষকদের অপরাধীকরণের অবসান হওয়া উচিত।@এমওএফএভিয়েতনাম

ভিয়েতনামের বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্পে অর্থায়নকারী এশীয় উন্নয়ন ব্যাংকের ম্যানিলাস্থ প্রধান সদর দফতরের বাইরে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আজ @এসিইএফ_ফোরাম চলাকালে @এডিবি_এইচকিউতে একটি প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। গোষ্ঠীগুলি ব্যাঙ্ককে #জীবাশ্মজ্বালানী এবং #ভুয়াজলবায়ুসমধানে বিনিয়োগ বন্ধ করার দাবি জানিয়ে সৌর ও বায়ু শক্তিতে অবিলম্বে তা স্থানান্তরের আহ্বান জানিয়েছে। তারা #পরিবেশনেতৃবৃন্দকেমুক্তকরো #বাখকেমুক্তকরো #বাখেরসাথেদাঁড়ান #ন্যায্যজ্বালানীরূপান্তর আহ্বানে যোগ দেয়

থাইল্যান্ড-ভিত্তিক মনুষ্য ফাউন্ডেশন বাখের জন্যে অনলাইন সমর্থনের আহ্বান জানিয়েছে।

বাখ এখন (২৪ জুন) তার অন্যায় কারাদণ্ডের বিরুদ্ধে তার অনশনের ৫ম দিনে। #বাখেরসাথেদাঁড়ান @মনুষ্যফাউন্ডেশন অবিলম্বে তার মুক্তির আহ্বান জানিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে একটি সংহতি #অনশনধর্মঘটে যোগ দিচ্ছে।

আরো পড়ুন 🔗 https://t.co/q8XQrP4psT

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .