রাইজিং ভয়েসেস গ্লোবাল ভয়েসেসের গণমাধ্যম বিকাশ বিভাগ মায়া ভাষার ডিজিটাল সক্রিয়তার শীর্ষসম্মেলন ২০২৩ ঘোষণা করতে পেরে আনন্দিত যেটি ১১-১৫ জানুয়ারি মেক্সিকোর মেরিডাস্থ মায়া জগতের মহাযাদুঘরে অনুষ্ঠিত হবে।
শীর্ষ সম্মেলনটি ডিজিটাল পরিমণ্ডলে মায়া ভাষা প্রচারে সহায়তাকারী একটি প্রকল্পের প্রথম বছরের সমাপ্তি হিসেবে মেক্সিকোতে এবং ডিজিটাল গণমাধ্যম এবং প্রযুক্তি ব্যবহারকারীদের বাইরে মায়া ভাষা পরিবারগুলির প্রচার, সংরক্ষণ এবং পুনরুজ্জীবিতকরণে কর্মরত ডিজিটাল কর্মী ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শিক্ষণ ও বিনিময়কে সহজতর করবে।
শীর্ষ সম্মেলনের কার্যক্রম
সহযোগীদের সমাবেশ (জানুয়ারি ১১ এবং ১২): গত আট মাস ধরে রাইজিং ভয়েসেস ইউকাতান উপদ্বীপ এবং চিয়াপাসের ১০ জন সহযোগীকে সহায়তা করছে। দলটি ভার্চুয়াল মিটিং এবং কর্মশালাসহ একটি পারস্পরিক শিক্ষণ প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে। সহযোগীরা বিভিন্ন ডিজিটাল পরিমণ্ডলে তাদের ভাষা প্রচারের জন্যে একটি সম্প্রদায়ভিত্তিক প্রকল্পও চালাচ্ছে। এই সমাবেশটি দলটিকে পরস্পরের সাথে দেখাশোনা ও ব্যক্তিগতভাবে জানার, তাদের প্রকল্পগুলির প্রভাব প্রতিফলিত করার এবং মার্চ ২০২৩ থেকে শুরু হওয়া সহযোগী হওয়ার পরবর্তীবারের জন্যে সুপারিশ করার সুযোগ দেবে।
ডিজিটাল সক্রিয়তার কর্মশালা (জানুয়ারি ১১ এবং ১২): “ইন্টারনেটে আপনার ভাষাকে শক্তিশালীকরণ” শীর্ষক একটি দুই দিনের কর্মশালায় ত্রিশজন মায়া ভাষাভাষীকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে তারা ডিজিটাল সক্রিয়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্যে একটি ব্যক্তিগত কৌশলগত পরিকল্পনা তৈরি করতে শিখবে। মেক্সিকোর চিয়াপাস এবং গুয়াতেমালার দুজন আয়োজকের নেতৃত্বে এই কর্মশালাটি ইউনেস্কোর সহযোগিতায় একটি টুলকিট প্রকল্পের অংশ হিসেবে তৈরি কৌশলগুলিকে অন্তর্ভুক্ত করবে।
হিপ-হপ বিনিময় (জানুয়ারি ১১-১২): মেক্সিকোস্থ কানাডীয় দূতাবাসের সহায়তায় আমরা কানাডার উন্নত জাতিসমূহের যুবগোষ্ঠী এবং মেক্সিকোর মায়া যুবগোষ্ঠীর সাথে সংস্কৃতি এবং ভাষা প্রদর্শনের জন্যে সৃজনশীল মঞ্চ ব্যবহার করার বিষয়েআন্ত-আঞ্চলিক বিনিময়ের জন্যে কর্মরত প্রযোজক, শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতাদের একত্রিত করছি। দুই দিনের বৈঠকে মেরিডা এবং আশেপাশের এলাকার যুবগোষ্ঠীর জন্যে একটি কর্মশালা অন্তর্ভুক্ত থাকবে।
প্রকাশ্য সম্মেলন (জানুয়ারি ১৩-১৪): ১৩-১৪ জানুয়ারি তারিখে বিভিন্ন মায়া ভাষা এবং তাদের ঘিরে থাকা ডিজিটাল সক্রিয়তা কেন্দ্রিক প্যানেল এবং প্রদর্শনের একটি অনুষ্ঠানের মাধ্যমে শীর্ষ সম্মেলনটি জনসাধারণের জন্যে (নিবন্ধন আবশ্যক) তার দ্বার উন্মুক্ত করবে।
মায়া অলংকরণ প্রদর্শনী (জানুয়ারি ১৩-১৪): উন্মুক্ত সম্মেলন চলাকালীন মায়া শিল্পীদের প্রতিভা উদযাপনের জন্যে সমগ্র অঞ্চলের শিল্পকর্ম প্রদর্শন করা হবে। বৈশিষ্ট্যযুক্ত শিল্পীদের তাদের কাজ জমা দেওয়ার জন্যে চিত্রকরদের জন্যে একটি উন্মুক্ত আহ্বানের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শিল্পীদের দেখতে এডিএলএম ওয়েবসাইট দেখুন।
সম্প্রদায় পরিদর্শন (জানুয়ারি ১৫): ১৫ জানুয়ারি তারিখে সহযোগীরা সম্প্রদায়ের বাসিন্দাদের সাথে তাদের প্রকল্প ভাগাভাগি করার জন্যে মেরিডার উপকণ্ঠে কনকালের একটি স্থানীয় সম্প্রদায় পরিদর্শন করবে।
ডাব্লিউ.কে কেলোগ ফাউন্ডেশন, মায়া জগতের মহাযাদুঘর, সংস্কৃতি বিষয়ক মেক্সিকীয় সচিবালয়, মেক্সিকোস্থ কানাডীয় দূতাবাস, মেক্সিকোস্থ স্পেনীয় সাংস্কৃতিক কেন্দ্র এবং জাতীয় আদিবাসী ভাষা প্রতিষ্ঠান (আইএনএএলআই) এর সহযোগিতার কারণে শীর্ষসম্মেলনটি সম্ভব হয়েছে।
#এডিএলএম২৩ হ্যাশট্যাগ দিয়ে সামাজিক গণমাধ্যমে অনুসরণ করুন