বেশ কিছু অনুসন্ধানী সাংবাদিক জানিয়েছে মেক্সিকোর রাষ্ট্রপতি এনরিক পেনা নিয়েতোর (২০১২-২০১৮) প্রশাসন থেকে আজ পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থা টর নেটওয়ার্কের সাইটে প্রবেশাধিকার দেয় না।
মেক্সিকোতে ৩০,০০০ থেকে ৪০,০০০ লোক টর নেটওয়ার্ক ব্যবহার করে বলে অনুমান করা হয়। বৈশ্বিক প্রযুক্তি টর ব্যবহারকারীদের গোপনীয়তা ও পরিচয় গোপন রেখে ইন্টারনেটে প্রবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা ব্যবহারে ইচ্ছুকদের বিকল্প প্রস্তাব করে। বেনামী রাউটিংয়ের সুযোগ দেওয়ার জন্যে এটিকে ৬ হাজারের বেশি নোড বা রিলের একটি নেটওয়ার্কের উপর নির্ভর করতে হয়। স্তরীভূত নেটওয়ার্ক তৈরির কারণে এটিকে রূপকভাবে “পেঁয়াজ রাউটিং” বলা হয়।
টর নেটওয়ার্ক সফ্টওয়্যার তৈরির পিছনের সংগঠন টর প্রকল্পের মুখপাত্র পাভেল জোনেফ গ্লোবাল ভয়েসেসকে ইমেলের মাধ্যমে বলেছেন:
La red Tor es utilizada por millones de usuarios diarios para acceder de forma segura a Internet, salvaguardar su derecho a la información y la libertad de expresión y evitar la censura o la vigilancia gubernamental.
প্রতিদিন লক্ষ লক্ষ ব্যবহারকারী নিরাপদে ইন্টারনেটে ঢুকতে, তাদের তথ্যের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে এবং সেন্সর বা সরকারি নজরদারি এড়াতে টর নেটওয়ার্ক ব্যবহার করে।
মেক্সিকোতে সুশীল সমাজের গোষ্ঠী টর নেটওয়ার্ককে উন্নীত করেছে। এতে সংবাদকক্ষে বেনামী চিঠিরবাক্সের ব্যবহার ও মানবাধিকার সুরক্ষকদের জন্যে স্ব-প্রচারণা ও ডিজিটাল যত্ন অন্তর্ভুক্ত রয়েছে।
মেক্সিকো মতপ্রকাশের স্বাধীনতার প্রতি চ্যালেঞ্জের সম্মুখীন যা নিরাপদ অনলাইন সংযোগ উপায়াবলম্বনের প্রতি আগ্রহকে ব্যাখ্যা করতে পারে। কাজের সময় মানবাধিকার ও পরিবেশ রক্ষাকারীদের পাশাপাশি সাংবাদিকদের জীবন প্রায়শই অপহরণ, গুম ও খুনের ঝুঁকিতে পড়ে। নেটের স্বাধীনতা ২০২২ প্রতিবেদন অনুসারে ইন্টারনেটে ঢোকার ক্ষেত্রে প্রবেশাধিকারে বাধা, বিষয়বস্তুর সীমাবদ্ধতা ও ব্যবহারকারীদের অধিকার লঙ্ঘন রয়েছে।
গোপনীয়তা ও ইন্টারনেটে প্রবেশ, তথ্যের আদান-প্রদান, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধারনা প্রকাশের অধিকার মেক্সিকীয় আইনে সংবিধানের ৬০ অনুচ্ছেদ এবং মেক্সিকোতে টেলিযোগাযোগ ও সম্প্রচারের কেন্দ্রীয় আইনের পঞ্চদশ অনুচ্ছেদের ১৯১ ধারায় স্বীকৃত হলেও আইনটিতে ডিজিটাল মানবাধিকারের পরিপন্থী বলে আন্তর্জাতিকভাবে বিবেচিত বিধানও রয়েছে। এরকম একটি উদাহরণ হলো টেলিযোগাযোগ অপারেটরদের ডেটা সংরক্ষণ করার টেলিযোগাযোগ আইনের ১৯০ ধারা।
তার ওপর মেক্সিকীয় সরকার দুর্নীতি বিরোধী উদ্দেশ্যে টর ব্যবহার করে থাকে। সত্য উন্মোচনকারীদের বেনামী থাকার নিশ্চয়তা দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিরবাক্স টর নেটওয়ার্কের সাথে কাজ করে।
একটি নিয়ন্ত্রক কাঠামোর সাথে খাপ খাওয়া এই উদ্যোগটি সত্য উন্মোচনকারীদের চালনা করার সময় সর্বজনীন ফাংশনে পরিচয় গোপন রাখার স্বীকৃতি দেয়। সরকারের দাপ্তরিক গেজেট অনু্সারে:
Resguardo de confidencialidad: Es la obligación a cargo de todas las personas adscritas a la Coordinación, el Coordinador General con apoyo del Coordinador deberán supervisar, controlar y evaluar que todas las actividades del Sistema garanticen el anonimato de los alertadores y de la información, tomando las medidas que sean necesarias, así como implementar las acciones de mejora que contribuyan a este fin.
গোপনীয়তা সুরক্ষা: সকল সিস্টেমের কর্মকাণ্ড সতর্ককারী ও তাদের তথ্যের পরিচয় গোপন রাখার গ্যারান্টি নিশ্চিত করার জন্যে সমন্বয়ের দায়িত্বে থাকা সকলের জন্যে নির্ধারিত। প্রধান সমন্বয়কারীকে সমন্বয়কারীর সহায়তা নিয়ে অবশ্যই এই প্রক্রিয়াটির তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করতে হবে।
তবে এই নিবন্ধের লেখকরা জেনেছেন ২১টি সরকারি সংস্থার ৩৯টি ইউআরএল টর থেকে প্রবেশাধিকার অবরুদ্ধ করে। এটি ২০২০ সাল থেকে আজ পর্যন্ত পরিমাপ ও অধ্যয়ন অনুসারে কমপক্ষে বারো বছর ধরে অবরোধগুলি বজায় রাখা হয়েছে।
নীচের লেখটি এই নিবন্ধটি লেখার সময় “.জিওবি.এমএক্স” ডোমেইনে হোস্ট করা অবরোধকৃত ও প্রবেশযোগ্য ইউআরএলগুলির একটি তুলনা দেখাচ্ছে।
গ্লোবাল ভয়েসেস মেক্সিকো সরকারের সাথে অবরোধের যৌক্তিকতা ও উদ্দেশ্য নিয়ে কথা বলেছে, রাষ্ট্রপতির অফিসের সাথে যোগাযোগ করেছে, যেটি ডিজিটাল কৌশল ও এই অবকাঠামোগুলির দায়িত্বে রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের আইনি বিশ্লেষণ ও নথি ব্যবস্থাপনার পরিচালক হুয়ান কার্লোস গুয়েরেরো তরেস একটি তথ্য অনুরোধের জবাবে আমাদের বলেছেন:
(…) se toman medidas de protección como bloquear tráfico de red considerado malicioso, automatizado o que podría ser una amenaza, lo que afecta a los usuarios de la red Tor, ya que por la naturaleza de la misma no es posible diferenciar entre el usuario medio y el automatizado lo cual es considerado un riesgo para gob.mx, derivado a eso se restringe el acceso por dicha red.
(…) নেটওয়ার্কটির প্রকৃতিগত কারণে গড় ব্যবহারকারী ও স্বয়ংক্রিয় ব্যবহারকারীর মধ্যে পার্থক্য করা সম্ভব নয় বলে টর নেটওয়ার্কের ব্যবহারকারীদের প্রভাবিত করতে পারে এমন দূষিত, স্বয়ংক্রিয়, বা সম্ভাব্য একটি হুমকি বিবেচিত নেটওয়ার্ক ট্র্যাফিক অবরোধের মতো সুরক্ষা পদক্ষেপ নেওয়া হয়। জিওবি.এমএক্সের জন্যে একটি ঝুঁকি বিবেচিত হলে উল্লিখিত নেটওয়ার্কের মাধ্যমে অ্যাক্সেস সীমাবদ্ধ করা হয়।
মেক্সিকো সরকারের অবস্থানের প্রতিক্রিয়ায় টর প্রকল্পের জোনেফ উল্লেখ করেছেন:
Bloquear secciones enteras de Internet basándose en la creencia obsoleta de que todo el tráfico de la red Tor es indistinguible o malicioso es un error y pone a las personas en riesgo. Hay varias formas para que los sitios web se defiendan contra amenazas como ataques DoS, actividad de bots y otras actividades maliciosas sin aislar a una parte significativa de la comunidad global en línea.
টর নেটওয়ার্কের ট্র্যাফিক আলাদা করা যায় না বা দূষিত এমন পুরোনো বিশ্বাসের ভিত্তিতে ইন্টারনেটের সকল অংশ অবরোধ করাটা ভুল এবং সেটা জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। বিশ্বব্যাপী অনলাইন সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য অংশকে বিচ্ছিন্ন না করে ডু’স আক্রমণ, রোবটীয় কার্যকলাপ ও অন্যান্য দূষিত কর্মকাণ্ডের মতো হুমকি থেকে ওয়েবসাইটগুলিকে সুরক্ষার বিভিন্ন উপায় রয়েছে।
মুখপাত্র আরো বলেছেন টর নেটওয়ার্কের উপর নির্ভরশীলদের ইন্টারনেটে প্রবেশ অস্বীকার না করে ব্যবহারকারী ও ওয়েবসাইট উভয়ের ঝুঁকি কমানোর মধ্যে ভারসাম্য বজায় রাখার মতো প্রযুক্তিগত প্রয়োগ রয়েছে।
Un ejemplo de ello es nuestro trabajo con Cloudflare para verificar el tráfico legítimo mediante captchaing, Privacy Pass y otras técnicas de limitación de velocidad que respaldan los servicios .onion desde 2018. Estas implementaciones no son específicas de Cloudflare y demuestran que es posible lograr un equilibrio.
.ওনিয়ন পরিষেবাগুলিকে সমর্থন করে ২০১৮ সাল থেকে ক্যাপচা, গোপনীয়তা পাস ও অন্যান্য রেট-সীমিতকরণ কৌশল ব্যবহার করে বৈধ ট্র্যাফিক যাচাই করার জন্যে ক্লাউডফ্লেয়ারের সাথে আমাদের কাজ এর একটি উদাহরণ।