তুরস্ক কুর্দিপন্থী রাজনৈতিক দল নিষিদ্ধ করতে যাচ্ছে

তুরস্কের ২০১৫ সালের সাধারণ নির্বাচনে জনগণতান্ত্রিক দলের নেতা সেলাহাতিন দেমিরতাস। হিলমি হাজ্জালোলুর ছবি, প্রকাশ্য ডোমেইন। উইকিমিডিয়া সাধারণের মাধ্যমে পাওয়া।

তুরস্কের সাংবিধানিক আদালত ২১ জুন তারিখে বিরোধী জনগণতান্ত্রিক দল (হালক্লারিন ডেমোক্র্যাটিক পার্টিসি – এইচডিপি) বন্ধ করার আহ্বান জানানো একটি অভিযোগপত্র গ্রহণ করেছে। দেশটির সর্বোচ্চ এবং সাংবিধানিক আদালতটি তুরস্কের রাজনৈতিক দলগুলি বন্ধের বিষয়ে রায় দেওয়ার ক্ষমতা রাখে।

প্রথম ২০২১ সালের মার্চ মাসে দলটির বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এর জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা করার অভিযোগ এনে তুরস্কের সর্বোচ্চ আপিল আদালতের প্রধান প্রসিকিউটর বেকি শাহিন এই ৮৪৩ পৃষ্ঠার অভিযোগটি দায়ের করেন। তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউসহ তার পশ্চিমা মিত্রদের কাছে পিকেকে একটি স্বীকৃত সন্ত্রাসী সংগঠন। অভিযোগপত্রটিতে দলটির সম্পদ জব্দ এবং দলের ৪০০-এর বেশি সদস্যকে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার দাবিও করা হয়েছে। এইচডিপি এধরনের কোনো সংযোগের কথা অস্বীকার করেছে।

এদিকে সমালোচকরা তুরস্কের রাষ্ট্রপতি এবং ক্ষমতাসীন ন্যায় ও উন্নয়ন দলের (আদালেত ভে কাল্কিন্মা পার্টিসি – একেপি) সরকার বিরোধী রাজনৈতিক ভিন্নমত দমনে দেশের শীর্ষ আদালতকে ব্যবহারকরার কথা বলছে। বিয়ানেটের সাথে একটি সাক্ষাৎকারে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার_পর্যবেক্ষকের তুর্কি জ্যেষ্ঠ্য গবেষক এমা সিনক্লেয়ার ওয়েব বলেছেন, “রাষ্ট্রের ভেতরে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত অভিসংশক এবং আদালতগুলি নির্বাহী ক্ষমতার ক্রীড়নকে পরিণত হয়েছে।”

মার্চ মাসে প্রথমবার জমা দেওয়ার পরে সাংবিধানিক আদালত অসম্পূর্ণ বিবরণ উদ্ধৃত করে অভিযোগপত্রটি প্রত্যাখ্যান করেছিল। চার মাস পরে প্রসিকিউটর ২ জুন তারিখে পুনরায় মামলাটি দায়ের করেন।

তুর্কি সংবাদ সংস্থা টি২৪ অনুসারে এই অভিযোগপত্রে বলা হয়েছে:

এইচডিপির কার্যকলাপ রাষ্ট্রের স্বাধীনতা, তার দেশ ও জাতির ঐক্য এবং মানবাধিকারের লঙ্ঘন হিসেবে প্রমাণিত। একই সাথে বিবাদী পক্ষ তার প্রায় সমস্ত অঙ্গ সংগঠন, সদস্য, এবং সংস্থাগুলির মাধ্যমে বড় ধরনের এসব অপরাধ করেছে এবং এসব কাজে উস্কানি ও উৎসাহ প্রদান করে যাচ্ছে।

প্রধান প্রসিকিউটরের দপ্তর ২০১৪ সালে মারাত্মক বিক্ষোভ শুরু করার জন্যে ১০৮ জনকে অভিযুক্ত করেছে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদন অনুসারে, আঙ্কারা তুর্কি সীমান্তে সিরিয়ার কোবানে শহরে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর হাতে অবরুদ্ধ কুর্দি যোদ্ধাদের সাহায্য করতে অস্বীকার করার ফলে এই বিক্ষোভটি শুরু হয়। মার্চ মাসে সংঘটিত সর্বশেষ গ্রেপ্তারটিতে এইচডিপি'র কমপক্ষে তিনজন প্রবীণ সদস্যকে আটক করা হয়। তিনদিন আগে প্রধান প্রসিকিউটর এইচডিপি ভেঙ্গে দেওয়ার জন্যে সাংবিধানিক আদালতে একটি মামলা করেছেন

এইচডিপি তাদের দলকে নিষিদ্ধ করার বিতর্কিত প্রচেষ্টার বিরুদ্ধে লড়তে বদ্ধপরিকর। “আমরা এইচডিপিকে বিচ্ছিন্ন করতে দেবো না, আমরা এইচডিপিকে রক্ষা করবো। এইচডিপি সবসময় বেড়ে উঠবে,” পার্টির সহ-সভাপতি মিঠাত সংকর একটি বিবৃতিতে বলেছেন। দলটি ২০১৮ সালের  সংসদ নির্বাচনে ৬০ লক্ষ ভোট পেয়ে তুরস্কের সংসদে তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়।

সাম্প্রতিক বছরগুলোতে দলটি চাপের মধ্যে রয়েছে। প্রাক্তন সহ-সভাপতি সেলাহাতিন দেমিরতাসসহ এইচডিপি দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ্য সদস্যকে সন্ত্রাসবাদ-সম্পর্কিত অভিযোগে গ্রেপ্তার করা হয়।

মানবাধিকার_পর্যবেক্ষকের প্রতিবেদন অনুসারে, দেমিরতাসের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে “একটি সন্ত্রাসী সংস্থার সদস্যপদ,” “সন্ত্রাসী প্রচারণা চালানো,” এবং আরো অনেক অপরাধ রয়েছে। দোষী সাব্যস্ত হলে ডেমিরতাসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ২০১৮ সালের ২০ নভেম্বর তারিখে ইউরোপীয় আদালত “ইউরোপীয় কনভেনশনের ১৮ অনুচ্ছেদের লঙ্ঘন হয়েছে বলে বিরল একটি রায় প্রদান করে, যার মানে হলো ক্ষমতার অপব্যবহার করে গোপণ উদ্দেশ্য চরিতার্থের জন্যে ডেমিরতাসের আটকের মেয়াদ বাড়ানোর পেছনে ছোটা হয়েছিল।”

আদালত দেমিরতাসের তাৎক্ষণিক মুক্তির আদেশ দেয়। ইউরোপীয় আদালতের এই রায় দেওয়ার কয়েকদিন পর ইস্তাম্বুলের আঞ্চলিক আদালত ২০১৩ সালে ইস্তাম্বুলে রাজনৈতিক বক্তব্য রাখার জন্যে দেমিরতাসের দণ্ড পর্যালোচনা ত্বরান্বিত করে “সন্ত্রাসী প্রচারণার” জন্যে তাকে চার বছর আট মাস কারাদণ্ড প্রদান করে। দলের অন্য সদস্যরা তাদের সংসদীয় আসনগুলো হারায়

তুরস্কের ইজমির শহরে পার্টিটির সদর দপ্তরে একজন সশস্ত্র বন্দুকধারী হামলা করে এইচডিপি সদস্য ডেনিজ পয়রাজকে হত্যা করার একদিন পর ২১ জুনের রায়টি আসে। হুরিয়াত দৈনিক সংবাদ অনুসারে, বন্দুকধারী ওনুর গিয়াঞ্জেস বলেছে যে “আমি ঐ সময় অফিসে উপস্থিত সবাইকে নির্বিচারে গুলি করে হত্যা করে মেরে ফেলার উদ্দেশ্য নিয়েই ভবনে প্রবেশ করি।”

ক্ষমতাসীন একেপির সাথে জোটে থাকা জাতীয়তাবাদী আন্দোলন পার্টির (এমএইচপি) নেতা পয়রাজকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করতে তৎপর ছিলেন। “আমি আপনাকে জানিয়ে দেব যে নিহত ব্যক্তি দেনিজ পয়রাজ কে ছিলেন: তিনি পিকেকের গ্রামীণ –  পাহাড়ি এলাকায় যেতে চাওয়া পিকেকের প্রতি সহানুভূতিশীলদের পল্লী এলাকায় মিলিশিয়ার সহযোগী হিসেবে – নিয়োগের দায়িত্বে ছিলেন,” ২২ শে জুন একটি সভা চলাকালীন পার্টির নেতা দেভলেত বাহচেলি বলেছেন।

এদিকে একটি বিবৃতিতে এইচডিপি একেপি এবং এমএইচপিকে হামলার জন্যে অভিযুক্ত করেছে:

ইজমির জেলা ভবনে হামলায় আমাদের বন্ধু দেনিজ পয়রাজ খুন হয়েছেন। এই নৃশংস আক্রমণের উস্কানিদাতা ও অভিযুক্তরা হলো আমাদের দল ও আমাদের সদস্যদের ক্রমাগত লক্ষ্যবস্তু করে রাখা একেএম-এমএইচপি সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পন্ডিতদের ধারণা, ২০২৩ সালের নির্বাচনের প্রাক্কালে সরকার এইচডিপি’র উপর বিধিনিষেধ জোরদার করছে। এইচডিপি ভেঙ্গে গেলে ঐতিহ্যগতভাবে এইচডিপি ও একেপিতে বিভক্ত তুরস্কের কুর্দি প্রধান দক্ষিণ-পূর্বাঞ্চলে এরদোয়ানের নির্বাচনী সুবিধা পাওয়ার ভাল সম্ভাবনা রয়েছে।

এইচডিপি বন্ধ করার প্রয়াসের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা বিবৃতি উল্লেখ করা হয়েছে এটা করা হলে “তুর্কি ভোটারদের ইচ্ছার প্রতি বিশ্বাসঘাতকতা, তুরস্কের গণতন্ত্রকে আরো ক্ষুন্ন এবং লক্ষ লক্ষ তুর্কি নাগরিকের নির্বাচিত প্রতিনিধিত্বকে অস্বীকার করা হবে।”

একইভাবে, এফটি-এর সাথে একটি সাক্ষাৎকারে রাষ্ট্রবিজ্ঞানী সেজিন ওজে বলেছেন, “বলির পাঁঠা বানিয়ে মেরুকরণ, করোনভাইরাস মহামারী চলাকালীন অন্যান্য সমস্যা থেকে দৃষ্টি দূরে সরিয়ে দেয়।” তিনি বলেন, “এইচডিপি'কে অপরাধী বানানো বিরোধীদের বাকি অংশকেও থামিয়ে দিতে সহায়তা করে।”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .