
“গোসেই-নিস ২০এল”। গোসেই হলো কাগজের স্টিমারযুক্ত একটি জিনিস, যা শিনতো অনুষ্ঠানের সময় ব্যবহৃত হয়। ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী এম-লুইস। সিসি বিওয়াই-এসএ ২.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
জাপানের ম্যাটোমার নাভার নামের একটি ব্লগিং সাইটে তিনি লেখালিখি করেন। ব্লগে তার নাম পিপিপি_কম। তিনি একটি পোস্ট লিখেছেন সেখানে। পোস্টটি ইতোমধ্যে তিন লাখ ত্রিশ হাজার বারের বেশি পড়া হয়েছে। পোস্টটি কি নিয়ে লেখা হয়েছে জানেন? বিশ্বের সবচে’ বিরক্তিকর কাজ যতো। আর এতে বিশেষভাবে এসেছে কাপড় ধোয়ার কথা।
পিপিপি_কম টুইটার ঘেঁটে দেখেছেন, জাপানিদের সবচে’ অপছন্দের কাজ কাপড় ধোয়া। তারা নিজে পারত পক্ষে সেটা করে না। তবে, ধোয়ার পর শুকানোর জন্য বাইরে মেলে দেন। ম্যাটোমার নাভারে লেখালিখি করা সেই ব্লগার টুইটারে জাপানিদের কাপড় শুকানোর আজব সব কাজ-কারবার সংকলন করেছেন। যা দেখে কাপড় ধোয়া-মেলার মতো বিরক্তিকর কাজ ও সেটা করার পদ্ধতি আপনাকে বেশ আনন্দ দিবে।
洗濯物干すの嫌いなんだよなぁ…
掃除とか料理とか整頓とかは手間だと思わないのに洗濯物だけは嫌い。ほんとに。— かみじるさん (@syl_14cm) April 27, 2017
Man, I really hate hanging up laundry to dry. I don't mind cleaning, cooking or tidying up–I just hate doing the laundry. I really do.
কাপড় শুকানোর জন্য তারে মেলার কাজ আমার একদমই পছন্দ নয়। ঘরদোর পরিষ্কার করা, রান্না-বান্না করা, সাজিয়ে-গুছিয়ে রাখার কাজে আমার মোটেও আপত্তি নেই। কিন্তু, কাপড় ধোয়ার আমাকে বলবেন না, প্লিজ! আমি এটা করতে পারবো না।
だいっ嫌いな洗濯終わった??
『だって』干すの面倒だから(>_<)— . . . (@sumusu2) April 27, 2017
The much-hated laundry chore is complete. ?? Why do I hate it so? Hanging laundry to dry. (>_<)
কাপড় ধোয়ার বিরক্তিকর কাজটা শেষ। এটা আমি এতো অপছন্দ করি কেন? কারণ, ধোয়ার পর শুকানোর জন্য মেলে দিতে হয়।
কিছু মানুষ আছে যারা আনন্দের সাথে কাপড় শুকানোর জন্য মেলে দেয়ার কাজটা করে…
干し方… pic.twitter.com/hKMttMdEoQ
— A Y U (@ayunoko) April 22, 2017
How I hang up clothes…
দেখুন আমি কীভাবে কাপড় শুকাই।
ビブの干し方 pic.twitter.com/vRglgRf19D
— さくらのもり (@sakuranomori09) April 15, 2017
How I hang up by cycling bib shorts to dry.
সাইকেলের উপর আমি এভাবে হাফ প্যান্ট শুকিয়ে থাকি।
তবে আরো অনেকেই আছে, যারা কাপড় শুকানোর জন্য ব্যাপারে একেবারেই উদাসীন।
たつや干し方えぐいやん
明日着るつもりやた白ティーこんなんじゃ着れへんやん、明日殺す pic.twitter.com/nfrmWmOSvR— kazuma. (@k_txx14) April 21, 2017
The way Tatsuya hangs up clothes is really gross. There's no way I can put on the white T-shirt I was planning to wear tomorrow.
টাতসুয়া পদ্ধতিতে ভালোই কাপড় শুকানো হচ্ছে। এছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ, এই সাদা শার্টগুলো পরেই আমি আগামীকাল বাইরে যাবো।
অনেক পরিবারই নিজেদের মতো করে কাপড় ধুয়ে শুকানোর পদ্ধতি বের করেছে:
うちん家の、洗濯物の干し方は、
こうなる笑 pic.twitter.com/RTFtB4DmHk— mokk♪ (@MokkMusica) April 23, 2017
This is how we hang up clothes at our house, lol.
আমরা বাড়িতে এভাবেই কাপড় শুকিয়ে থাকি। হাহাহাহা।
チビ達に靴洗いの手伝いを頼んだら…。干し方がかなり芸術的?で朝から大笑いw モズの早贄??に見えなくも無いねっ?^^; pic.twitter.com/Gu9y0nDX67
— Boud (@Boud006) December 31, 2016
What happens when you ask your resident ankle-biters to help with washing their shoes… The way they hung up the shoes is approaching a work of art, and has kept me laughing all morning. An early-morning offer to the birds? […]
তারা [আমাদের প্রতিবেশী] যেভাবে জুতা ঝুলিয়ে রেখেছে, দেখে মনে হবে একটা আর্ট। সারা সকালবেলা আমি এটা দেখে হেসেছি। এটা কি সকালের পাখিদের জন্য কোনো অফার?
কিছু মানুষ আছেন যারা কিছু কাপড় ধোয়ার বেলায় খুব মনোযোগ দেন, আবার কিছু কাপড় একদমই পাত্তা দিতে চান না!
左:汎用タオルの干し方
右:大切なタオルの干し方 pic.twitter.com/n7WnPw1I67— すぎともひろ (@honestman_48) April 17, 2017
On the left: How I hang up towels I don't really care about.
On the right: How I hang up towels I really care about.[Note: the Twitter user seems to be a fan of AK48 ‘idol’ Ozeki Rika, and is not such a fan of the Orix Buffaloes baseball team, from Osaka in western Japan.]
বামে: দেখুন আমি কীভাবে টাওয়েল ঝুলিয়ে রেখেছি। এ ব্যাপারে আমার কোনো মনোযোগই নেই।
ডানে: দেখুন আমি কীভাবে টাওয়েল ঝুলিয়ে রেখেছি। এ ব্যাপারে আমার বেশ মনোযোগ আছে।নোট: দেখে মনে হচ্ছে এই টুইটার ব্যবহারকারী একে৪৮ আইডল ওজিকি রিকার ফ্যান। তবে পশ্চিম জাপানের ওসাকার বেসবল টিম ওরিক্স বাফালোর ফ্যান নয়।
সবচে’ বড় সমস্যা হলো নরম তুলতুলে খেলনা পুতুল ধুয়ে দেয়ার পর কীভাবে শুকানো হবে, সেটার উপায় বের করা:
ぬいぐるみ洗ったんだけど干し方が分からなかったからこうしました 何か楽しそうな表情じゃない?笑 pic.twitter.com/JQ2tdrUoom
— リョウタ (@juventus_Azzuri) April 22, 2017
When it comes to washing [soft toys], I have no idea how to hang them up to dry, so this is what I did. Although doesn't it look like it's enjoying itself, lol?
আমার কোনো ধারনাই নেই নরম তুলতুলে খেলনা পুতুল ধুয়ে দেয়ার পর কীভাবে শুকাবো। আর তাই আমি এটা করেছি। দেখে কী মনে হচ্ছে না, এটা সে উপভোগ করছে, হাহাহাহা?
しろくまの干し方 pic.twitter.com/qFdoyuwONx
— さとみ (@0stmi) April 4, 2017
How I hang up my polar bear to dry.
দেখুন, আমার পোলার বিয়ার আমি কীভাবে শুকাতে দিচ্ছি।
কাপড় শুকানোর আরো টুইট দেখুন এখানে।