নেট-নাগরিক প্রতিবেদন: বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে আফগানিস্তান ও পাকিস্তানের সাংবাদিকদের নিহত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা

কৃতজ্ঞতা মুক্ত প্রকাশ্য ডোমেইনের লাইসেন্স।

অ্যাডভক্স নেট-নাগরিক প্রতিবেদন বিশ্বজুড়ে ইন্টারনেট অধিকারগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা থেকে উত্তরণ এবং উদীয়মান প্রবণতাগুলির একটি আন্তর্জাতিক আলোকপাত উপস্থাপন করে। আমরা ২০১৮ সালের ৩ মে তারিখের বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসের সম্মানে এই বছরে হুমকি প্রাপ্ত অথবা নিহত সাংবাদিকদের প্রতি এই সংস্করণটি উৎসর্গ করেছি।

মাত্র কয়েক মাসের মধ্যেই ২০১৮ সাল নিজেকে সারাবিশ্বের সাংবাদিকদের জন্যে একটি কঠিন বছর প্রমাণিত করে ফেলেছে। বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসের মাত্র কয়েক দিন আগে আফগানিস্তানে দশজন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন যাদের মধ্যে ৯ জনই কাবুলের একটি আত্মঘাতী বোমা হামলায়  নিহত।

বিবিসি, এএফপি, মুক্ত ইউরোপ রেডিও এবং স্থানীয় সংবাদ প্রতিষ্ঠান টোলো নিউজ, ওয়ানটিভি, এবং মাশাল টিভির প্রতিবেদক ও আলোকচিত্রশিল্পী এই বিস্ফোরণে মারা গিয়েছে। একাধিক সংস্থা জানিয়েছে যে বোমা হামলাকারী নিজেকে সাংবাদিকদের মধ্যে মিশিয়ে ফেলে একজন প্রতিবেদক হওয়ার ভান করেছিল।

কাবুলে সংঘটিত সংঘর্ষের প্রতিবেদনকারী ঘনিষ্ঠ বৃত্তের  সাংবাদিক সহকর্মীদের সম্মান জানাতে আফগান সাংবাদিক তাহির কাদিরি আগামী মাসে বিয়ে করতে যাওয়া নিহত ক্যামেরাম্যান ইয়ার মোহাম্মদের রক্তাক্ত বাগদানের আংটির একটি ছবি টুইটারে প্রকাশ করেছেন।

 

পাকিস্তানে ১৯ এপ্রিল তারিখে দেশটির গণমাধ্যমের স্বাধীনতা হ্রাসের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ৮০ জনেরও বেশি মিডিয়া কর্মী এবং অধিকার সমর্থকেরা একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে। তারা গুরুত্বপূর্ণ সংবাদ নেটওয়ার্ক জিওএর উপর সাম্প্রতিক  নিষেধাজ্ঞা, , অনলাইন সংবাদ কাহিনীর উপর ক্রমবর্ধমান নজরদারী এবং সাংবাদিকদের বিশেষ করে “অধিকার আন্দোলন” এর খবর সংগ্রহকারী সাংবাদিকদের প্রাপ্ত হুমকিসমূহের উদাহরণ দিয়েছে।

“স্ব-নজরদারী বৃদ্ধি এবং বাস্তব সংবাদের পরিবর্তে ‘প্রদত্ত সংবাদ’ নিয়ে ক্রমবর্ধমান আলোচনা নাগরিকদের তথ্যের অধিকার লঙ্ঘন করছে,” বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

প্রচার মাধ্যমের অধিকার প্রচারকেরা বলছেন বিশেষভাবে রাজনৈতিক উত্তেজনার বিষয়গুলিকে ঘিরে গণমাধ্যমের প্রতিষ্ঠানগুলির কোমল নজরদারী ব্যাপকভাবে বিদ্যমান। সরকারী নজরদারী প্রতিষ্ঠানগুলির সম্ভাব্য চাপের মুখে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলি পাকিস্তানের কেন্দ্রশাসিত আদিবাসী এলাকায় পশতুন অধিকার আন্দোলনের গল্পগুলি সরিয়ে ফেলেছে

মে মাসের ৩ তারিখে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা জানানো  সাংবাদিকরা পুলিশী বাধার সম্মুখীন হয়েছে, যারা তাদেরকে সংসদ ভবনের দিকে এগিয়ে যেতে বাধা দিয়েছে। কেউ কেউ কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলেও অন্যেরা নীরবে প্রতিবাদ করেছে।

সম্প্রচারের পর ফিলিপিনো রেডিও সাংবাদিক গুলিতে নিহত

৩০ এপ্রিল তারিখ সকালে ফিলিপাইনের দুমাগুয়েতে শহরে রেডিও প্রতিবেদক এডমন্ড সেস্তোসো সকালের সম্প্রচার শেষে তার বাড়িতে ঢোকার সময় তার দিকে একজন বন্দুকধারী কয়েকবার গুলি করেছে। একজন টুকটুক (তিন-চাকা বিশিষ্ট গাড়ি) চালক তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বন্দুকধারী গুলি করে টায়ারগুলি ফাটিয়ে দেয়  তার টুকটুকের। ২ মে তারিখে বন্দুকের গুলির আঘাতজনিত কারণে সেস্তোসো মারা যায়। তার স্ত্রী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে সেস্তোসো নিহত হওয়ার আগে তার রেডিও প্রতিবেদনের বিষয়ে হুমকি পেয়েছিল।

স্লোভাক সাংবাদিক হত্যাকাণ্ড আজো অমীমাংসীত

স্লোভাক প্রধানমন্ত্রী পিটার পেলেগ্রিনির সাথে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে  জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল নব নির্বাচিত নেতাকে সাংবাদিক জ্যান কুচিয়াকের ২০১৮ সালের মার্চ মাসে হত্যাকাণ্ড সমাধানের আহ্বান জানিয়েছেন। বান্ধবী মার্টিন কাসিনিরোভাসহ এই সাংবাদিক ফেব্রুয়ারি মাসে নিহত হয়েছেন।

পুলিশ এবং কুচিয়াকের কাছের মানুষের সন্দেহ,  তার কাজের সঙ্গে তার মৃত্যুর সম্পর্ক রয়েছে। তার এখনো অপ্রকাশিত সবচেয়ে সাম্প্রতিক অনুসন্ধানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতারণা করতে পারে এই সন্দেহে পূর্ব স্লোভাকিয়ায় স্লোভাক সরকারের রাজনীতিবিদ এবং ইতালীয় মাফিয়াদের স্বার্থের সম্পর্ক খোঁজা হয়েছিল।

খুনের পর বেশ কয়েকদিন পরেই স্লোভাক পুলিশ ইতালীয় নাগরিক আন্তোনিও ভাদলা, ব্রুনো ভাদলা এবং পিয়েত্রো ক্যাত্রোপাকে  গ্রেপ্তারের পর ছেড়ে দিয়েছিল  যাদের সবাই বৃহদাকার ইতালীয় সংগঠিত অপরাধ গোষ্ঠী ন্দ্রাংঘেতা‘র সাথে যুক্ত  এবং কুচিয়াক মৃত্যুর পূর্বে তাদের  ব্যাপারেই তদন্ত করছিল। হত্যাটির তদন্তে আর কাউকেই গ্রেপ্তার করা হয়নি।

মিয়ানমারের বিচারক কারারুদ্ধ রয়টার্স সাংবাদিকদের পক্ষে নতুন সাক্ষ্য গ্রহণে রাজি

২ মে তারিখে মিয়ানমারে রয়টার্সের সাংবাদিক ওয়া লোন এবং কিও সো ওর বিরুদ্ধে মামলা পরিচালনাকারী বিচারক “ফাঁদের” অংশ হিসেবে পুলিশ সাংবাদিকদের গ্রেপ্তারের ঘটনা ঘটিয়েছে এমন দাবি করা একজন পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করতে রাজী হয়েছেন। দেশটির বেশিরভাগ সংগ্রামরত রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠী অধ্যুষিত রাখাইন রাজ্যে একটি গণকবর অনুসন্ধানের অল্প সময় পরেই এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওয়া লোন এবং কিউ সো ওকে মিয়ানমারের সরকারি গোপনীয়তা আইনে অভিযুক্ত করা হয়েছে এবং দোষী সাব্যস্ত  হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

‘সন্ত্রাসী সংগঠনকে সহায়তার’ অভিযোগে কুমহুরিয়েত সাংবাদিক

সরকারি আইনজীবীদের পরিচালিত একটি মামলায় তুর্কি দৈনিক সংবাদপত্র এবং ওয়েবসাইট কুমহুরিয়েত (প্রজাতন্ত্র)-এর সাংবাদিক ও অন্যান্য কর্মীদেরকে “সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা করা”র দায়ে অভিযুক্ত করেছে ইস্তানবুলের একটি আদালত। সংবাদপত্রটির কর্মচারীরা তুরস্কের নির্বাসিত ধর্মীয় নেতা  ফাতুল্লাহ গুলেন এবং কুর্দিস্তান শ্রমিক পার্টির অনুসরণ বা  তাদের অর্থায়ন করেছে বলে আইনজীবীরা দাবি করেছে। এই চৌদ্দজন গণমাধ্যমকর্মী এখন দুই থেকে সাত বছর কারাদণ্ডের সম্মুখীন।

সিপিজে: কাজ করতে গিয়ে এই বছর ১৮ জন সাংবাদিক নিহত

যুক্তরাষ্ট্র-ভিত্তিক মিডিয়া স্বাধীনতা গোষ্ঠী সাংবাদিক সুরক্ষা কমিটি হত্যাকাণ্ডগুলি, এদের উদ্দেশ্য এবং সাংবাদিকদের মৃত্যুর অন্যান্য প্রসঙ্গগত বিবরণের একটি সক্রিয় ডাটাবেস চালু রেখেছে। এভাবে ২০১৮ সালেই গোষ্ঠীটি চিহ্নিত করেছে  ১৮ টি হত্যাকাণ্ড, যার মধ্যে তারা একটি করে উদ্দেশ্য নিশ্চিত করতে সক্ষম হয়েছে।  তাদের মধ্যে রয়েছেন:

আফগানিস্তান: আব্দুল্লাহ হানানজাইআব্দুল মানান আর্ঘান্দআলি সালিমিগাজী রাসুলিমহররম দুররানিনওরোজ আলি রজবিসাবাউন কাকারসালিম তালাশশাহ মারাইইয়ার মোহাম্মাদ তোখি

ব্রাজিল: জেফারসন পুয়ের্জা লোপেজ

কলম্বিয়া: হুয়ান হ্যাভিয়ের অর্তেগা রেইয়েসপাউল রিভাস ব্রাভো

ভারত: নবীন নিশ্চলসন্দীপ শর্মা

মেক্সিকো: লিওবার্দো ভাস্কুয়েজ আতজিনলেসলি এ্যান পামেলা মন্টেনেগ্রো দেল রিয়াল

স্লোভাকিয়া: জান কুচিয়াক

গ্লোবাল ভয়েসেস কাজ করতে গিয়ে হুমকির সম্মুখীন সাংবাদিকদের এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছে। আমরা অনলাইন এবং অফলাইনের মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা প্রত্যাশী সকল মিডিয়া কর্মীদের প্রতি সংহতি জানাচ্ছি।

নতুন গবেষণা

 

নেট-নাগরিক প্রতিবেদনের গ্রাহক হোন

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .