অ্যাডভক্স নেট-নাগরিক প্রতিবেদন বিশ্বজুড়ে ইন্টারনেট অধিকারগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা থেকে উত্তরণ এবং উদীয়মান প্রবণতাগুলির একটি আন্তর্জাতিক আলোকপাত উপস্থাপন করে। আমরা ২০১৮ সালের ৩ মে তারিখের বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসের সম্মানে এই বছরে হুমকি প্রাপ্ত অথবা নিহত সাংবাদিকদের প্রতি এই সংস্করণটি উৎসর্গ করেছি।
মাত্র কয়েক মাসের মধ্যেই ২০১৮ সাল নিজেকে সারাবিশ্বের সাংবাদিকদের জন্যে একটি কঠিন বছর প্রমাণিত করে ফেলেছে। বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসের মাত্র কয়েক দিন আগে আফগানিস্তানে দশজন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন যাদের মধ্যে ৯ জনই কাবুলের একটি আত্মঘাতী বোমা হামলায় নিহত।
বিবিসি, এএফপি, মুক্ত ইউরোপ রেডিও এবং স্থানীয় সংবাদ প্রতিষ্ঠান টোলো নিউজ, ওয়ানটিভি, এবং মাশাল টিভির প্রতিবেদক ও আলোকচিত্রশিল্পী এই বিস্ফোরণে মারা গিয়েছে। একাধিক সংস্থা জানিয়েছে যে বোমা হামলাকারী নিজেকে সাংবাদিকদের মধ্যে মিশিয়ে ফেলে একজন প্রতিবেদক হওয়ার ভান করেছিল।
কাবুলে সংঘটিত সংঘর্ষের প্রতিবেদনকারী ঘনিষ্ঠ বৃত্তের সাংবাদিক সহকর্মীদের সম্মান জানাতে আফগান সাংবাদিক তাহির কাদিরি আগামী মাসে বিয়ে করতে যাওয়া নিহত ক্যামেরাম্যান ইয়ার মোহাম্মদের রক্তাক্ত বাগদানের আংটির একটি ছবি টুইটারে প্রকাশ করেছেন।
কিন্তু আংটিটি তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। এটি @টোলো_নিউজ এর ক্যামেরামান ইয়ার মোহাম্মদ, যিনি তার বাগদত্তাকে আগামী মাসে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলে, তার বাগদানের আংটি। আজ তিনি মৃতদের মধ্যে। pic.twitter.com/XLMkLUsqnf
— Tahir Qadiry (@tahirqadiry) April 30, 2018
পাকিস্তানে ১৯ এপ্রিল তারিখে দেশটির গণমাধ্যমের স্বাধীনতা হ্রাসের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ৮০ জনেরও বেশি মিডিয়া কর্মী এবং অধিকার সমর্থকেরা একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে। তারা গুরুত্বপূর্ণ সংবাদ নেটওয়ার্ক জিওএর উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞা, , অনলাইন সংবাদ কাহিনীর উপর ক্রমবর্ধমান নজরদারী এবং সাংবাদিকদের বিশেষ করে “অধিকার আন্দোলন” এর খবর সংগ্রহকারী সাংবাদিকদের প্রাপ্ত হুমকিসমূহের উদাহরণ দিয়েছে।
“স্ব-নজরদারী বৃদ্ধি এবং বাস্তব সংবাদের পরিবর্তে ‘প্রদত্ত সংবাদ’ নিয়ে ক্রমবর্ধমান আলোচনা নাগরিকদের তথ্যের অধিকার লঙ্ঘন করছে,” বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
প্রচার মাধ্যমের অধিকার প্রচারকেরা বলছেন বিশেষভাবে রাজনৈতিক উত্তেজনার বিষয়গুলিকে ঘিরে গণমাধ্যমের প্রতিষ্ঠানগুলির কোমল নজরদারী ব্যাপকভাবে বিদ্যমান। সরকারী নজরদারী প্রতিষ্ঠানগুলির সম্ভাব্য চাপের মুখে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলি পাকিস্তানের কেন্দ্রশাসিত আদিবাসী এলাকায় পশতুন অধিকার আন্দোলনের গল্পগুলি সরিয়ে ফেলেছে।
মে মাসের ৩ তারিখে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা জানানো সাংবাদিকরা পুলিশী বাধার সম্মুখীন হয়েছে, যারা তাদেরকে সংসদ ভবনের দিকে এগিয়ে যেতে বাধা দিয়েছে। কেউ কেউ কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলেও অন্যেরা নীরবে প্রতিবাদ করেছে।
সম্প্রচারের পর ফিলিপিনো রেডিও সাংবাদিক গুলিতে নিহত
৩০ এপ্রিল তারিখ সকালে ফিলিপাইনের দুমাগুয়েতে শহরে রেডিও প্রতিবেদক এডমন্ড সেস্তোসো সকালের সম্প্রচার শেষে তার বাড়িতে ঢোকার সময় তার দিকে একজন বন্দুকধারী কয়েকবার গুলি করেছে। একজন টুকটুক (তিন-চাকা বিশিষ্ট গাড়ি) চালক তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বন্দুকধারী গুলি করে টায়ারগুলি ফাটিয়ে দেয় তার টুকটুকের। ২ মে তারিখে বন্দুকের গুলির আঘাতজনিত কারণে সেস্তোসো মারা যায়। তার স্ত্রী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে সেস্তোসো নিহত হওয়ার আগে তার রেডিও প্রতিবেদনের বিষয়ে হুমকি পেয়েছিল।
স্লোভাক সাংবাদিক হত্যাকাণ্ড আজো অমীমাংসীত
স্লোভাক প্রধানমন্ত্রী পিটার পেলেগ্রিনির সাথে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল নব নির্বাচিত নেতাকে সাংবাদিক জ্যান কুচিয়াকের ২০১৮ সালের মার্চ মাসে হত্যাকাণ্ড সমাধানের আহ্বান জানিয়েছেন। বান্ধবী মার্টিন কাসিনিরোভাসহ এই সাংবাদিক ফেব্রুয়ারি মাসে নিহত হয়েছেন।
পুলিশ এবং কুচিয়াকের কাছের মানুষের সন্দেহ, তার কাজের সঙ্গে তার মৃত্যুর সম্পর্ক রয়েছে। তার এখনো অপ্রকাশিত সবচেয়ে সাম্প্রতিক অনুসন্ধানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতারণা করতে পারে এই সন্দেহে পূর্ব স্লোভাকিয়ায় স্লোভাক সরকারের রাজনীতিবিদ এবং ইতালীয় মাফিয়াদের স্বার্থের সম্পর্ক খোঁজা হয়েছিল।
খুনের পর বেশ কয়েকদিন পরেই স্লোভাক পুলিশ ইতালীয় নাগরিক আন্তোনিও ভাদলা, ব্রুনো ভাদলা এবং পিয়েত্রো ক্যাত্রোপাকে গ্রেপ্তারের পর ছেড়ে দিয়েছিল যাদের সবাই বৃহদাকার ইতালীয় সংগঠিত অপরাধ গোষ্ঠী ন্দ্রাংঘেতা‘র সাথে যুক্ত এবং কুচিয়াক মৃত্যুর পূর্বে তাদের ব্যাপারেই তদন্ত করছিল। হত্যাটির তদন্তে আর কাউকেই গ্রেপ্তার করা হয়নি।
মিয়ানমারের বিচারক কারারুদ্ধ রয়টার্স সাংবাদিকদের পক্ষে নতুন সাক্ষ্য গ্রহণে রাজি
২ মে তারিখে মিয়ানমারে রয়টার্সের সাংবাদিক ওয়া লোন এবং কিও সো ওর বিরুদ্ধে মামলা পরিচালনাকারী বিচারক “ফাঁদের” অংশ হিসেবে পুলিশ সাংবাদিকদের গ্রেপ্তারের ঘটনা ঘটিয়েছে এমন দাবি করা একজন পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করতে রাজী হয়েছেন। দেশটির বেশিরভাগ সংগ্রামরত রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠী অধ্যুষিত রাখাইন রাজ্যে একটি গণকবর অনুসন্ধানের অল্প সময় পরেই এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওয়া লোন এবং কিউ সো ওকে মিয়ানমারের সরকারি গোপনীয়তা আইনে অভিযুক্ত করা হয়েছে এবং দোষী সাব্যস্ত হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
‘সন্ত্রাসী সংগঠনকে সহায়তার’ অভিযোগে কুমহুরিয়েত সাংবাদিক
সরকারি আইনজীবীদের পরিচালিত একটি মামলায় তুর্কি দৈনিক সংবাদপত্র এবং ওয়েবসাইট কুমহুরিয়েত (প্রজাতন্ত্র)-এর সাংবাদিক ও অন্যান্য কর্মীদেরকে “সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা করা”র দায়ে অভিযুক্ত করেছে ইস্তানবুলের একটি আদালত। সংবাদপত্রটির কর্মচারীরা তুরস্কের নির্বাসিত ধর্মীয় নেতা ফাতুল্লাহ গুলেন এবং কুর্দিস্তান শ্রমিক পার্টির অনুসরণ বা তাদের অর্থায়ন করেছে বলে আইনজীবীরা দাবি করেছে। এই চৌদ্দজন গণমাধ্যমকর্মী এখন দুই থেকে সাত বছর কারাদণ্ডের সম্মুখীন।
সিপিজে: কাজ করতে গিয়ে এই বছর ১৮ জন সাংবাদিক নিহত
যুক্তরাষ্ট্র-ভিত্তিক মিডিয়া স্বাধীনতা গোষ্ঠী সাংবাদিক সুরক্ষা কমিটি হত্যাকাণ্ডগুলি, এদের উদ্দেশ্য এবং সাংবাদিকদের মৃত্যুর অন্যান্য প্রসঙ্গগত বিবরণের একটি সক্রিয় ডাটাবেস চালু রেখেছে। এভাবে ২০১৮ সালেই গোষ্ঠীটি চিহ্নিত করেছে ১৮ টি হত্যাকাণ্ড, যার মধ্যে তারা একটি করে উদ্দেশ্য নিশ্চিত করতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে রয়েছেন:
আফগানিস্তান: আব্দুল্লাহ হানানজাই, আব্দুল মানান আর্ঘান্দ, আলি সালিমি, গাজী রাসুলি, মহররম দুররানি, নওরোজ আলি রজবি, সাবাউন কাকার, সালিম তালাশ, শাহ মারাই, ইয়ার মোহাম্মাদ তোখি
ব্রাজিল: জেফারসন পুয়ের্জা লোপেজ
কলম্বিয়া: হুয়ান হ্যাভিয়ের অর্তেগা রেইয়েস, পাউল রিভাস ব্রাভো
ভারত: নবীন নিশ্চল, সন্দীপ শর্মা
মেক্সিকো: লিওবার্দো ভাস্কুয়েজ আতজিন, লেসলি এ্যান পামেলা মন্টেনেগ্রো দেল রিয়াল
স্লোভাকিয়া: জান কুচিয়াক
গ্লোবাল ভয়েসেস কাজ করতে গিয়ে হুমকির সম্মুখীন সাংবাদিকদের এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছে। আমরা অনলাইন এবং অফলাইনের মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা প্রত্যাশী সকল মিডিয়া কর্মীদের প্রতি সংহতি জানাচ্ছি।
নতুন গবেষণা
- Weaponising 280 characters: What 200,000 tweets and 4,000 bots tell us about state of Twitter in Sri Lanka (২৮০টি অক্ষর সশস্ত্রীকরণ: ২০০,০০০ টুইট এবং ৪,০০০ বট আমাদের শ্রীলংকার টুইটারের অবস্থা সম্পর্কে কী বলছে) – নীতি বিকল্প কেন্দ্র
- 2017 Internet Society Global Internet Report: Paths to Our Digital Future (ইন্টারনেট সমিতির বৈশ্বিক ইন্টারনেট প্রতিবেদন ২০১৭: আমাদের ডিজিটাল ভবিষ্যতের পথ) – ইন্টারনেট সমিতি
- Unshackling Expression: A study on laws criminalizing expression online in Asia (অভিব্যক্তির শৃঙ্খলমুক্তি: এশিয়াতে অনলাইন অভিব্যক্তিকে অপরাধমূলক করার আইনসমূহের একটি পাঠ) – প্রগতিশীল যোগাযোগের সমিতি
- Surrendering to Silence: An account of Self-censorship among Pakistani Journalists (নীরবতার কাছে আত্মসমর্পন: পাকিস্তানী সাংবাদিকদের আত্ম-নজরদারির একটি খতিয়ান) – ডিজিটাল অধিকার পর্যবেক্ষক
নেট-নাগরিক প্রতিবেদনের গ্রাহক হোন
এলেরি রবার্টস বিডল, রোহিত জ্যোতিষ, রেজওয়ান ইসলাম, ক্রিস রিকেল্টন, ইভান সিগাল, ফিলিপ এস্তোইয়ানভস্কি এবং সারাহ মায়ার্স ওয়েস্ট এই প্রতিবেদনে অবদান রেখেছেন।