
বাসেল খারতাবিল। ছবি জোই ইতোর তোলা। উইকিমিডিয়ার সৌজন্যে (সিসি বাই ২.০ লাইসেন্স)
আমরা আমাদের বন্ধু বাসেল খারতাবিলের মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি এবং তার শোক-সন্তপ্ত পরিবার, বন্ধু এবং যারা তাকে জানেন এবং ভালবাসেন তাদের কাছে আমাদের গভীরতম সমবেদনা পাঠাচ্ছি।
বাসেল খারতাবিল (ওরফে বাসেল সাফাদি) সিরিয়ার একজন প্রযুক্তিবিদ এবং ক্রিয়েটিভ কমন্স প্রচারক যিনি মোজিলা ফায়ারফক্স এবং উইকিপিডিয়া সহ বিভিন্ন ওপেন সোর্স প্রকল্পে সক্রিয় ছিলেন। তিনি বহু বছর ধরে সিরিয়ায় জনগণের কাছে অনলাইনে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং উন্মুক্ত জ্ঞান ছড়িয়ে দেবার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের অনেক সদস্যের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং আমাদের ২০০৯ সালের আরব ব্লগার মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন।
গত ২০১৫ সালের নভেম্বরে, বাসেলের স্ত্রী জানায় যে আসাদ সরকারের খুব কাছের কিছু লোক তার সাথে যোগাযোগ করেছেন গ্রেফতারকৃত বাসেল এর সংবাদ দেবার জন্যে। তারা নুরা গাজিকে জানিয়েছিলেন যে তার স্বামীকে মৃত্যুদণ্ডে দন্ডিত করা হয়েছে, কিন্তু অতিরিক্ত কোনও তথ্য জানাতে পারে নি। বাসেল এর অবস্থান এবং প্রকৃত অবস্থা এ পর্যন্ত অজানা ছিল। এবার নুরা সিরিয়ার কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছে যে ২০১৫ সালেই বাসেলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
এই পরিপ্রেক্ষিতে, আমরা উন্মুক্ত ওয়েব আন্দোলনের নেতা হিসেবে বাসেলের সমস্ত কাজকে সম্মান করি। এবং আমরা গত পাঁচ বছরে তার মুক্তির জন্য সুপারিশ করে যে সমস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান সোচ্চার হয়েছিলেন, তাদের প্রচেষ্টাকে সম্মান করি।
সিরিয়ার নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী ২০১১ সালে বাশার আল-আসাদের স্বৈরশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৫,০০০ এরও বেশি মানুষ গুম হয়ে গেছে।
শাসকগোষ্ঠী কর্তৃক গ্রেফতার করা বা জোরপূর্বক অন্তর্ধান করা হয়েছে এমন অনাবিষ্কৃত অনেক ক্ষেত্রেই সক্রিয় কর্মীরা অমানুষিক নির্যাতন, এমনকি গোপনে মৃত্যুদণ্ডের সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর ২০১৬ সালের তথ্য অনুযায়ী ২০১১ সাল থেকে কমপক্ষে ১৭,৭২৩ জিম্মি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুবরণ করেছে। এমন অনেক লোকের গল্প এখনো অজানা রয়ে গেছে।
বাসেল এর কাজ এবং জীবন সম্পর্কে জানতে পড়ুন:
- শিল্পী ও লেখকগণ গুম হয়ে যাওয়া সিরিয় প্রযুক্তিবিদ বাসেল সাফাদির কর্মকে উদযাপন করছে, জুন ২০১৭
- # ফ্রিবাসেল: এক বছরের চেয়ে বেশি সময় ধরে গুম হয়ে যাওয়া সিরিয় প্রযুক্তিবিদকে লোকে ভুলে যায়নি, অক্টোবর ২০১৬
- কারাবন্দী সিরীয়- ফিলিস্তিনি বাসেল খারতাবিলের উদ্দেশ্যে লেখা এক প্রেমপত্র, ফেব্রুয়ারি ২০১৫
- # ফ্রিবাসেল: সিরিয়ার প্রতিরোধ আন্দোলনের পর্দার আড়ালের ঘটনাগুলো, মার্চ ২০১৪
- # ফ্রিবাসেল: এক বছর পরে, সিরিয়ার অনলাইন অ্যাক্টিভিস্ট এখনো কারাগারে, মার্চ ২০১৩
- #ফাস্টফরবাসেলঃ সামরিক বিচারের মুখোমুখি সিরিয়ান নেট নাগরিকের জন্য প্রচারাভিযান শুরু, ডিসেম্বর ২০১২
- # ফ্রিবাসেল: অনলাইন অ্যাক্টিভিস্টরা গুরুতর হুমকির মুখে, ডিসেম্বর ২০১২