একটি হাস্যরসাত্মক হ্যাশট্যাগ #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম দক্ষিণ আফ্রিকায় চাউর হচ্ছে। এতে জনগণ তাদের বেড়ে ওঠার সময়ের অনেক মজার মজার এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসগুলো তারা প্রকাশ করতে শুরু করেছে।
এখানে এই হ্যাশট্যাগ দিয়ে যেসব টুইট প্রকাশিত হচ্ছে সেগুলোর মধ্য থেকে নির্বাচিত কয়েকটি রয়েছে।
“দেবতা”কে একটি কমলা খাওয়ার সময় খুব সতর্ক থাকতে হয়েছিল কারণ:
#ThingsIBelievedInAsAChild
If you swallow an orange seed, an orange tree starts growing in your stomach— Lord Divinity ? (@CAN_Divine) February 17, 2017
#শৈশবেআমিযাবিশ্বাসকরতাম আপনি একটি কমলার বীজ গিলে ফেললে আপনার পেটের মধ্যে একটা কমলা গাছ বড় হতে শুরু করবে। — দেবতা ?? (@কান_ডিভাইন)
“বিগ বস” বিশ্বাস করতেন শিস শুধু দিনের বেলায় বাজানো যাবে:
#ThingsIBelievedInAsAchild
Never whistle at night, it brings bad luck.— Big Boss (@Thee_Psychic) February 17, 2017
#শৈশবেআমিযাবিশ্বাসকরতাম রাতে কখনো শিস বাজাতে নেই, এটা দুর্ভাগ্য বয়ে আনে। — বিগ বস (@দি_সাইকিক)
লেভি মনে করতেন লাফালাফির সঙ্গে উচ্চতার সম্পর্ক বাঁধা রয়েছে:
If someone jumps a leg over you, you won't grow tall unless they unjump you ???#ThingsIBelievedInAsAChild
— Levi The-Truth (@Levi_Scary_T) February 17, 2017
কেউ আপনার পায়ের উপর দিয়ে লাফিয়ে গেলে তারা উলটা দিক থেকে আবার লাফিয়ে না দেয়া পর্যন্ত আপনি আর লম্বা হবেন না।??? #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম — লেভি দ্যা-ট্রুথ (@লেভি_স্ক্যারি_টি)
কিভাবে টিভি কাজ করে?:
#thingsibelievedinasachild people who are on TV are actually inside TV pic.twitter.com/vZeZb8drqo
— Oa Matatiele (@Paballo65M) February 17, 2017
#শৈশবেআমিযাবিশ্বাসকরতাম টিভিতে যাদের দেখা যাচ্ছে আসলে তারা টিভির ভিতরে আছে pic.twitter.com/vZeZb8drqo — ওয়া মাতাতিয়েলে (@Paballo65M)
আপনি যদি একটি লাশবাহী গাড়ি পাশ দিয়ে যেতে দেখেন:
#ThingsIBelievedInAsAChild that if you see this car, you must hold a hair strand till it passes by???or else pic.twitter.com/obL5MiW1Kr
— noluthando (@KgabuNoluthando) February 17, 2017
#শৈশবেআমিযাবিশ্বাসকরতাম আপনি এই গাড়ি দেখলে আপনাকে অবশ্যি একটি চুলের গোছা ধরে রাখতে হবে যতক্ষণ না এটা আপনাকে পেরিয়ে যায়???তা নাহলে pic.twitter.com/obL5MiW1Kr— নোলুথান্ডো (@কেহাবুনোলুথান্ডো)
আপনাকে যদি আপনার “রবিবারের সেরা” পরতে হয় তবে ভাল কথা, সেটা রবিবারেই পরুন:
I can only wear new clothes on a Sunday and not during the week #ThingsIBelievedInAsAchild
— Zinhle Mashiloane (@ZeeMach) February 17, 2017
আমি শুধু কোন এক রবিবারেই নতুন জামাকাপড় পরতে পারতাম এবং সপ্তাহের অন্যদিনে নয় #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম — জিনহ্লে মাশিলোয়ানে (@জিমাক)
@১রিয়েল_বিল বিশ্বাস করতেন:
#ThingsIBelievedInAsAchild
Was told albinos don't die but they just vanishTill now i haven't seen obituary of an albino ??
— KING SAVAGE (@1real_bill) February 17, 2017
#শৈশবেআমিযাবিশ্বাসকরতাম বলা হয়েছিল ধবলেরা মরে না তবে তারা শুধু হাওয়ায় মিলিয়ে যায়। এখন পর্যন্ত আমি কোন একজন ধবলের শোকসংবাদ দেখিনি?? — @১রিয়েল_বিল
একজন ব্যবহারকারী তার টুইটের সঙ্গে নিচের ছবিটি ভাগাভাগি করেছেন:
#ThingsIBelievedInAsAChild
Eating too much will make me fit & strong. pic.twitter.com/V21ZTXhNQL— ®Azee (@TheRealAzee_RSA) February 17, 2017
#শৈশবেআমিযাবিশ্বাসকরতাম
অনেক বেশি খেলে আমি শক্ত ও সমর্থ থাকবো। — ®আজি (@দিরিয়েলআজি_আরএসএ)
কী বলবেন বলেন?:
I genuinely believed that testicles were eggs#ThingsIBelievedInAsAChild
— Zanel Ndzume (@Zanel_zn6) February 17, 2017
আমি সত্যি সত্যি বিশ্বাস করতাম অণ্ডকোষগুলো আসলে ডিম #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম — খানেল জিউমা (@খানেল_যেডএন৬)
বাচ্চারা কোথা থেকে আসে?:
#ThingsIBelievedInAsAChild Babies were bought not born
— Luvuyo Mkonqo (@LMkonqo) February 17, 2017
#শৈশবেআমিযাবিশ্বাসকরতাম শিশুরা জন্ম নেয় না (তাদের) কিনে আনা হয়। — লিভইউ মকংকো (@এলমকংকো)
কিভাবে ফ্রিজের আলো নিজে নিজেই চালু হয়?:
That there was a tiny man that turned on the light in the fridge whenever i opened it. #ThingsIBelievedInAsAChild
— theREALone (@Babs_2by4) February 17, 2017
ওখানে একজন ছোট্ট মানুষ থাকে সে ফ্রিজের আলো চালু করে দিত যখন আমি সেটা খুলতাম। #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম — দিরিয়েলওয়ান (@ব্যাবস_টুবাইফোর)
আপনি কিভাবে ধনী লোক চিনবেন?:
#ThingsIBelievedInAsAChild if you had this at home, you were rich people?? pic.twitter.com/XPwHRsn1rY
— #See_Yowa_Life?? (@IraguhaHerbert) February 17, 2017
#শৈশবেআমিযাবিশ্বাসকরতাম আপনার যদি এটি বাড়িতে থাকে তাহলে আপনি ধনী মানুষ?? pic.twitter.com/XPwHRsn1rY— #সি_ইওয়া_লাইফ?? (@ইরাগুহার্বার্ট)
আপনি যদি আপনার সারাজীবন দাঁত ছাঁড়া না থাকতে চান তাহলে …:
After removing a tooth, if you don't throw it on the roof you'll never grow another one to replace it #ThingsIBelievedInAsAChild
— JoyLiladzani M (@Liladzani1) February 17, 2017
একটা দাঁত তোলার পর আপনি যদি আপনি এটা ছাদের উপর ছূঁড়ে না দিতে পারেন তাহলে প্রতিস্থাপন করার জন্যে আরেকটার জন্ম হবে না #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম — জয়লিলাদজানি এম (@লিলাদজানি১)
“দিয়াশ” ভাবতেন:
All toothpaste are called colgate
All bleach products are Jik
All soaps are either called Lux or Sunlight!
— #SayMyNameBaby (@DJASH_214) February 17, 2017
সব টুথপেষ্টের নামই কোলগেট
সব ব্লিচ (পরিষ্কার করার) পণ্যই জিক
সব সাবানই হয় লাক্স অথবা সানলাইট!
— #সেমাইনেমবেবি (@দিয়াশ_২১৪)
জিক, কোলগেট, লাক্স এবং সানলাইট সাব-সাহারা আফ্রিকাতে জনপ্রিয় পণ্য।
লাল (পোশাক) পরার আগে আবহাওয়ার প্রতিবেদনটি দেখে নিন:
#ThingsIBelievedInAsAChild don't wear red if there's a thunder storm … lightning might strike you real quick
— March 4th? (@Yazmiin_Yawlee) February 17, 2017
#শৈশবেআমিযাবিশ্বাসকরতাম বজ্রপাতের শব্দ শুনলে লাল পরবেন না একটি বজ্রধ্বনি ঝড়ের আছে কিনা … খুব দ্রুতই বজ্র আপনাকে আঘাত করতে পারে। — আইজি: এএমএস_ইয়াজলি (@ইয়াজমিন_ইয়লি)