দক্ষিণ আফ্রিকীয়দের শৈশবের মজার বিশ্বাসগুলো

বজ্র মাটিতে আঘাত করছে। আফ্রিকার কিছু কিছু শিশুদের বিশ্বাস করানো হয়েছে যে লাল কিছু পরে থাকলে বজ্র তাদের আঘাত করবে।  সৃজনশীল সাধারণ ছবি, উইকিপিডিয়া ব্যবহারকারী জেসি ইস্টল্যান্ডের তোলা।

একটি হাস্যরসাত্মক হ্যাশট্যাগ  #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম দক্ষিণ আফ্রিকায় চাউর হচ্ছে। এতে জনগণ তাদের বেড়ে ওঠার সময়ের অনেক মজার মজার এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসগুলো তারা প্রকাশ করতে শুরু করেছে।

এখানে এই হ্যাশট্যাগ দিয়ে যেসব টুইট প্রকাশিত হচ্ছে সেগুলোর মধ্য থেকে নির্বাচিত কয়েকটি রয়েছে।

“দেবতা”কে একটি কমলা খাওয়ার সময় খুব সতর্ক থাকতে হয়েছিল কারণ:

 #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম আপনি একটি কমলার বীজ গিলে ফেললে আপনার পেটের মধ্যে একটা কমলা গাছ বড় হতে শুরু করবে। — দেবতা ?? (@কান_ডিভাইন)

“বিগ বস” বিশ্বাস করতেন শিস শুধু দিনের বেলায় বাজানো যাবে:

 #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম রাতে কখনো শিস বাজাতে নেই, এটা দুর্ভাগ্য বয়ে আনে। — বিগ বস (@দি_সাইকিক)

লেভি মনে করতেন লাফালাফির সঙ্গে উচ্চতার সম্পর্ক বাঁধা রয়েছে:

কেউ আপনার পায়ের উপর দিয়ে লাফিয়ে গেলে তারা উলটা দিক থেকে আবার লাফিয়ে না দেয়া পর্যন্ত আপনি আর লম্বা হবেন না।???  #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম — লেভি দ্যা-ট্রুথ (@লেভি_স্ক্যারি_টি)

কিভাবে টিভি কাজ করে?:

 #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম টিভিতে যাদের দেখা যাচ্ছে আসলে তারা টিভির ভিতরে আছে pic.twitter.com/vZeZb8drqo — ওয়া মাতাতিয়েলে (@Paballo65M)

আপনি যদি একটি লাশবাহী গাড়ি পাশ দিয়ে যেতে দেখেন:

 #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম আপনি এই গাড়ি দেখলে আপনাকে অবশ্যি একটি চুলের গোছা ধরে রাখতে হবে যতক্ষণ না এটা আপনাকে পেরিয়ে যায়???তা নাহলে pic.twitter.com/obL5MiW1Kr— নোলুথান্ডো (@কেহাবুনোলুথান্ডো)

আপনাকে যদি আপনার “রবিবারের সেরা” পরতে হয় তবে ভাল কথা, সেটা রবিবারেই পরুন:

আমি শুধু কোন এক রবিবারেই নতুন জামাকাপড় পরতে পারতাম এবং সপ্তাহের অন্যদিনে নয়  #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম — জিনহ্লে মাশিলোয়ানে (@জিমাক)

@১রিয়েল_বিল বিশ্বাস করতেন:

 #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম বলা হয়েছিল ধবলেরা মরে না তবে তারা শুধু হাওয়ায় মিলিয়ে যায়। এখন পর্যন্ত আমি কোন একজন ধবলের শোকসংবাদ দেখিনি?? — @১রিয়েল_বিল

একজন ব্যবহারকারী তার টুইটের সঙ্গে নিচের ছবিটি ভাগাভাগি করেছেন:

 #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম
অনেক বেশি খেলে আমি শক্ত ও সমর্থ থাকবো। — ®আজি (@দিরিয়েলআজি_আরএসএ)

কী বলবেন বলেন?:

আমি সত্যি সত্যি বিশ্বাস করতাম অণ্ডকোষগুলো আসলে ডিম  #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম — খানেল জিউমা (@খানেল_যেডএন৬)

বাচ্চারা কোথা থেকে আসে?:

 #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম শিশুরা জন্ম নেয় না (তাদের) কিনে আনা হয়। — লিভইউ মকংকো (@এলমকংকো)

কিভাবে ফ্রিজের আলো নিজে নিজেই চালু হয়?:

ওখানে একজন ছোট্ট মানুষ থাকে সে ফ্রিজের আলো চালু করে দিত যখন আমি সেটা খুলতাম।  #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম — দিরিয়েলওয়ান (@ব্যাবস_টুবাইফোর)

আপনি কিভাবে ধনী লোক চিনবেন?:

 #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম আপনার যদি এটি বাড়িতে থাকে তাহলে আপনি ধনী মানুষ?? pic.twitter.com/XPwHRsn1rY— #সি_ইওয়া_লাইফ?? (@ইরাগুহার্বার্ট)

আপনি যদি আপনার সারাজীবন দাঁত ছাঁড়া না থাকতে চান তাহলে …:

একটা দাঁত তোলার পর আপনি যদি আপনি এটা ছাদের উপর ছূঁড়ে না দিতে পারেন তাহলে প্রতিস্থাপন করার জন্যে আরেকটার জন্ম হবে না  #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম — জয়লিলাদজানি এম (@লিলাদজানি১)

“দিয়াশ” ভাবতেন:

 #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম

সব টুথপেষ্টের নামই কোলগেট

সব ব্লিচ (পরিষ্কার করার) পণ্যই জিক

সব সাবানই হয় লাক্স অথবা সানলাইট!

— #সেমাইনেমবেবি (@দিয়াশ_২১৪)

জিক, কোলগেট, লাক্স এবং সানলাইট সাব-সাহারা আফ্রিকাতে জনপ্রিয় পণ্য।

লাল (পোশাক) পরার আগে আবহাওয়ার প্রতিবেদনটি দেখে নিন:

 #শৈশবেআমিযাবিশ্বাসকরতাম বজ্রপাতের শব্দ শুনলে লাল পরবেন না একটি বজ্রধ্বনি ঝড়ের আছে কিনা … খুব দ্রুতই বজ্র আপনাকে আঘাত করতে পারে। — আইজি: এএমএস_ইয়াজলি (@ইয়াজমিন_ইয়লি)

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .