দেশে ক্রমবর্ধমান ‘সহিংসতার সংস্কৃতি'র প্রতিবাদে ক্যাথলিক চার্চ আয়োজিত ‘জীবনের জন্যে হাঁটা’ অনুষ্ঠানে হাজার হাজার ফিলিপিনো যোগদান করেছে।
কর্মকাণ্ডটির লক্ষ্য ছিল মৃত্যুদণ্ড আইনের প্রস্তাবিত পুণ:প্রচলন, প্রজনন স্বাস্থ্য আইন বাস্তবায়ন, অপরাধমূলক দায়িত্বে ন্যূনতম বয়স কমানোর প্রস্তাব এবং অব্যাহত মাদক সংক্রান্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা।
ফিলিপাইন একটি ক্যাথলিক অধ্যুষিত দেশ। ক্যাথলিক বিশপ দেশটির রাজনীতিতে বেশ শক্তিশালী প্রভাব রাখেন।
অনেক বিশ্লেষক ‘জীবনের জন্যে হাঁটা’-কে সরকারের রক্তাক্ত ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এর বিরুদ্ধে প্রথম বড় ধরনের প্রতিবাদ হিসেবে দেখছে। এই লেখাটির হিসেব মতে, প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে সরকারের অবৈধ মাদকের বিরুদ্ধে আক্রমনাত্মক অভিযান শুরু করার পর গত সাত মাসে ৭,০০০ জনকে হত্যা করা হয়েছে। পুলিশ এবং অন্যান্য রাষ্ট্রীয় বাহিনী শহুরে দরিদ্র সম্প্রদায়ের মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটনের দায়ে অভিযুক্ত।
আয়োজকদের মতে ২০,০০০-এর বেশি লোক ম্যানিলায় অবস্থিত দেশের প্রধান জাতীয় পার্কে ‘জীবনের জন্যে হাঁটা’-তে অংশগ্রহণ করেছে। লুজনের অন্তত: ২১টি ক্যাথলিক বিশপের এলাকা এবং অন্যান্য খ্রীষ্টান গির্জা থেকে এই লোকজন এসেছিল। পুলিশ দাবি করেছে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সংখ্যা প্রায় ১০,০০০। অন্যান্য প্রদেশের ‘জীবনের জন্যে হাঁটা’ আয়োজনগুলো অন্তর্ভুক্ত করা হলে সংখ্যাটি আরো বেশি হতে পারে।
ইভেন্টটিতে যোগ দেয়া ম্যানিলার কার্ডিনাল লুইস আন্তোনিও ট্যাগল বিশ্বাসীদের প্রতি জীবনকে সমুন্নত রাখার জোরালো আহবান জানিয়েছেন:
আমরা যেন জীবনের জন্যে হাঁটা বন্ধ না করি। আমাদের প্রতিদিন এটা করা উচিত। প্রতিদিন আমরা যদি জীবনের জন্যে না হাঁটি তবে (ভাল) কিছুই ঘটবে না।
অহিংসার মানে এই নয় যে এটা পরোক্ষ। (বরং) প্রত্যক্ষ। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা আরো সহিংসতা দিয়ে সহিংসতা বন্ধ করতে পারি না। সহিংসতার প্রতিক্রিয়া সহিংসতা হলে তো আমরা সহিংসতা দ্বিগুণ করছি। আমাদের সহিংসতা দ্বিগুণ বা প্রচার করা উচিত নয়। অহিংসা দিয়ে আমাদের এর সঙ্গে মানিয়ে চলতে হবে।
নিচে ভোর ৪:০০ টার সময় শুরুর পর থেকে চার ঘণ্টাব্যাপী এই সমাবেশের কিছু চিত্র।
Snapshots of the crowd at Quirino Grandstand as sun rises. @Team_Inquirer pic.twitter.com/0g1FXlVVzv
— Julie M. Aurelio (@JMAurelioINQ) February 17, 2017
সূর্য ওঠার পর কুইরিনো গ্র্যান্ডস্ট্যান্ড-এ ভিড়ের কিছু ছবি।
Cleanse, reform and enforce rules.#NoToDeathPenalty #WalkForLifePH pic.twitter.com/p5quznAlVJ
— CBCPNews (@cbcpnews) February 17, 2017
পরিষ্কার, সংস্কার ও প্রয়োগ কর। #মৃত্যুদণ্ডেরজন্যেনা#জীবনেরজন্যেহাঁটা
#WalkForLifePH We are against extrajudicial killings, reimposition of death penalty, sexism, lowering of MACR, corruption under DU30 regime. pic.twitter.com/VUTWSPxzdU
— Hon Ms Asia Pacific (@Ms_Asia_Pacific) February 17, 2017
#জীবনেরজন্যেহাঁটাপিএইচ আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মৃত্যুদণ্ডাদেশ পুণ:প্রচলন, যৌনসন্ত্রাস, অপরাধমূলক দায়িত্বের ন্যূনতম বয়স কমানো, ডিইউ৩০ শাসনামলে দুর্নীতির বিরুদ্ধে।
Good morning from #WalkForLifePH! ❤ pic.twitter.com/r4ILmIuUUu
— Diane (@mrydeyen) February 17, 2017
#জীবনেরজন্যেহাঁটাপিএইচ! থেকে শুভ সকাল! ❤ ব্যানারে লেখা ফিলিপিনো ‘হুয়াং ক্যাং পাপাতায়’ শব্দগুলোর মানে হলো ‘মেরো না’