জীবনের জন্যে হাঁটা: ফিলিপাইনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মৃত্যুদণ্ডের প্রতিবাদ

ম্যানিলার লুনেটা পার্কে ‘জীবনের জন্যে হাঁটা’ চার ঘন্টা দীর্ঘস্থা ধরে চলেছে। সিবিসিপি নিউজের ফেসবুক পাতা থেকে নেয়া ছবি।

দেশে ক্রমবর্ধমান ‘সহিংসতার সংস্কৃতি'র প্রতিবাদে ক্যাথলিক চার্চ আয়োজিত ‘জীবনের জন্যে হাঁটা’ অনুষ্ঠানে হাজার হাজার ফিলিপিনো যোগদান করেছে।

কর্মকাণ্ডটির লক্ষ্য ছিল মৃত্যুদণ্ড আইনের প্রস্তাবিত পুণ:প্রচলন, প্রজনন স্বাস্থ্য আইন বাস্তবায়ন, অপরাধমূলক দায়িত্বে ন্যূনতম বয়স কমানোর প্রস্তাব এবং অব্যাহত মাদক সংক্রান্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা।

ফিলিপাইন একটি ক্যাথলিক অধ্যুষিত দেশ। ক্যাথলিক বিশপ দেশটির রাজনীতিতে বেশ শক্তিশালী প্রভাব রাখেন।

অনেক বিশ্লেষক ‘জীবনের জন্যে হাঁটা’-কে সরকারের রক্তাক্ত ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এর বিরুদ্ধে প্রথম বড় ধরনের প্রতিবাদ হিসেবে দেখছে। এই লেখাটির হিসেব মতে, প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে সরকারের  অবৈধ মাদকের বিরুদ্ধে আক্রমনাত্মক অভিযান শুরু করার  পর গত সাত মাসে ৭,০০০ জনকে হত্যা করা হয়েছে। পুলিশ এবং অন্যান্য রাষ্ট্রীয় বাহিনী শহুরে দরিদ্র সম্প্রদায়ের মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটনের দায়ে অভিযুক্ত।

আয়োজকদের মতে ২০,০০০-এর বেশি লোক ম্যানিলায় অবস্থিত দেশের প্রধান জাতীয় পার্কে ‘জীবনের জন্যে হাঁটা’-তে অংশগ্রহণ করেছে। লুজনের অন্তত: ২১টি ক্যাথলিক বিশপের এলাকা এবং অন্যান্য খ্রীষ্টান গির্জা থেকে এই লোকজন এসেছিল। পুলিশ দাবি করেছে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সংখ্যা প্রায় ১০,০০০। অন্যান্য প্রদেশের ‘জীবনের জন্যে হাঁটা’ আয়োজনগুলো অন্তর্ভুক্ত করা হলে সংখ্যাটি আরো  বেশি  হতে পারে।

ইভেন্টটিতে যোগ দেয়া ম্যানিলার কার্ডিনাল লুইস আন্তোনিও ট্যাগল বিশ্বাসীদের প্রতি জীবনকে সমুন্নত রাখার জোরালো আহবান জানিয়েছেন:

আমরা যেন জীবনের জন্যে হাঁটা বন্ধ না করি। আমাদের প্রতিদিন এটা করা উচিত। প্রতিদিন আমরা যদি জীবনের জন্যে না হাঁটি তবে (ভাল) কিছুই ঘটবে না।

অহিংসার মানে এই নয় যে এটা পরোক্ষ। (বরং) প্রত্যক্ষ। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা আরো সহিংসতা দিয়ে সহিংসতা বন্ধ করতে পারি না। সহিংসতার প্রতিক্রিয়া সহিংসতা হলে তো আমরা সহিংসতা দ্বিগুণ করছি। আমাদের  সহিংসতা দ্বিগুণ বা প্রচার করা উচিত নয়। অহিংসা দিয়ে আমাদের এর সঙ্গে মানিয়ে চলতে হবে।

নিচে ভোর ৪:০০ টার সময় শুরুর পর থেকে চার ঘণ্টাব্যাপী এই সমাবেশের কিছু চিত্র।

সূর্য ওঠার পর কুইরিনো গ্র্যান্ডস্ট্যান্ড-এ ভিড়ের কিছু ছবি।

পরিষ্কার, সংস্কার ও প্রয়োগ কর। #মৃত্যুদণ্ডেরজন্যেনা#জীবনেরজন্যেহাঁটা

সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে মাদক সংক্রান্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকারদের আত্মীয়-স্বজন। ক্যাথি ইয়ামযন এর সৌজন্যে

শিশু অধিকার সমর্থনকারীরাও সরকারের প্রস্তাবিত অপরাধমূলক দায়িত্বের ন্যূনতম বয়স কমানোর প্রতিবাদে ‘জীবনের জন্যে হাঁটা’-তে যোগদান করেছে। ছবি, অ্যালান ল্যাকোন-এর ফেসবুক পাতা থেকে

#জীবনেরজন্যেহাঁটাপিএইচ  আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মৃত্যুদণ্ডাদেশ পুণ:প্রচলন, যৌনসন্ত্রাস, অপরাধমূলক দায়িত্বের ন্যূনতম বয়স কমানো, ডিইউ৩০ শাসনামলে দুর্নীতির বিরুদ্ধে।

#জীবনেরজন্যেহাঁটাপিএইচ! থেকে শুভ সকাল! ❤ ব্যানারে লেখা ফিলিপিনো ‘হুয়াং ক্যাং পাপাতায়’ শব্দগুলোর মানে হলো ‘মেরো না’

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .