নিউইয়র্ক ভিত্তিক মেট্রোপলিটন শিল্পকলা জাদুঘরের সংগ্রহে এখন অবাধ ব্যবহারের জন্যে ৩,০০,০০০-এর বেশি শিল্পকর্ম এবং সাংস্কৃতিক হস্ত নির্মিত নিদর্শনের ছবি পাওয়া যাচ্ছে।
বৃহত্তর শ্রোতামণ্ডলীর কাছে পৌঁছানোর জন্যে জাদুঘরটির কৌশল-এর অংশ হিসেবে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারিতে মেট-এর এই মুক্ত প্রবেশাধিকার নীতি ঘোষণা করা হয়েছে:
সত্যি সত্যিই সারাবিশ্বের তিনশত কোটি ইন্টারনেটের সাথে আন্ত:সংযুক্ত ব্যক্তিমানুষ আমাদের শ্রোতা হওয়ার কারণে আমাদের এসব দর্শকদের কাছে পৌঁছানো নিয়ে বড় চিন্তা করতে এবং সর্বাধিক প্রভাব সৃষ্টিকারী ডিজিটাল কৌশলগুলোর প্রতি মনযোগ বাড়াতে হবে। মুক্ত প্রবেশাধিকার হলো এসব কৌশলের একটি।
দক্ষিণ-পূর্ব এশিয়া সম্পর্কিত মেট-এর পাবলিক ডোমেইন সংগ্রহ খূঁজে আমরা ইন্দোনেশিয়ার ১,০২৩টি, থাইল্যান্ডের ৩৯৭টি এবং মিয়ানমারের ২৫টি শিল্পকর্মের ছবি পেয়েছি।
এসব সম্পদ শুধু পণ্ডিতদের নয় ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত জ্ঞানকে প্রসারিত করতে চাওয়া সাধারণ জনগণের জন্যেও গুরুত্বপূর্ণ। মেট-এর দক্ষিণপূর্ব এশিয়া সংক্রান্ত বেশিরভাগ ছবি অঞ্চলটির বৈচিত্র্যময় ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় আচার এবং অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে আকর্ষণীয় তথ্য প্রদান করে।
নিচে মেট-এর পাবলিক ডোমেইনের সংগ্রহ থেকে অবাধে ডাউনলোড করার মতো কিছু ছবি দেয়া হলো।