মেট জাদুঘরের পাবলিক ডোমেইনে দক্ষিণ-পূর্ব এশীয় হস্ত-নির্মিত নিদর্শন

গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ – স্বর্ণ, বার্ণিশ এবং রৌপ্য নির্মিত, ১৮শ শতক।  থাইল্যান্ড। সিসিও ১.০

নিউইয়র্ক ভিত্তিক মেট্রোপলিটন শিল্পকলা জাদুঘরের সংগ্রহে এখন অবাধ ব্যবহারের জন্যে ৩,০০,০০০-এর বেশি শিল্পকর্ম এবং সাংস্কৃতিক হস্ত নির্মিত নিদর্শনের ছবি পাওয়া যাচ্ছে

বৃহত্তর শ্রোতামণ্ডলীর কাছে পৌঁছানোর জন্যে জাদুঘরটির কৌশল-এর অংশ হিসেবে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারিতে মেট-এর এই মুক্ত প্রবেশাধিকার নীতি ঘোষণা করা হয়েছে:

সত্যি সত্যিই সারাবিশ্বের তিনশত কোটি ইন্টারনেটের সাথে আন্ত:সংযুক্ত ব্যক্তিমানুষ আমাদের শ্রোতা হওয়ার কারণে আমাদের এসব দর্শকদের কাছে পৌঁছানো নিয়ে বড় চিন্তা করতে এবং সর্বাধিক প্রভাব সৃষ্টিকারী ডিজিটাল কৌশলগুলোর প্রতি মনযোগ বাড়াতে হবে। মুক্ত প্রবেশাধিকার হলো এসব কৌশলের একটি।

দক্ষিণ-পূর্ব এশিয়া সম্পর্কিত মেট-এর পাবলিক ডোমেইন সংগ্রহ  খূঁজে আমরা ইন্দোনেশিয়ার ১,০২৩টি, থাইল্যান্ডের ৩৯৭টি এবং মিয়ানমারের ২৫টি শিল্পকর্মের ছবি পেয়েছি।

এসব সম্পদ শুধু পণ্ডিতদের নয় ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত জ্ঞানকে প্রসারিত করতে চাওয়া সাধারণ জনগণের জন্যেও গুরুত্বপূর্ণ। মেট-এর দক্ষিণপূর্ব এশিয়া সংক্রান্ত বেশিরভাগ ছবি অঞ্চলটির বৈচিত্র্যময় ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় আচার এবং অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে আকর্ষণীয় তথ্য প্রদান করে।

নিচে মেট-এর পাবলিক ডোমেইনের সংগ্রহ থেকে অবাধে ডাউনলোড করার মতো কিছু ছবি দেয়া হলো।

ইন্দোনেশিয়া

স্থানান্তরযোগ্য লেখার সরঞ্জামাদি – হাঙরের চামড়া ও হাতির দাঁত নির্মিত, ১৯শ শতক। সিসিও ১.০

ডলফিনের সঙ্গে গরুড় – সোনার গয়না, ১৮শ শতক। সিসিও ১.০

একটি কালা মস্তকের আকারে ঘণ্টার টুকরো – ব্রোঞ্জের ধাতবকর্ম, ১২শ শতক। সিসিও ১.০

মায়ানমার

মুকুট পরিহিত এবং রত্নখচিত দণ্ডায়মান গৌতম বুদ্ধ – লাল বার্ণিশ, গেসো এবং সোনার পাত দেয়া কাঠ, ১২শ শতক। সিসিও ১.০

জোড়া-পদ্মের উপর উপবিষ্ট বুদ্ধ – রূপা ও তামা খচিত ব্রোঞ্জ, ১১শ শতক। সিসিও ১.০

বর্মী দাবার সেট, ১৮শ শতক। সিসিও ১.০

থাইল্যান্ড

তিন মাথাওয়ালা সাপ বিশিষ্ট ব্রেসলেট – সোনার গয়না, ১৫শ শতক। সিসিও ১.০

হিবজ্রের মস্তক এবং নৃত্যরত চার যোগিনী, ১২শ শতক। সিসিও ১.০

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .