
উৎস:ক্রেমলিন.আরইউ
সেপ্টেম্বর মাসে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ইলমেন হ্রদ ভ্রমণে গিয়েছিলেন। হ্রদটি মস্কো থেকে ৫০০ কি:মি: উত্তর-পশ্চিমে নভগরদ ওবলাস্ট অঞ্চলে অবস্থিত। সেখানে ‘কাকতালীয়ভাবে’ একদল স্থানীয় জেলের সঙ্গে তাঁদের দেখা হয় এবং তাঁরা জেলেদের রান্না করা স্যুপ গ্রহণ করেন। সুপরিকল্পিত এই সফরটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়- যার উদ্দেশ্য ছিল পুতিন ও মেদভেদেভ-এর সঙ্গে রাশিয়ার আমজনতার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিকে উজ্জ্বল করে দেখানো।
আরইউ.নেট ব্যবহারকারীরা পুতিন এবং মেদভেদেভ-এর সাথে স্থানীয় জেলেদের সাথে তাদের প্রাত্যহিক কর্মস্থলে দেখা হবার বিষয়টিকে
Когда забыли поменять декорации pic.twitter.com/d8QhULZl69
— Сталингулаг (@StalinGulag) January 7, 2017
যখন তারা সাজগোজ পাল্টাতে ভুলে যায়
Вот так выглядят рыбаки с озера Ильмень, пока они случайно не повстречают президента… pic.twitter.com/QXN3kWU7dY
— Доктор Хаос (@leib_medic) January 7, 2017
রাষ্ট্রপতি সফরে না এলে ইলমেন হ্রদের জেলেদের প্রকৃতপক্ষে যেমনটা দেখায় ।
Есть такая профессия – рыбаки Путина.
— Мысли Перзидента (@VVP2_0) January 8, 2017
এ এক ধরনের প্রদর্শনী- পুতিনের জেলে
ব্লগার রুস্তেম আদাগামভসহ অনেকেই মনে করে- এটা কোনো বড় ব্যাপার না।
А объясните в чем тут подвох? Путин приехал к тем же рыбакам, с которыми встречался в сентябре на Ильмене. И чё? pic.twitter.com/7HdE7STKBF
— Рустем Адагамов (@adagamov) January 7, 2017
আমাকে বোঝাও, কী ধরেছো। সেপ্টেম্বরে ইলমেন হ্রদে যে জেলেদের সাথে পুতিনের দেখা হয়েছিল তারা যদি পুতিনের সঙ্গে আবার দেখা করতে আসে তাতে অসুবিধা কোথায়?
অনেক আরইউ.নেট ব্যবহারকারী সুনির্দিষ্ট করে বলেছে পুতিনের পিছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ফেডারেল প্রতিরক্ষামূলক পরিষেবার (এফএসও) কর্মকর্তা। এদের সরকারি দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও অন্যান্য কর্মকর্তাদের নিরাপত্তা প্রদান করা।
Особенности национальной рыбалки pic.twitter.com/uOql0uENyJ
— Усы Пескова (@Sandy_mustache) January 7, 2017
জাতির উদ্ভট মৎস্যজীবী
Особенности национальной рыбалки -2 pic.twitter.com/p6klRbcZfK
— Усы Пескова (@Sandy_mustache) January 7, 2017
জাতির উদ্ভট মৎস্যজীবী ২.
Офицер ФСО видит офицера ФСО издалека.
Без офицера ФСО не выловишь и рыбку из пруда— Рогозин-на-орбите (@LyapunovS) January 7, 2017
একজন এফএসও কর্মকর্তা আর একজন এফএসও কর্মকর্তাকে দূর থেকে চিনতে পারে। আপনি একটি পুকুরেও মাছ ধরতে পারবেন না, একজন এফএসও কর্মকর্তা ছাড়া।
ব্লগার লিওনিদ ভলকভ উপসংহারে বলেছেন- এই মৎস্যজীবীরা আসলে নভগরদ অঞ্চলের কর্মী। ৭ জানুয়ারি বিকেলে নিজ ফেসবুক পেজে ভলকভ লিখেছেন উভয় ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি হলেন ল্যারিসা স্যারগুকিনা। তিনি নভগরদ অঞ্চলের একজন উদ্যোক্তা এবং কর্মী। বড়দিন উদযাপনের প্রতিলিখন দেখায় যে, অনুষ্ঠানের অনেকটা সময় পুতিন তার সাথে কথা বলে কাটিয়েছেন।
এই পোস্টটি হালনাগাদ করা হয়েছে।