আজ #অনুদানমঙ্গলবার – গ্লোবাল ভয়েসেস কে অনুদান দিন

GV_GivingTuesday2

আজ #অনুদানমঙ্গলবার। দিনটি বিশ্ববাসীর সকল ধরণের দানশীলতার প্রতি উৎসর্গ করা হয়। আর আমরা আশা করছি যে গ্লোবাল ভয়েসেস অন্যতম একটি সংস্থা যার কাজগুলোকে আপনারা অনুদান দিয়ে সমর্থন জানাবেন।

এ বছর সমগ্র বিশ্ব জুড়ে যে পরিবর্তনগুলো ঘটেছে তা জনগণ এবং সম্প্রদায়গুলোর মাঝে সমঝোতার সেতু গঠনের কাজ, মৌলিক অধিকারকে সুরক্ষিত করার কাজকে দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দিচ্ছে। কেননা এই কাজগুলো কখনই করা হয়নি।

আমাদের চারদিকের গল্পগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করে এবং বিভিন্ন সংস্কৃতি, ভাষা এবং মত পার্থক্যের ভেতর গভীর সংযোগ নির্মাণ করার মাধ্যমে গ্লোবাল ভয়েসেসে আমরা একটি শক্তিশালী এবং সহানুভূতিশীল একটি সম্প্রদায় গঠন করেছি।

একটি বৈশ্বিক পরিবেশে কি করে একতার সাথে বসবাস করা যায় তা জনগণ বুঝতে চায়। আর তাই আমাদের অভিজ্ঞতা এবং পারদর্শিতা ভাগ করে নেয়া, আনুপাতিক হারে বাড়ান আমাদের লক্ষ্যের আরও গুরুত্বপূর্ণ একটি অংশে পরিণত হয়েছে।

আর তাই এই সেতু বন্ধনের কাজ চালিয়ে যেতে, আমাদের বিশ্বকে কিছুটা কম অতিথিপরায়ণ একটি জায়গা করে তুলতে যে সব ঘৃণা ও অসহিষ্ণুতামূলক কাজ হুমকি স্বরূপ কাজ করে সেগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আমাদের সাহায্য করতে এই #অনুদানমঙ্গলবারে দয়া করে অনুদান দিন

GT_logo2013-final1-1024x85

Donate now »

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .