হংকং-এর হাউজিং মার্কেট এর চোখে, আমরা সকলে কেবল এক সার্ডিন মাছ

sardines

হংকং-এ, আমরা সকলে সার্ডিন মাছ, ইলাস্ট্রেশন করেছেন ডিসিউলনিস্ট (সিসি বাই-এনডি ৪.০)

গাদাগাদি করে বসবাসের পরিবেশের জন্য এবং উচ্চ মূল্যের ঘর ভাড়ার কারণে হংকং –এর দারুণ দুর্নাম রয়েছে। বিভিন্ন প্রজন্মের গৃহায়ন নীতি এই প্রতিশ্রুতি প্রদান করেছে যে এখানে জীবন যাপনের মানের উন্নয়ন ঘটানো হবে, কিন্তু এখনো তা বাস্তবে প্রয়োগ করা হয়নি। বিগত কয়েক দশকে দেখা গেছে যে শহরের এপার্টমেন্টগুলো আকারে আরো ছোট ও ভীষণ ব্যয়বহুল হয়ে গিয়েছে।

খাঁচার মত গৃহ, চৌকো করে বানানো ঘর, অথবা বোর্ড দিয়ে ঘরের মাঝখানে আরেকটি থাকার জায়গা তৈরি করা, এবং এই রকম কিছু ঘর, এ সব থাকার স্থান ছিল সর্বশেষ জায়গা, যেখানে এক সময় শহরের সবচেয়ে যারা দরিদ্র লোকেরা বাস করত। কিন্তু বর্তমানে এমনকি বিলাস বহুল গৃহায়ন বাজারের ক্ষেত্রে চৌকো আকারের ছোট্ট একটা স্থান বসবাসের ক্ষেত্রে প্যাকেজ হিসেবে প্রদান করা হচ্ছে, যখন নাগরিকেরা এই ধরণের চাপ গ্রহণের ক্ষেত্রে অনেক বেশী অসংবেদনশীল এবং এমনকি সামর্থ্যে কুলায় না এমন দামে আরো দমবদ্ধ জীবন গ্রহণ করছে।

যে ধরণের গৃহ আমরা বাস করি না কেন, হংকং-এ আমরা সবাই নিছক এক সার্ডিন মাছ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .