দক্ষিণ আফ্রিকার গ্রামের স্কেটার বালকেরা ‘হাজার পাহাড়ের দেশের’ অংশবিশেষ তুলে ধরলো

A screenshot of the documentary "Valley of a Thousand Hills."

‘হাজার পাহাড়ের দেশ’ তথ্যচিত্র থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে।

ইন্ডিগো স্কেট ক্যাম্প নামের একটি সংগঠন সম্প্রতি ‘হাজার পাহাড়ের দেশ’ নামে একটি তথ্যচিত্র বানিয়েছে। দক্ষিণ আফ্রিকার কাজুলু-নাটাল অঞ্চলের আইসিথুম্বা গ্রামের জুলু সম্প্রদায়ের তরুণদের মধ্যে প্রথম প্রজন্মের স্কেটার বানানোর উদ্যোগের অংশ হিসেবে এটা করা হয়েছে। গ্রামটির চারপাশেই ১,০০০ পাহাড়ের অবস্থান। এজন্য তথ্যচিত্রের নামও দেয়া হয়েছে এটা।

এই ক্যাম্পের উদ্যোগের পিছনের মূল মানুষ হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেশাদার স্কেটার ডালাস ওবারহোজলার। দক্ষিণ আফ্রিকায় কাউকে স্কেটবোর্ডিং করতে খুব একটা দেখা যায় না। বিশেষ করে কৃষ্ণাঙ্গদের মধ্যে।

৩০-৪০ জন কিশোর স্কেটবোর্ডিং করার পাশাপাশি প্রকল্পের অংশ হিসেবে আত্মসম্মান, স্বাস্থ্য ও নিরাপত্তা, শিল্পকলা এবং সংগীত নিয়ে শিখছেও।

তথ্যচিত্র নির্মাতা, ফটোগ্রাফার জেস কোলকিউহোন এবং হাক ম্যাগাজিন মিলে এই তথ্যচিত্রটি বানিয়েছে। চলুন দেখা যাক তথ্যচিত্রটি:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .