
লাইফ হোয়ার আই অ্যাম ফ্রম (আমি যেখান থাকি সেখানকার জীবন) নামক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া স্ক্রিনশট
অনেকে অনেক সময় বিস্ময় অনুভব করেন কীভাবে বিশ্বের চারপাশের নাগরিকেরা তাদের জীবন যাপন করে? তাদের এপার্টমেন্টগুলো দেখতে কী রকম? সেখানকার নাগরিকেরা সকালের নাস্তায়, দুপুরে ও রাতে কী খায়?
যদি আপনার এই বিষয়ে আগ্রহ থাকে, তাহলে আপনার জন্য রয়েছে ইউটিউবের একটি চ্যানেল। লাইফ হোয়ার আই অ্যাম ফ্রম (আমি যেখান থাকি সেখানকার জীবন) নামক চ্যানেল জাপান এবং মাঝে মাঝে বিশ্বের অন্যান্য দেশের প্রতিদিনের জীবনের উপর ধারণ করা উচ্চমান সম্পন্ন ভিডিও ব্লগ তুলে ধরছে।
এই ভ্লগ (ভিডিও ব্লগ) সাধারণত আইকো উপস্থাপন করে থাকে। আইকো হচ্ছে এক ছোট্ট বালিকা যে তার পরিবারের সাথে জাপানে থাকে। তারা পিতা গ্রেগ কানাডার এক নাগরিক যিনি এখন জাপানে বসবাস করেছেন। তিনি এই সকল ভিডিও ধারণ, সম্পাদনা, এবং আপলোড করে থাকেন।
এই ভিডিও ব্লগের এখন লক্ষ লক্ষ দর্শক, যারা সারা বিশ্বের চারপাশে ছড়িয়ে রয়েছে, যাদের একজন ব্যাখ্যা করেছে “কেন জাপানের শৌচাগার সবচেয়ে সেরা”:
এখানে এমন অনেক ভিডিও রয়েছে যা এক শিশুর চোখে জাপানে জীবনের প্রতিটি দৃষ্টিকোণ বর্ণনা করছে, যার মধ্যে রয়েছে রামেন নামক রেষ্টুরেন্ট এর মালিক হওয়ার অর্থ কী, অথবা কীভাবে জাপানে হ্যালোউইন উৎসব পালিত হয় নামক ভিডিও।
গ্রেগের প্রদান করা সংবাদ অনুসারে, এই ইউটিউব চ্যানেলের একটা ওয়েবসাইট রয়েছে, যার নাম লাইফ হয়ার আই এ্যাম ফ্রম:
জাপানে আমাদের জীবন কেমন সেটি তুলে ধরার জন্য আমরা কয়েকটি ভিডিও তৈরি করেছি, কিন্তু আমরা সবসময় জানতে চেয়েছি আমরা যেখান থেকে এসেছি সেখানকার জীবন কেমন।
[…]
এই প্রকল্পের সামগ্রিক বিষয় ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুরা যেন দেখতে পায় বিশ্বের আরেক প্রান্তের শিশুদের জীবন কেমন। যদি আপনি আপনার কাহিনী তুলে ধরার মত সৌভাগ্যবান হন, তাহলে আমরা তার কিছু অংশ আমাদের ভিডিওতে প্রদর্শন করব।
এই ওয়েবসাইট স্বয়ং নিজস্ব ব্লগে ভিডিও প্রদান করে, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিদিনের জীবন নিয়ে বর্ণিল আলোচনার এক কেন্দ্রে পরিণত হয়েছে।
লাইফ হয়ার আই এম ফ্রম এর দলটি একই সাথে তাদের দর্শকদের উৎসাহিত করে ভবিষ্যতের ভিডিও কি ধরণের হবে সে বিষয়টি নির্ধারনে সাহায্য করার জন্য।

লাইফ হয়ার আই এম ফ্রম নামক ওয়েবসাইটের স্ক্রিনশট
আইকোর পিতা গ্রেগের আরো একটি জনপ্রিয় ব্লগ রয়েছে, যার শিরোনাম লাইফ হয়ার আই এ্যাম ফ্রম এক্স (যে এক অচেনা স্থান থেকে আমি এসেছি)। গ্রেগের সূত্রমতে, এই ভ্লগ (ভিডিও ব্লগ) “জাপানে বসবাসের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কের দৃষ্টিভঙ্গি তুলে ধরে”।
এই ভ্লগে, গ্রেগ জাপানে গৃহহীনদের মত বিষয় নিয়ে কথা বলেছেন। একই সাথে তিনি প্রতিবন্ধীদের নিয়ে জাপানে ভ্রমণ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।
এই ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট ছাড়াও, আপনি টুইটারে @লাইফহয়ারআইএ্যামফ্রম হ্যাশট্যাগের মাধ্যমে লাইফ হয়ার আই এ্যাম ফ্রম এর দলকে অনুসরণ করতে পারবেন।