
আফগানিস্তানের জাতীয় ফুটবল দল। ফেসবুকের নিজস্ব পাতায় আফগান ফুটবল ফেডারেশন এই ছবি শেয়ার করছে।।
ক্রিকেট বিশ্বকাপে এক উজ্জবিত ফলাফল প্রদর্শনের কয়েক মাস পরে, আফগানিস্তানের জাতীয় ফুটবল দল জাতীয় বীর হিসেবে ফুটবল মাঠ ছেড়েছে, যদিও ৩রা জানুয়ারিতে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে তারা ভারতের কাছে হেরে গেছে।
এই দুটি দল দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় পর্যন্ত কোন গোল করতে সক্ষম হয়নি, তবে আফগানিস্তান গোল করে এগিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ভারত খেলায় সমতা ফিরিয়ে আনে।

আফগানিস্তানের জাতীয় দল ভারতের বিরুদ্ধে এক গোল করিয়ে এগিয়ে গেছে। ফেসবুকের নিজস্ব পাতায় আফগান ফুটবল ফেডারেশন এই ছবি শেয়ার করছে।
যখন অতিরিক্ত সময়ের খেলার ঘোষণা করা হয়, তখন ভারত তাদের দ্বিতীয় গোল করে এবং শিরোপা জয় করে, যে প্রতিযোগিতায় খানিকটা যুদ্ধ বিধ্বস্ত আফগানরা তাদের অসাধারণ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কাকে পরাজিত করে।
খেলোয়াড়দের উৎসাহ প্রদর্শনের জন্য আফগান রাষ্ট্রপতি গনি ফাইনালের আগে খেলোয়াড়দের সাথে কথা বলে:
Pres.@AshrafGhani spoke by phone w/ National Football Team today to congratulate the team for recent wins & wish them well for #SAFF Finals.
— ارګ (@ARG_AFG) January 2, 2016
আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি আজ দেশটির ফুটবল দলকে সাম্প্রতিক বিজয়ে অভিনন্দন জানিয়েছে এবং সাফ ফুটবলের ফাইনালের জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছে।
এরপর রাষ্ট্রপতি তার মন্ত্রীসভার কয়েকজন সদস্যকে নিয়ে টেলিভিশনে সরাসরি প্রচারিত এই খেলাটি দেখেন।
Watching #SAFFSuzukiCup final match between #Afghanistan and #Indiapic.twitter.com/qOk851gxgJ
— Ashraf Ghani (@ashrafghani) January 3, 2016
ভারত এবং আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত সাফ সুজুকি কাপ ফাইনাল খেলাটি দেখছি।
এদিকে দেশির প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাইও তার নিজ বাসভবনে বসে এই খেলাটি দেখেন:
Fmr #Afghan prez @KarzaiH watched @SAFFSuzukiCup#football match from his home sitting on a mattress w/ green tea pic.twitter.com/ZZ30zQdCzE
— shafi شفيع شريفى (@ShafiSharifi) January 3, 2016
ম্যাট্রেসে বসে সবুজ চা পান করতে করতে আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই নিজ গৃহে ভারত এবং আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত সাফ সুজুকি কাপ ফাইনাল খেলাটি দেখছে।
অন্য অনেক আফগান মন্ত্রী, সংসদ সদস্য, গায়িকা এবং আফগান নাগরিকেরা তাদের জাতীয় দলের সমর্থনে যোগ দিয়েছেঃ
আফগানিস্তান ভিত্তিক বিবিসির সিনিয়র প্রোডিউসার খালিল নুরী নিজে আত্তা এম.নুরের একটি ছবি পোস্ট করেছে, যিনি বলখ নামক প্রদেশের গভর্ণর, তিনি আগ্রহ ভরে এই খেলা দেখছেনঃ
Afghan governor Atta M Noor watching Afghanistan vs India football match #SAAFSuzukiCup pic.twitter.com/MGOWijhfNn
— Khalil Noori (@KhalilNoori) January 3, 2016
আফগান গভর্ণর আত্তা এম.নুর আফগানিস্তান বনাম ভারতের মধ্যকার ফুটবল খেলাটি উপভোগ করছে।
একই সাথে খেলার দিন স্টেডিয়ামে বান্ধবীদের সাথে আফগানিস্তানের গায়িকা ফারজানা নাজ আফগান পতাকা হাতে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করছে:
Photo of the day. Beautiful Afg singer Farzana Naz travelled all the way to India to support Afghan Football team. pic.twitter.com/UwjbybzpIn
— Najeebullah Akhterzi (@Akhterzi) January 3, 2016
দিনের ছবি। সুন্দরী আফগান গায়িকা ফারজানা নাজ আফগান ফুটবল দলকে সমর্থন প্রদানের জন্য ভারতে উড়ে গেছে।
যখন ফাইনাল খেলা চলছিল তখন একদল নারী সমর্থক দলের প্রতি সমর্থন প্রদর্শন করার জন্য কাবুলের রাস্তায় নেমে এসেছে।
Women & girls out on the streets to cheer for Team Afghanistan & watch #SAFFSuzukiCup on huge screens in #Kabul. pic.twitter.com/nf0AIcmll0
— Samiullah Hussaini (@h_sami) January 3, 2016
নারী এবং কিশোরীরা আফগানিস্তানের ফুটবল দলের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য রাস্তায় নেমে এসেছে এবং তারা কাবুলের এক বিশাল পর্দায় সাফ সুজুকি কাপের ফাইনাল খেলা দেখছে।
Football & Cricket teams unite Afghan nation & give em moments 2 cherish 2gether Bravo we have won already #SAFFCUP pic.twitter.com/O3Aa8DWLz3
— Ibrahim khan Zazai (@ibrahimzazai) January 3, 2016
ফুটবল এবং ক্রিকেট আফগান জাতিকে এক করছে এবং জয়ের আগে আমাদের একসাথে মিলে উল্লাস করার সুযোগ করে দিচ্ছে।
এটাই আফগানিস্তানের প্রথম কোন দ্বিবার্ষিক প্রতিযোগিতা নয়, যেখানে তারা দারুণ ফলাফল প্রদর্শন করেছে, যা কিনা দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতা।
২০১৩ সালে দলটি ছিল এই টুর্নামেন্টের বিস্ময়কর বিজেতা, সে ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল ভারত, দু বছর আগের এই খেলায় আফগানিস্তান যাদের ৪-০ গোলে পরাজিত করেছিল।

Aখেলায় আফগান ফুটবল দল, নিজস্ব ফেসবুক পাতার মাধ্যমে আফগান ফুটবল দল এটি শেয়ার করেছে।
যদিও দলটি এ বছরের ফাইনাল খেলায় পরাজিত হয়েছে, তাদের এই উজ্জবিত প্রদর্শন আফগান নাগরিকদের কাছে বিজয়ের চেয়ে বেশী, যা তাদের ক্রীড়া ক্ষেত্রে এক উদ্যমতা প্রদান করে, তালিবান যুগে তারা যে অভিজ্ঞতা লাভ করেছিল।
After a generation, we have a nat'l sports team. After a generation, our team has a nation behind it. That's worth more than victory or loss. — Ahmad Shuja احمدشجاع (@AhmadShuja) January 3, 2016
এক প্রজন্ম পরে, আমাদের একটি জাতীয় দল হয়েছে, এক প্রজন্ম পরে আমাদের একটি দল রয়েছে, যার পেছেনে একত্রিত হয়ে একটি জাতি রয়েছে। যা আমাদের কাছে জয় পরাজয়ের চেয়েও বেশী।
আহমেদ শোউজার টুইটের জবাবে আফগানিস্তানে ভারতীয় দুত আমর সিনহা লেখেন :
@AhmadShuja Every one should be proud of their performance. Played like champs. AFG players already enriching Indian professional leagues. — Amar Sinha (@SenseandC_sense) January 3, 2016
তাদের যে ভাবে খেলেছে তাতে সবার গর্বিত হওয়া উচিত। তারা এক বিজয়ীর মত খেলেছে। আফগান খেলোয়াড়রা ভারতীয় পেশাদার ফুটবল লীগকে সমৃদ্ধ করছে।
এদিকে আফগানিস্তানের এক সাংবাদিক জাফর মেহেদি,সারা বিশ্বের ফুটবল সমর্থকরা যে কারণে মন খারাপ করে থাকে, সে রকম এক তিক্ত বিষয় তুলে ধরেন।
Afghanistan, you won it. You won the hearts. You were 11 and India were 12. Referee was also playing on their side. #SAFFSuzukiCup — Zafar Mehdi (@mehdizafar) January 3, 2016
আফগানিস্তান, তোমরা এটা জয় করেছে। তোমরা আমাদের হৃদয় করেছ, তোমরা ছিল ১১ জন এবং ভারতীয়রা ছিল ১২ জন। রেফারী তোমাদের বিপক্ষে বাঁশী বাজিয়েছিল।
ভারতীয় দূতবাসে হামলা
তবে, এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ পরে বন্দুকধারীরা মাজার-এ শরীফের ভারতীয় দুতাবাসে হামলা চালায়।
বিবিসির এক সাংবাদিক হারুন নাজাফিজাদা টুইট করেছে :
Hidden in a residential house some 20 meters away from Indian Consulate, assailants failed to enter the compound. #Balkh — Harun Najafizada (@HNajafizada) January 3, 2016
তাজা সংবাদ, মাজার-ই শরিফের অবস্থিত ভারীতয় দুতাবাসের নিকটে হামলা হয়েছে, ভয়াবহ লড়াই চলছে।
ভারতীয় দূতাবাসের ২০ মিটারের মধ্যে অবস্থিত এক আবাসিক ভবনে বন্দুকধারীরা লুকিয়ে আছে, হামলাকারীরা দূতাবাস ভবনের ভেতরে করতে ব্যর্থ হয়েছে।
আফগানিস্তানের অন্য অনেক নাগরিক হামলার এই সময় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, যারা দ্রুত আরো বিস্তারিত জানার জন্য অধীর হয়ে রয়েছে।
So, was the Indian Consulate in Mazar e Sharif main target of the attack? Who were the perpetrators? Let's wait patiently for the answers. — Zafar Mehdi (@mehdizafar) January 3, 2016
তাহলে কি, মাজার-ই-শরীফে অবস্থিত ভারতীয় দূতাবাস এই হামলার লক্ষ্যবস্তু? কারা এই হামলাকারী? আসুন আমরা ধৈর্য্য ধরে এর উত্তরের জন্য অপেক্ষা করি।
আফগানিস্তানে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক শরীফ হাসান সতর্ক করে দিয়ে বলেন, এই হামলার সাথে ফুটবলের কোন সম্পর্ক নেই।
Local official: 3 attackers have entered a house near #Indian consulate in Mazar-e-Sharif city. It is not #Football related violence.
— Sharif Hassan (@MSharif1990) January 3, 2016
স্থানীয় কর্মকর্তাঃ মাজার-ই শরীফে অবস্থি ভারতীয় দূতাবাসের কাছে একটি ভবনে তিনজন হামলাকারী প্রবেশ করেছে।
এটা ফুটবল সংক্রান্ত বিষয় নয়।
একজন ব্যক্তির আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
যদিও কোন দল এই হামলার দায়িত্ব স্বীকার করেনি, আফগানরা উদ্বিগ্ন যে এই ঘটনায় আফগানিস্তান এবং ভারতের মধ্যে যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা ক্ষতিগ্রস্থ হবে।

আফগানিস্তানের জাতীয় ফুটবল দল, পরাজয়ে বীরের মূহ্যমান। নিজস্ব ফেসবুকের পাতায় আফগান ফুটবল ফেডারেশন এই ছবি প্রদর্শন করেছে।
আফগানিস্তানের প্রথম উপ রাষ্ট্রপতি জেনারেল আব্দুর রশীদ দোস্তাম এক পুর্নব্যাক্ত করা অঙ্গীকার টুইট করেছে :
No violence against India can damage our relationship. Out thoughts with all staff and diplomats in Mazar-i-Sharif.
— General Dostum (@ARashidDostum) January 3, 2016
ভারতের বিরুদ্ধে করা কোন আঘাত আমাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্থ করতে পারবে না। মাজার-ই শরীফের অবস্থিত সকল কর্মচারী এবং কূটনীতিবিদদের জন্য চিন্তিত।