আন্তর্জাতিক অভিবাসী দিবসে শরণার্থী ও অভিবাসীদের কথা কতোটা মনে রেখেছেন?

6886069226_c51dae64e0_b

লা বেস্টিয়া ট্রেনে শরণার্থীরা। প্রতিবছর হাজার হাজার মানুষ স্বপ্নের আমেরিকায় যাওয়ার আশা নিয়ে মেক্সিকোতে আসেন। এদের ৯০ শতাংশই আসেন মধ্য আমেরিকার দেশগুলোতে থেকে। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় পিটার হেডেনের ফ্লিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি নেয়া হয়েছে।

গত ১৮ ডিসেম্বর ছিল আন্তর্জাতিক অভিবাসী দিবস। এদিন সিরিয়া, ভারত, চীন, লাতিন আমেরিকাসহ বিশ্বের সব প্রান্তের শরণার্থী ও অভিবাসীদের দুর্দশার কথা স্মরণ করা হয়।

শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইএমও জানিয়েছে, এবছর সবচে’ বেশি সংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়েছেন। সেজন্য সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়ে বলেছে:

to come together and remember the refugees and migrants who have lost their lives or have disappeared while trying to reach safe harbour after arduous journeys across seas and deserts.

এখন সময় আমাদের সবার একত্রিত হওয়ার। আর যেসব শরণার্থী ও অভিবাসী প্রাণ হারিয়েছেন কিংবা নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়ে সাগরে বা মরুভুমির মাঝে নিরুদ্দেশ হয়ে গেছেন তাদের স্মরণ করা উচিত।

সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন দৌড়ে শরণার্থী ও অভিবাসীদের নিয়ে যতোই বিতর্ক হোক, সেখানকার অনেক মানুষই প্রকৃত অবস্থা বুঝতে পারছেন। সেজন্য সান ফ্রান্সিসকোর সমুদ্রপাড়ের অনেক মানুষ শরণার্থী ও অভিবাসীদের চিকিৎসা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করছেন।

কারণ জাত-পাতের উর্ধ্বে সবাই তো মানুষ। একই রক্ত সবার শরীরে।

#আমিশরণার্থী হ্যাশট্যাগ যার সঠিক বহির্প্রকাশ।

আন্তর্জাতিক অভিবাসী দিবসে একটি কথা মনে করিয়ে দিতে চাই: আমরা সবাই শরণার্থী পরিবারের সন্তান।

আপনার গল্প শেয়ার করুন।

আন্তর্জাতিক অভিবাসী দিবসে আমরা যেসব শরণার্থীদের হারিয়েছি, আইএমও-এর কাছ থেকে সর্বশেষ আপডেট জেনে নিন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .