
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত জো স্লোভো উদ্যানের একটি গণ পানীয় পানের স্থান। উইকিপিডিয়া ব্যবহারকারী ডিসকটের আপলোড করা ক্রিয়েটিভ কমন্স ছবি।
এমনও দিন এসেছে যে টুইটারে আফ্রিকানরা একে অপরের পেছনে লেগেছে। বতসোয়ানার একজন লেখক সিয়ান্ডা-পান্ডা একটি লক্ষ্যহীন টুইট দিয়ে শুরু করে #আফ্রিকাযদিএকটিপানশালাহতো শিরোনামের বেশ মজার এই হ্যাশট্যাগটিকে দ্রুত ছড়িয়ে দিয়েছেন।
সিয়ান্ডা প্রশ্ন করেছেনঃ
If Africa was a bar, what would your country be drinking/doing?
— Siyanda-Panda (@SiyandaWrites) July 27, 2015
আফ্রিকা যদি একটি পানশালা হতো, তবে আপনার দেশ কি ধরণের মদ্যপান করত/ কি কি করত?
নাইজেরিয়ান এবং কেনিয়ানরা মনে হচ্ছে তাদের ন্যায্য ভাগই পেতঃ
#IfAfricaWasABar Kenya would be that guy who takes photos with other people's drinks
— Mayor_wa_kashagama (@Norman_Kamuntu) July 27, 2015
কেনিয়ানরা এমন ব্যক্তি হতো যারা অন্যদের পানীয় হাতে নিয়ে ছবি তুলতো
#IfAfricaWasABar Kenya would the guy who owns the bar,the cabs outside,the butchery next door and the chemist across the road.
— Kenyan Facts (@KResearcher) July 27, 2015
কেনিয়ানরা পানশালা, বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিগুলো, পাশের কসাইখানা এবং রাস্তার ওপারের ওষুধের দোকানের মালিক হতো।
#IfAfricaWasABar …Nigeria would be that guy that's old enough to be in the bar but he has a fake ID saying he's 19
— Mr Wonderful (@NickkTitan) July 27, 2015
…নাইজেরিয়ানরা এমন ব্যক্তি হতো, যারা পানশালাটিতে এসে উপভোগ করার ক্ষেত্রে যথেষ্ট বুড়ো, তবে তাঁর একটি নকল পরিচয়পত্র আছে যাতে লেখা আছে তাঁর বয়স মাত্র ১৯ বছর।
#IfAfricaWasABar Nigeria would be the fat rich dude trying to dance with every girl.
— WILL SESSIONS (@OfficialBafmiQ) July 27, 2015
নাইজেরিয়ানরা এমন এক মোটা ধনী ফুলবাবু হতেন, যারা পানশালাতে উপস্থিত প্রতিটি মেয়ের সাথে নাচতে চেষ্টা করতো।
#IfAfricaWasABar Nigeria would be that noisy guy who is always looking for attention.
— Ikua Macharia (@Di_Macharia) July 27, 2015
নাইজেরিয়ানরা এমন এক ঝগড়াটে লোক হতেন, যারা সবসময় অন্যদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতেন।
#IfAfricaWasABar the dee-jay would be Nigerian
— tolu ogunlesi (@toluogunlesi) July 27, 2015
নাইজেরিয়ানরা হবেন সেই পানশালার ডিজে।
@নানজালা১ এর মতে, মাদাগাস্কার কোন এক শান্ত লোকঃ
#IfAfricaWasABar Madagascar would be the girl who came alone, had a drink and a dance, and left before anyone noticed.
— Nanjala Nyabola (@Nanjala1) July 27, 2015
মাদাগাস্কার এমন এক মেয়ে হবে, যিনি একা এসেছেন, মদ্যপান করেছেন এবং নেচেছেন এবং কেউ তাঁকে লক্ষ্য করার আগেই কেটে পড়েছেন।
@ক্যাপ্টেইন_এফবিএস টুইট করেছেন, জিম্বাবুয়ে হয়তো অতীতে আটকে থাকবেঃ
#IfAfricaWasABar Zimbabwe would be that guy who annoys everyone about “back in the day when I used to have money”
— Goddy (@Captain_FBS) July 27, 2015
জিম্বাবুয়েনরা এমন এক লোক হবেন, যারা “যখন আমার হাতে টাকা ছিল, তখনকার দিনে ফিরে যাই” মনোভাব দেখিয়ে সবাইকে বিরক্ত করে।
তানজানিয়ানদের প্রতি কিছু কৌতুকের গুঁতা ছিলঃ
#IfAfricaWasABar …Tanzania would be that group of girls that dont get approached all night so they claim it was a “Girls Night Out” anyway
— Mr Wonderful (@NickkTitan) July 27, 2015
…তানজানিয়ানরা হয়তো তেমন একদল মেয়ে হবে, যাদের সারা রাত কেউ আমলে নেবে না কিন্তু তাঁরা যেকোন ভাবেই এটিকে সফল “মেয়েদের বাইরে রাত কাটানো” হিসেবে দাবি জানাতে পারে।
#IfAfricaWasAbar Tanzania would be that guy whose English takes a walk when he gets drunk
— Elektrolyte (@julimuffn) July 27, 2015
তানজানিয়ানরা হয়তো এমন এক লোক হবেন, যারা মাতাল হলে ইংরেজি এলোমেলো হয়ে যায়।
@ক্রিসপোজার পরিহাস করে বলেছেন, ইথিওপিয়ানদের বিল নিয়ে কোন চিন্তা করতে হবে নাঃ
#IfAfricaWasABar all the guys would be sending over drinks to Ethiopia.
— Topher (@Chrisposure) July 27, 2015
সবাই ইথিওপিয়ায় পানীয় পাঠিয়ে দেবেঃ
এমনকি বোকো হারাম সেই পানশালায় উপস্থিত থাকবেঃ
#IfAfricaWasABar#BokoHaram would turn up for Ladies night like… pic.twitter.com/6kgMI5Zai1
— Ryan Cummings (@Pol_Sec_Analyst) July 27, 2015
বোকো হারাম মেয়েদের পার্টিতে এমন পোশাকে আসবে…
মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপকে টুইটে টেনে আনা হবেঃ
#IfAfricaWasABar Europe and China would be very very drunk….
— Ryan Cummings (@Pol_Sec_Analyst) July 27, 2015
ইউরোপ এবং চীন খুব বেশি মাতাল হয়ে পড়বে…
#IfAfricaWasABar in an expensive hotel, there would be A LOT of sleazy old white men creeping the place out.
— AFRICA IS A COUNTRY (@AfricasaCountry) July 27, 2015
#আফ্রিকাযদিকোনপানশালাহত কোন বিলাসবহুল হোটেলে – তবে হ্যাঙলা পাতলা সাদা চামড়ার অনেক বৃদ্ধ জায়গাটাকে ভয়ার্ত করে তুলতেন।
#ifafricawasabar the U.S. & Europe would be lecturing everyone about drinking too much, all the while topping up their glasses.
— samira sawlani (@samirasawlani) July 27, 2015
আমেরিকান এবং ইউরোপিয়ানরা অত্যধিক মদ্যপান সম্পর্কে সবাইকে ডেকে শিক্ষাদান করতেন, কিন্তু নিজেরা ঠিকই মদের গ্লাস পূর্ণ করে নিতেন।