এমনও দিন এসেছে যে টুইটারে আফ্রিকানরা একে অপরের পেছনে লেগেছে। বতসোয়ানার একজন লেখক সিয়ান্ডা-পান্ডা একটি লক্ষ্যহীন টুইট দিয়ে শুরু করে #আফ্রিকাযদিএকটিপানশালাহতো শিরোনামের বেশ মজার এই হ্যাশট্যাগটিকে দ্রুত ছড়িয়ে দিয়েছেন।
সিয়ান্ডা প্রশ্ন করেছেনঃ
If Africa was a bar, what would your country be drinking/doing?
— Siyanda-Panda (@SiyandaWrites) July 27, 2015
আফ্রিকা যদি একটি পানশালা হতো, তবে আপনার দেশ কি ধরণের মদ্যপান করত/ কি কি করত?
নাইজেরিয়ান এবং কেনিয়ানরা মনে হচ্ছে তাদের ন্যায্য ভাগই পেতঃ
#IfAfricaWasABar Kenya would be that guy who takes photos with other people's drinks
— Mayor_wa_kashagama (@Norman_Kamuntu) July 27, 2015
কেনিয়ানরা এমন ব্যক্তি হতো যারা অন্যদের পানীয় হাতে নিয়ে ছবি তুলতো
#IfAfricaWasABar Kenya would the guy who owns the bar,the cabs outside,the butchery next door and the chemist across the road.
— Kenyan Facts (@KResearcher) July 27, 2015
কেনিয়ানরা পানশালা, বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিগুলো, পাশের কসাইখানা এবং রাস্তার ওপারের ওষুধের দোকানের মালিক হতো।
#IfAfricaWasABar …Nigeria would be that guy that's old enough to be in the bar but he has a fake ID saying he's 19
— Mr Wonderful (@NickkTitan) July 27, 2015
…নাইজেরিয়ানরা এমন ব্যক্তি হতো, যারা পানশালাটিতে এসে উপভোগ করার ক্ষেত্রে যথেষ্ট বুড়ো, তবে তাঁর একটি নকল পরিচয়পত্র আছে যাতে লেখা আছে তাঁর বয়স মাত্র ১৯ বছর।
#IfAfricaWasABar Nigeria would be the fat rich dude trying to dance with every girl.
— WILL SESSIONS (@OfficialBafmiQ) July 27, 2015
নাইজেরিয়ানরা এমন এক মোটা ধনী ফুলবাবু হতেন, যারা পানশালাতে উপস্থিত প্রতিটি মেয়ের সাথে নাচতে চেষ্টা করতো।
#IfAfricaWasABar Nigeria would be that noisy guy who is always looking for attention.
— Ikua Macharia (@Di_Macharia) July 27, 2015
নাইজেরিয়ানরা এমন এক ঝগড়াটে লোক হতেন, যারা সবসময় অন্যদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতেন।
#IfAfricaWasABar the dee-jay would be Nigerian
— tolu ogunlesi (@toluogunlesi) July 27, 2015
নাইজেরিয়ানরা হবেন সেই পানশালার ডিজে।
@নানজালা১ এর মতে, মাদাগাস্কার কোন এক শান্ত লোকঃ
#IfAfricaWasABar Madagascar would be the girl who came alone, had a drink and a dance, and left before anyone noticed.
— Nanjala Nyabola (@Nanjala1) July 27, 2015
মাদাগাস্কার এমন এক মেয়ে হবে, যিনি একা এসেছেন, মদ্যপান করেছেন এবং নেচেছেন এবং কেউ তাঁকে লক্ষ্য করার আগেই কেটে পড়েছেন।
@ক্যাপ্টেইন_এফবিএস টুইট করেছেন, জিম্বাবুয়ে হয়তো অতীতে আটকে থাকবেঃ
#IfAfricaWasABar Zimbabwe would be that guy who annoys everyone about “back in the day when I used to have money”
— Goddy (@Captain_FBS) July 27, 2015
জিম্বাবুয়েনরা এমন এক লোক হবেন, যারা “যখন আমার হাতে টাকা ছিল, তখনকার দিনে ফিরে যাই” মনোভাব দেখিয়ে সবাইকে বিরক্ত করে।
তানজানিয়ানদের প্রতি কিছু কৌতুকের গুঁতা ছিলঃ
#IfAfricaWasABar …Tanzania would be that group of girls that dont get approached all night so they claim it was a “Girls Night Out” anyway
— Mr Wonderful (@NickkTitan) July 27, 2015
…তানজানিয়ানরা হয়তো তেমন একদল মেয়ে হবে, যাদের সারা রাত কেউ আমলে নেবে না কিন্তু তাঁরা যেকোন ভাবেই এটিকে সফল “মেয়েদের বাইরে রাত কাটানো” হিসেবে দাবি জানাতে পারে।
#IfAfricaWasAbar Tanzania would be that guy whose English takes a walk when he gets drunk
— Elektrolyte (@julimuffn) July 27, 2015
তানজানিয়ানরা হয়তো এমন এক লোক হবেন, যারা মাতাল হলে ইংরেজি এলোমেলো হয়ে যায়।
@ক্রিসপোজার পরিহাস করে বলেছেন, ইথিওপিয়ানদের বিল নিয়ে কোন চিন্তা করতে হবে নাঃ
#IfAfricaWasABar all the guys would be sending over drinks to Ethiopia.
— Topher (@Chrisposure) July 27, 2015
সবাই ইথিওপিয়ায় পানীয় পাঠিয়ে দেবেঃ
এমনকি বোকো হারাম সেই পানশালায় উপস্থিত থাকবেঃ
#IfAfricaWasABar#BokoHaram would turn up for Ladies night like… pic.twitter.com/6kgMI5Zai1
— Ryan Cummings (@Pol_Sec_Analyst) July 27, 2015
বোকো হারাম মেয়েদের পার্টিতে এমন পোশাকে আসবে…
মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপকে টুইটে টেনে আনা হবেঃ
#IfAfricaWasABar Europe and China would be very very drunk….
— Ryan Cummings (@Pol_Sec_Analyst) July 27, 2015
ইউরোপ এবং চীন খুব বেশি মাতাল হয়ে পড়বে…
#IfAfricaWasABar in an expensive hotel, there would be A LOT of sleazy old white men creeping the place out.
— AFRICA IS A COUNTRY (@AfricasaCountry) July 27, 2015
#আফ্রিকাযদিকোনপানশালাহত কোন বিলাসবহুল হোটেলে – তবে হ্যাঙলা পাতলা সাদা চামড়ার অনেক বৃদ্ধ জায়গাটাকে ভয়ার্ত করে তুলতেন।
#ifafricawasabar the U.S. & Europe would be lecturing everyone about drinking too much, all the while topping up their glasses.
— samira sawlani (@samirasawlani) July 27, 2015
আমেরিকান এবং ইউরোপিয়ানরা অত্যধিক মদ্যপান সম্পর্কে সবাইকে ডেকে শিক্ষাদান করতেন, কিন্তু নিজেরা ঠিকই মদের গ্লাস পূর্ণ করে নিতেন।