আইল নামের বাক স্বাধীনতা আইনজীবি কর্তৃক প্রকাশ করা একটি তথ্যচিত্রে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী-সমর্থিত সরকারের বিরুদ্ধে মতামত প্রদান করার কারণে বিগত বছরে ১৬৬জন ব্যক্তিকে থাইল্যাণ্ডে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী ২০১৪ সালের মে মাসে ক্ষমতা দখল করে কিন্তু তারা অসামরিক শাসন ব্যবস্থা পুনর্বহাল করার ও অবাধ নির্বাচন অনুষ্ঠান করার প্রতিশ্রুতি দেয়।
এই তথ্যচিত্রটি থেকে আরও উন্মোচিত হয় যে দেশে ৬৮ জন রাজনৈতিক বন্দীও বিদ্যমান আছে।
ইতোমধ্যে, আইল কর্তৃক প্রকাশিত আর একটি তথ্যচিত্রে দেখা যায় যে বিগত বছরে রাষ্ট্রদ্রহিতার (রাজকীয়-বিরোধী অমর্যাদা আইন) মামলাগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোন কোন পণ্ডিত এই আইন পুনর্বিবেচনা করার জন্য নিবেদন করছেন যেটিকে তারা একটি কঠোর এবং দমনমূলক আইন বলে অভিহিত করেছেন।