
গত রাতে নিজ বাড়িতে ছুরিকাহত হওয়ার পর ইস্তাম্বুলের একটি হাসপাতালে চিকিৎসা নিলেন ব্লগার আসাদ হান্না। আসাদ হান্নার ফেসবুক পেজ থেকে ছবিটি নেয়া হয়েছে।
সিরিয়ান ব্লগার, সাংবাদিক এবং গ্লোবাল ভয়েসেস-এর লেখক আসাদ হান্না গত রাতে তুরস্কের ইস্তাম্বুলের নিজ বাড়িতে ছুরিকাহত হয়েছেন। দুষ্কৃতকারী তার পেটে চারবার ছুরিকাঘাত করে।
হান্না ফেসবুকে লিখেন:
تعرضت مساء امس لهجوم على بيتي من شخص مجهول ضربني بشي حاد ببطني اربع طعنات مما سبب دخولي للمشفى وخرجت قبل قليل للمنزل
لا اتهم احد بالموضوع لكن لا استطيع ان اقول انها صدفة، فالفاعل طرق الباب وضربني ولم يسرق شيئ من البيت، وكان قد سبق عدة جهات وان ارسلت لي تهديدات.
انا بصحة جيدة وقمت بتقديم ضبط للشرطة
গত রাতে আমি আমার বাড়িতে আক্রান্ত হয়েছিলাম। একজন অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি আমার পেটে চারবার ছুরি মেরেছে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে মাত্রই বাড়ি ফিরেছি। আমি কারো বিরুদ্ধেই অভিযোগ করছি না। তবে এও বলতে পারছি না যে আততায়ী কাকতালীয়ভাবে আমার দরজায় এসেছিল, আমাকে আঘাত করেছিল। আমার বাড়ি থেকে কিছুই চুরি যায়নি। তাছাড়া এর আগে আমি বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছিলাম।
আমি এখন ভালো আছি। পুলিশের কাছে অভিযোগ দাখিল করেছি।
হান্না হোমসের বাসিন্দা। মানবাধিকারকর্মী। সিরিয়ায় যুদ্ধ শুরু হলে সেখান থেকে তুরস্কে পালিয়ে আসেন। এখন ফ্রিল্যান্স সাংবাদিকতা করছেন।