
মঙ্গল শোভাযাত্রা করে নববর্ষ উদযাপন করছে হাজারো মানুষ। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এটির আয়োজন করে থাকে। ছবি তুলেছেন সৌরভ লস্কর। স্বত্ত্ব: ডেমোটিক্স (১৪/৪/২০১৫)।
গত কয়েক মাস বাংলাদেশের পরিস্থিতি ভালো ছিল না। রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১২০ জনের বেশি মানুষ। তাছাড়া দুইজন মুক্তচিন্তার ব্লগারও খুন হয়েছেন। জঙ্গীদের উত্থান ও নাস্তিক ব্লগারদের হত্যার বিষয়টি অনেককে চিন্তায় ফেলে দিয়েছে।
বাংলাদেশ যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখে পড়ে, তখনই শিকড়ের কাছে ফিরে যায়। তার শিল্প ও সংস্কৃতির কাছে আশ্বাস খোঁজে, যাতে ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে।
১৪ এপ্রিল ২০১৫, মঙ্গলবার বাংলাদেশের মানুষ নতুন বছর ১৪২২ উদযাপন করেছে। নতুন বছরে তারা সাম্প্রদায়িকতা ও ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি। প্রায় ৯৮ শতাংশ। তারা রং বেরংয়ের মিছিল এবং উৎসবের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ পালন করে থাকেন। এবারের উৎসবের থিম ছিল: অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে। সম্প্রতি উগ্রবাদী হামলায় লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু খুন হওয়ার প্রেক্ষিতে এই থিম বেছে নেয়া হয়েছে। মিছিলে প্রায় ২০ ফুট উঁচু বিশাল এক হাতে মুক্তবুদ্ধির কণ্ঠরোধের প্রতীকী উপস্থাপনায় ফুটিয়ে তোলা হয়েছে, যা অশুভ শক্তির উত্থানের চিত্র।

বৈচিত্র্যময় পোশাক পরে বাঙালিরা মঙ্গল শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন। ছবি তুলেছেন সৌরভ লস্কর। স্বত্ত্ব: ডেমোটিক্স (১৪/৪/২০১৫)।
পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম দিন। ১৪ এপ্রিল বাংলাদেশে এবং ১৫ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে দিবসটি বিশেষ উৎসবের সাথে পালিত হয়। তাছাড়া দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে মেলা বসে। তবে সবচেয়ে বড়ো আয়োজনটি হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়। নববর্ষকে স্বাগত জানাতে সেখানে হাজার হাজার মানুষ রঙিন পোশাক, মুখোশ পরে বৈশাখী সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।
তানভীর হায়দার চৌধুরী ফেসবুকে লিখেছেন:
আপনি যেখানে থাকুন, পারলে ঢাকা চলে আসুন। পৃথিবীর সবচেয়ে আনন্দময়, উৎসবমুখর জায়গা এই মুহূর্তে ঢাকা।
শুভ নববর্ষ।
টুইটার ব্যবহারকারী বাপ্পী উৎসবের ছবি টুইট করেছেন:
No race can beat Bengali in celebration & hospitality ! #BengaliNewYear #pohelaboishakh pic.twitter.com/i46i9xGzIi
— Bappy (@im_bappy) April 14, 2015
বাঙালির উদযাপনের আনন্দ আর এর আতিথেয়তার সাথে পাল্লা দিয়ে আর কেউই পারবেন না। #বাংলানববর্ষ #পহেলাবৈশাখ

মঙ্গল শোভাযাত্রা করে নববর্ষ উদযাপন করছে হাজারো মানুষ। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এটির আয়োজন করে থাকে। ছবি তুলেছেন এসকে হাসান আলী। স্বত্ত্ব: ডেমোটিক্স (১৪/৪/২০১৫)।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে গুগল একটি ডুডল করে। আনিলা হক সেটার জন্য গুগল ধন্যবাদ দিয়েছেন:
শুভ নববর্ষ (Shubho Noboborsho 1422)!!! Thank you Google! 🙂 Bangla New Year 1422 #GoogleDoodle https://t.co/zVFAdHMWEc
— Anila Hoque (@tweet2Ann_E) April 14, 2015
শুভ নববর্ষ। ধন্যবাদ গুগল।
বাংলা নববর্ষ ১৪২২ #গুগলডুডল
নতুন বছরে সবার জন্য নতুন নতুন সুযোগ আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গার্গী আহমেদ:
Happy Bengali new year, শুভ নববর্ষ, welcome 1422! Much to be sad about in world, but hoping fresh year brings fresh starts. #pohelaboishakh
— Gargie Ahmad (@GargieAhmad) April 14, 2015
শুভ নববর্ষ। স্বাগতম ১৪২২! বিশ্বে অনেক দু:খজনক ঘটনা ঘটতে পারে। তবে আশা করবো, নতুন বছর সবার নতুন করে শুরু হোক। #পহেলাবৈশাখ।

বাঙালিদের কাছে ইলিশ মাছ শুধুমাত্র মাছ নয়। এটা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। পহেলা বৈশাখ উদযাপনে বাঙালির পাতে ভাজা কিংবা শর্ষে দিয়ে রান্না করা ইলিশ থাকা চাই-ই চাই। ছবি তুলেছেন সৌরভ লস্কর। স্বত্ত্ব: ডেমোটিক্স (১৪/৪/২০১৫)।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় টুইট করেছেন:
পয়লা বৈশাখে সব বাঙালী বন্ধুদের আমার শুভেচ্ছা। আগামী বছরটা দুর্দান্ত কাটুক সকলের, শুভ নববর্ষ !
— Narendra Modi (@narendramodi) April 14, 2015

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আঁকা নকশিকাঁথার দেয়ালচিত্র। এখান থেকেই বৈশাখের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। ছবি তুলেছেন ফিরোজ আহমেদ। স্বত্ত্ব: ডেমোটিক্স (১৪/৪/২০১৫)।
অন্যান্য নেটিজেনরাও বৈশাখের ছুটির দিনের ছবি টুইট করেছেন:
#pohelaboishakh dinner with traditional hilsa (ilish) fry #noboborsho @urmeechakma pic.twitter.com/5grzb5m1MB
— Raqib Chowdhury (@raqibc) April 14, 2015
ঐতিহ্যবাহী ইলিশ মাছ দিয়ে পহেলা বৈশাখের রাতের খাবার। #শুভ নববর্ষ।
Happy Bangla New Year 1422… & Happy Pohela Boishakh to all… Our #BD every year looks beautiful like that one… pic.twitter.com/gAtrBsf4LY
— Its Me ! ❤ (@PathanAnanya) April 14, 2015
শুভ বাংলা নববর্ষ ১৪২২। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আমাদের বাংলাদেশ প্রতিবছরই এমন সুন্দরভাবে সেজে উঠে…
1 টি মন্তব্য
এতো সুন্দর একটা মঙ্গল শোভাযাত্রাতো করেও অমঙ্গল থেকে বাঁচতে পারলো না জাতি!
=>সকালে মঙ্গল শোভাযাত্র=বিকালে নারী লাঞ্চিত করণযাত্রা