এই সপ্তাহে দি ইন্টারসেপ্ট এক ক্রমিক নাম্বার সূচি পদ্ধতি উন্মোচন করেছে, যেটিকে সম্ভাব্য সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্য ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের সরকার দেশটির, সমাজ কর্মী, শিক্ষক এবং আইন শৃঙ্খলা বাহিনীকে উৎসাহিত করছে।
এই ক্রমিক নাম্বার সূচির তালিকা পদ্ধতি “ ধারণা করে হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের, কোন এক ব্যক্তির ক্রমে সহিংস উগ্রবাদী হয়ে ওঠা, এবং পরিবার অথবা সম্প্রদায় উগ্রবাদী মতাদর্শ গ্রহণ করতে শুরু করার মত ঝুঁকির’ বিষয়ে সতর্ক করে তুলবে”।
সরকারের আভ্যন্তরীণ ৩৬ পাতার এক নথিতে এই পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা রয়েছে, যা ডিজিটাল ম্যাগাজিনের মাধ্যমে অর্জন করতে হবে, আর যাকে একত্রে সন্নিবেশিত করেছে জাতীয় সন্ত্রাসবাদ প্রতিরোধ কেন্দ্র (ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার) এবং এটি সরকারের সহিংস উগ্রবাদ প্রতিরোধ কৌশলের একটি অংশ, যাতে স্থানীয় সম্প্রদায় এবং ধর্মীয় নেতাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি সংস্থার সাথে একযোগে কাজ করতে বলা হয়েছে।
সহিংস উগ্রবাদ প্রতিরোধ বিষয়ে হোয়াইট হাউজ তিনদিনের এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।
সহিংস উগ্রবাদ প্রতিরোধ বিষয়ে হোয়াইট হাউজ তিনদিনের এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে, যেখানে ৬০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
“হতাশায় নিমজ্জিত হওয়ার অনুভূতি তুলে ধরা, নিরাশা”,” “নিজের অথবা অন্যের ক্ষতি করার কথা বলা” এবং “দলগত পরিচয়ে পরিচিত দলের সাথে যোগাযোগ থাকা (বর্ণ, ধর্মীয়, জাতীয়তার ভিত্তিতে)”, এই সমস্ত বিষয়ের মাধ্যমে শিক্ষক, সমাজকর্মী ও পুলিশ, যে কোন ব্যক্তিকে ১ থেকে ৫-এর মধ্যে ক্রমানুসারে তালিকাভুক্ত করবে।
গ্লোবাল ভয়েসেস-এ যখন আমরা এই নথি পাঠ করলাম, তখন এই জরিপ থেকে যে ফল পাওয়া যাবে তার কথা ভেবে আমরা আর অট্টহাসি না হেসে পারিনি। জাতীয় সন্ত্রাস প্রতিরোধ কেন্দ্র তার এই ক্রম সূচি তালিকায় যে প্রশ্ন সাজিয়েছে তার প্রেক্ষাপটে আমরা খুব সাধারণ ধারনার ভিত্তিতে আমাদের নিজস্ব এক প্রশ্নমালা তৈরীর সিদ্ধান্ত গ্রহণ করেছি।
আমাদের এই ব্যাঙ্গাত্মক ধাঁধায় (প্রশ্নত্তোর পর্বে) অংশ গ্রহণ করুন .
এই ধাঁধার মাধ্যমে উত্তর দেওয়ার ক্ষেত্র এর প্রশ্নগুলো তৈরী করেছে তাইশা সানাজেরলা, এলিজাবেথ রিভেরা, আমিরা আলহোসাইনি, এবং শাহর হাবিব গাজী।