২৩ জানুয়ারি, ২০১৫ তারিখে তাজিক রাষ্ট্রপতি এমোমালি রাহমন আগামী মার্চে নির্ধারিত ২০১৫ সালে সংসদ নির্বাচনের পূর্বে শেষবারের মত এই সংসদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন।
বর্তমান মেয়াদের এই তাজিক সংসদ গঠিত হয়েছিল মূলত রাহমনের পিপলস ডেমোক্রেটিক পার্টির সদস্যদের দ্বারা, একেবারে নিষ্ক্রিয় অনুভূত হওয়ার কারণে সুশীল সমাজ এবং স্যোশাল নেটওয়ার্ক ব্যবহারকারীরা যে সংসদের তীব্র সমালোচনা করে এসেছে।
এই সকল বিষয়ে নাগরিক যে অনুভূতি তা ফেসবুকে করা এক মন্তব্যে উঠে এসেছে, রাহমনের ভাষণের পর সরকার বিরোধী দৃষ্টিভঙ্গির কারণে পরিচিত ফাইজিনিসসো ভহিদোভা নামক স্থানীয় এক আইনজীবী ভদ্রমহিলা এই মন্তব্য করেন:
Ачоиб. Президент бо як хуни чигар аз зиед шудани вайроншавии оилахо назар ба соли гузашта сухан карда, омилхои чудо шудани чавононро тахлил мекунад, вакилон карсак мезананд. Президент аз кудакони маъюби модарзод ва беморихои онхо сухан мекунад, вакилон карсак мезананд. Карсакзании вакилонро хатто набераам дарк карда гуфт, ки чаро ин кадар онхо карсак мезананд. Ман мачбур шудам бигуям, ки президент мотам дорад, вакилон ид!
বেশ কৌতূহলজনক, রাষ্ট্রপতি গত বছরের তুলনায় এ বছর উল্লেখযোগ্য পরিমান বিবাহ বিচ্ছেদ বেড়ে যাওয়ার বিষয় এবং তার কারণ বিশ্লেষণ করে বলছে যে দেশে নবীন পরিবার ভেঙ্গে যাচ্ছে; সংসদ সদস্যরা হাততালি দিচ্ছে। রাষ্ট্রপতি শারীরিক প্রতিবন্ধী শিশু এবং তাদের রোগ নিয়ে কথা বলছে; সংসদ সদস্যরা করতালি দিচ্ছে। এমনকি আমার নাতি আমাকে জিজ্ঞেস করছে কেন এই সকল সংসদ সদস্যরা সবসময় হাততালি দিচ্ছে। আমাকে তাকে বলতে হল যে রাষ্ট্রপতি শোকার্ত, কিন্তু সংসদ সদস্যরা আনন্দ উদযাপন করছে।
তাজিকিস্তানের বর্তমান সংসদের মোট সংসদ সদস্য ৬৩ জন, তাদের মধ্যে মুষ্টিমেয় কয়েকজন ভোটারদের অধিকার রক্ষা, নাগরিক অধিকার কর্মীদের অভিযোগের বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
বর্তমানে তাজিকিস্তানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আটটি, যাদের মধ্যে মাত্র দুটিকে সত্যিকারের বিরোধী দল হিসেবে বিবেচনা করা যায়- যার মধ্যে একটি হচ্ছে ইসলামিক রিভাইভেল পার্টি (আইআরপিটি) এবং অন্যটি হচ্ছে স্যোশাল ডেমোক্রেটিক পার্টি অফ তাজিকিস্তান (এসডিপিটি)। এখন পর্যন্ত জাতীয় সংসদে কোন আসন না পাওয়া এসডিপিটি স্থানীয় এক আদালত কর্তৃক দলটি ডেপুটি চেয়ারম্যান সুহারাত কুদরাতভকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামী নির্বাচন বয়কট করার হুমকি প্রদান করেছে। আগামী মার্চের নির্বাচনকে ঘিরে উভয় দলের উপর সরকারের চাপ বেড়ে যাওয়ার বিষয়ে দল দুটির অভিযোগ রয়েছে।
বিশেষজ্ঞরা বিশ্বাস করে যে আগামী নির্বাচনেও রাহমনের দলের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে। তাজিকিস্তান স্বাধীনতা লাভের পর থেকে ওএসসিই নামক নির্বাচন পর্যবেক্ষক দল দেশটির কোন নির্বাচনকে স্বচ্ছ বা অবাধ বলে স্বীকৃতি প্রদান করেনি।