
ছবি মিশ্রণ তেতইয়ানা লোকোট-এর
পুতিনের সমালোচক এবং বিরোধী চরিত্র আলেক্সেই নাভালনেই-এর সমর্থনে সমর্থকদের আয়োজিত এক র্যালির জন্য খোলা এক ফেসবুক কর্মসূচি পাতা একদিন পরেই রাশিয়ার ব্যবহারকারীদের জন্য ব্লক করে দেওয়া হয়েছে।
খোলার পর, প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ১২ হাজার ফেসবুক ব্যবহারকারী এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য স্বাক্ষর করে, এই আন্দোলনের প্রতি তাদের সমর্থনকে তুলে ধরে এবং এই র্যালিতে যোগদানের ইচ্ছে ব্যক্ত করে। কিন্তু তার পরের দিন, আজকে রুশ ব্যবহারকারীরা অভিযোগ করছে যে তারা আর এই পাতাটিকে দেখতে পাচ্ছে। রাশিয়ার বাইরে যে সমস্ত ব্যবহারকারী আছে তারা এখনো এখানে প্রবেশ করতে পারছে, কিন্তু কয়েকজন ব্যবহারকারী যারা রাশিয়া থেকে তাদের ফেসবুক প্রোফাইল নিবন্ধন করেছিল, তারাও এখন আর এই পাতাটিকে দেখতে পাচ্ছে না।
এই কর্মসূচির পাতা এবং স্যোশাল মিডিয়া এই নিয়ে আলোচনা দ্রুত কি ভাবে টর, হোলা এবং অন্যান্য টুলসের মাধ্যমে ব্লক এড়িয়ে যাওয়ার আলোচনায় পরিণত হয়, আর রুশ নয় এমন ভিপিএন সংযোগ যতক্ষণ ব্যবহার করা হয়, ততক্ষণ এই সমস্ত টুলস মনে হচ্ছে কাজ করে গেছে। এই ব্লকের বিষয়েও ব্যবহারকারীরা ফেসবুকে অভিযোগ দায়ের করছে।
Что-то в Фейсбуке мероприятия, назначенные на 15.1.15, плохо работают. Отправил им жалобу. pic.twitter.com/XVqORzUHuj
— Nikita Kulachenkov (@nekulachenkov) December 20, 2014
মনে হচ্ছে ১৫ জানুয়ারি ২০১৫-এর কর্মসূচির যে পরিকল্পনা পাতা সেটি ফেসবুকে ঠিক মত কাজ করছে না। অভিযোগ দায়ের করুন।
ভিকোনটাকটে নামক সাইট, যেখানে একটিভিস্টরা এই র্যালি সংগঠিত করার জন্য একই ধরনের একটা দল তৈরী করেছিল, সেখানেও রুশ ব্যবহারকারীদের ক্ষেত্রে এই পাতা ব্লক করে রাখা হয়েছে। তবে এক্ষেত্রে একটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
А так теперь выглядит группа во ВК. Безусловно, это приведёт к тому, что все забудут где в Москве Манежная площадь. pic.twitter.com/O5Y0j20mWn
— Alexey Navalny (@navalny) December 20, 2014
ভিকোনটাকটেও দেখতে আসলে এ রকমই। নিঃসন্দেহে এর মানে হচ্ছে সকলে ভুলে যাবে যেন মানেঝানাইয়া স্কোয়ার মস্কোর কোন জায়গায় অবস্থিত।[স্ক্রিনশট-এ লেখা আছেঃ ২৭-২৭- ২০১৪ তারিখের অধ্যাদেশ অনুসারে রুশ ফেডারেশনের আইন মন্ত্রণালয়ের অনুরোধে ২০ ডিসেম্বর ২০১৪ থেকে এই পাতাটি ব্লক করে রাখা হয়েছে]
রুশ টেলিকম প্রতিষ্ঠানের উপর নজর রাখা ব্যক্তি রস কোমান্ডাজর, রুশ টিভি রেইনকে জানিয়েছে যে সরকারি দপ্তরের অনুরোধে এই পাতা ব্লক করে রাখা হয়েছে, কারণ এটি এমন এক আইন ভঙ্গ করেছে যে আইনে রুশ কর্তৃপক্ষের অনুমোদন নেই এমন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে।
নাভালনেই-এর সমর্থকরা এই র্যালির জন্য দ্রুত বিকল্প এক ফেসবুক কর্মসূচির পাতা তৈরী করে, ইতোমধ্যে ৪০০০-এর বেশী ব্যবহারকারী সাথে সাথে এতে সাড়া দিয়েছে।
১৫ জানুয়ারি ২০১৫ তারিখে এই বিক্ষোভ র্যালির পরিকল্পনা করা হয়েছে, ধারণা করা হচ্ছে যে সেদিন বিচারক নাভালনেই এবং তার ভাইয়ের বিচারের রায় ঘোষণা করবেন, যাদের বিরুদ্ধে ফরাসি এক প্রসাধনী কোম্পানিকে প্রতারণা করার অভিযোগ আনা হয়েছে।
রুনেট ইকো, মন্তব্যের খোঁজে ফেসবুকে গিয়ে হাজির হয় এবং ফেসবুকের এক প্রতিনিধিত্বকারী বলছে যে তারা এই বিষয়ের উপর “নজর রাখছে”। যখনই আমরা তাদের কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানব, তখনই আমরা এই ঘটনার তাজা সংবাদ প্রদান করব।