
মন্টেক্রুজ ফটো তাবারে ভাজকেজ এর প্রচারণার সময় একটি ভাষণের ছবি ফ্লিকারের মাধ্যমে শেয়ার করেছে।
তাবারে ভাজকেজ ১৩% ভোটে অগ্রসর থেকে দেশের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে তার প্রাক্তন পদে স্থলাভিষিক্ত হবে।
ভাজকেজ নভেম্বরের ৩০ তারিখে ১,২২৬,১০৫ ভোট (৫৫.০৪ শতাংশ) নিয়ে তার জাতীয়তাবাদী প্রতিদ্বন্দ্বী লুইস লাকালে পৌ-এর ৯৩৯,০৭৪ থেকে বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়। তার এই বিজয় তার বামপন্থী জোট বিস্তৃত সম্মুখভাগ (ফ্রেন্তে আম্প্লিও) কে সারা ল্যাটিন আমেরিকা এবং স্পেন-এর সব থেকে সম্মানজনক গণ মাধ্যমে সম্প্রচারিত হবার সুযোগ করে দিয়েছে, যেখানে তার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সে যে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে তার উপর জোর দেয়া হয়েছে। মাদ্রিদ-ভিত্তিক সংবাদপত্র এল মুন্ডো-তে ১লা ডিসেম্বর প্রকাশিত ‘যে প্রেসিডেন্ট সিগারেটের সাথে যুদ্ধ ঘোষণা করেছে’ শীর্ষক একটি স্প্যানিশ ভাষার প্রবন্ধতে ‘সকল উরুগুয়েবাসী’র সাথে কাজ করার বিষয়ে নব্য-প্রাক্তন প্রেসিডেন্টের প্রতিশ্রুতির বিষদ বর্ণনা করা হয়েছে।
ভোটের দিন সন্ধ্যে ৮.৩০ এর দিকে ব্যালট গণনার প্রাথমিক ফলাফল ও সেই সাথে সাথে ইতোমধ্যে ভোটদানকারীদের সাথে গণমাধ্যমগুলোর সাক্ষাৎকারের প্রেক্ষিতে করা অনুমান ভাজকেজকেই জয়ী হিসেবে চিহ্নিত করতে শুরু করে। তার অল্প কিছুক্ষণ পরেই বিদায়ী প্রেসিডেন্ট হোজে মুহিকা তার শুভেচ্ছা জ্ঞাপন করতে ভাজকেজ ও তার সহকারী প্রার্থী রাউল সেনডিক-এর সাথে ফোর পয়েন্টস হোটেলে সাক্ষাৎ করে।
২০০৫ থেকে ২০১০ পর্যন্ত প্রেসিডেন্ট থাকা ভাজকেজ তার প্রথম বক্তব্যেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়: স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, এবং নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থানের উপর বিরোধী দলের সাথে মিলিতভাবে সবার জন্য গ্রহণযোগ্য একটি সমাধান খোঁজায় তার আকাঙ্খার কথা ব্যক্ত করেছে। ব্যালটের ফলাফল একবার জানানো হয়ে গেলে, ভাজকেজ রাস্তায় অপেক্ষমান তার অনুসারীদের উদ্দেশ্যে তার অবস্থান পুনরায় ব্যক্ত করে একটি ভাষণ প্রদান করে: ‘সংবিধান এবং আইনের মধ্যে সবই সম্ভব। সংবিধান এবং আইনের বাইরে কোন কিছুই সম্ভব নয়।’
অনেক আন্তর্জাতিক গণমাধ্যম উল্লেখ করেছে যে সারাদেশে খুব সুন্দরভাবেই এই দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে; এমনকি কয়েকদিন ধরে চলতে থাকা খারাপ আবহাওয়াও ভোটারদেরকে বুথ থেকে দূরে রাখতে পারেনি।
আর্জেন্টিনার সংবাদপত্র পাজিনা ১২ ভাজকেজ-এর বিজয়ের খবরটি তাদের ১লা ডিসেম্বরের সংস্করণের প্রথম পাতায় ‘সম্মুখভাগ বিস্তৃত হয়েছে’ শিরোনাম দিয়ে ছাপিয়েছে। ডাব্লিউডাব্লিউডাব্লিউ.ইউওয়াইপ্রেস.নেট-এ প্রচারিত একটি সংবাদে উল্লেখ করা হয়েছে যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেজ রবিবার সন্ধায় টেলিফোনে ভাজকেজকে অভিনন্দন জানিয়েছে।
নির্বাচিত প্রেসিডেন্ট তার বিজয়ের পর একটি ব্যস্ত কার্যসূচী শুরু করে দিয়েছে, যার মধ্যে আছে ১লা মার্চে উদ্বোধনীর প্রস্তুতি জন্য তার মন্ত্রীসভার ঘোষণা ও চুড়ান্তকরণ।
সামাজিক মাধ্যমগুলোতে কিছু কিছু ভোটার তার প্রচারণা নিয়ে কিছুটা হাস্যরস করেছে, যেমন মারিয়া নোয়েল পেরেইরা (@heymarianoel) এবং তার ‘ব্যালট জিঙ্গেল’-এর মতো প্রহসনের প্রতিবাদ আয়োজন করেছে।
Balotajingle (Balotaje Uruguay 2014): http://t.co/9CtUYDx0e0 vía @YouTube
— Maria Noel Pereira (@heymarianoel) diciembre 1, 2014
ব্যালট জিঙ্গেল (নির্বাচন উরুগুয়ে ২০১৪)
সংবাদের রেডিও কার্যক্রম ইনফর্মাটিভো দে রাডিও ওসেয়ানিকা (@infcentral) সীমান্ত শহর চুই-এ যে আনন্দ উদ্যাপন করা হয়েছে তার উপর প্রতিবেদন করেছে:
CHUY URUGUAY Asi se fenteja en chuy la victoria Del Frente Amplio .. elecciones 2014 balotaje pic.twitter.com/XBygIKlCnp
— informativo (@infcentral) diciembre 1, 2014
চুই, উরুগুয়ে: এখানে জনগণ চুই-তে বিস্তৃত সম্মুখভাগ-এর বিজয় উদ্যাপন করছে…২০১৪ নির্বাচন।
একজন ৭৪ বছর বয়েসী টিউমার বিশেষজ্ঞ ভাজকেজ বিগত বামপন্থী প্রশাসনের চালু করা সামাজিক সহায়তা কার্যক্রমটি চালিয়ে যেতে প্রতিশ্রুতি দিয়েছে। সিগারেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট, মারিহুয়ানার বাজারকে বৈধ করার আইনকে পালন করার প্রতিশ্রুতি দিয়েছে; যাইহোক সে এর মৌলিক বিষয়গুলোকে বাস্তবায়িত করবে না এবং সাবধান করে দিয়েছে যে যদি এটি অসফল হয় তবে এটিকে আবার পূর্বাবস্থায় ফেরত নিয়ে আসা হবে।