এ সপ্তাহের পডকাস্টে আমরা সেই সমস্ত কাহিনীগুলো তুলে ধরব যা সম্প্রতি গ্লোবাল ভয়েসস-এর সংবাদ কক্ষে এসেছে। এ সপ্তাহে, আমরা পোল্যান্ড, উরুগুয়ে, রাশিয়া এবং সিরিয়ার সেই সমস্ত নারীদের সাথে পরিচয় করিয়ে দেব যারা ন্যায় বিচার অনুসন্ধান করছে অথবা ন্যায় বিচার লাভ করেছে।
কাইসা অদরোজোক, ফার্নান্দা কানোফ্রে, আইজাক ওয়েব, মারসেল শেহওয়ারো এবং লারা আল মালাকেহ এবং সকল লেখক, অনুবাদক, এবং সম্পাদক, যারা এই পর্ব সফল ভাবে সমাপ্ত করতে সাহায্য করেছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এই পর্বে আমরা ফ্রি মিউজিক আর্কাইভ থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কিছু সঙ্গীত শোনাচ্ছি। এই সব সঙ্গীতের মধ্যে রয়েছে জাহজারের প্লিজ লিসেন কেয়ারফুলি; ক্রিস জাব্রিস্কির মারিয়া বাভা স্লিপস ইন এ লিটিল লেটার দেন হি এক্সপেক্টেড টু বি; কোবরার (আভেক লোগো প্যানথেরে) সিটি নাইট লাইন; লিটিল গ্লাস ম্যান-এর ক্লোভার; কাই এঞ্জেল-এর ভিনটেজ ফ্রেমস; এবং ইয়েইয়েই এর আই এ্যাম দি ডেভিল (যন্ত্র সঙ্গীত)।
এই প্রবন্ধে যে ফিচার ছবি রয়েছে তাতে নারী ও পুরুষেরা বার্লিনের #ব্ল্যাকপ্রোটেস্ট-এ প্রতিবাদ স্বরূপ কালো পোশাক পড়েছে। ছবি কাসিয়া অডোরজেক-এর। সিসি বাই।
Podcast: Play in new window | Download