আর এটা সামান্য বাড়াবাড়ি: যদিও আমাদের সংখ্যায় স্বল্প সংখ্যক কর্মী এবং সম্পাদক রয়েছে, কিন্তু গ্লোবাল ভয়েসেস-এর মূল চালিকাশক্তি হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীরা, যারা এই সম্প্রদায়ের ৯৬ শতাংশ। অনেক সম্পাদক এবং কর্মীও এখানে স্বেচ্ছাসেবী হিসেবে যাত্রা শুরু করেছিল।
আর তাই এই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস, আমরা গ্লোবাল ভয়েসেস-এর শত শত স্বেচ্ছাসেবীর প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করছি, যারা বিগত দশ বছর ধরে বিশ্বের চাপা পড়ে থাকা ঘটনা এবং কাহিনী বিশ্বের সামনে তুলে ধরছে, এবং বিশেষ করে বিশ্বের যে প্রান্তে তাদের বাস সে অঞ্চলের, গ্লোবাল ভয়েসেস-এর স্বেচ্ছাসেবী আপনাদের ধন্যবাদ, আপনারা ছাড়া আক্ষরিক অর্থে আমাদের কোন অস্তিত্ব থাকত না!
আমাদের স্বেচ্ছাসেবীদের জানতে এই সম্প্রদায়ের সদস্যদের নিয়ে তৈরী করা সিরিজ প্রোফাইল পড়ুন, এবং গ্লোবাল ভয়েসেস–এর স্বেচ্ছাসেবী হওয়ার বিষয়ে জানতে পাঠ করুন এখানে।